ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আমিরকে নিয়েই পাকিস্তান টেস্ট দল

প্রকাশিত: ০৬:২১, ৬ জুন ২০১৬

আমিরকে নিয়েই পাকিস্তান টেস্ট দল

স্পোর্টস রিপোর্টার ॥ মোহাম্মদ আমির ভিসা পাবেন কি না, সেটি নিয়ে রয়েছে বড় প্রশ্ন। তবে প্রতিভাবান এই পেসারকে নিয়েই ইংল্যান্ড সফরের জন্য টেস্ট দল ঘোষণা করেছে পাকিস্তান। প্রধান নির্বাচক ইনজামাম-উল হক আশাবাদ ব্যক্ত করেছেন আমির শীঘ্রই ইংল্যান্ডের ভিসা পাবেন। এজন্য দেশটির ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে বিশেষ প্রচেষ্টা অব্যাহত রয়েছে। উল্লেখ্য, ২০১০ সালে স্পট ফিক্সিংয়ের অপরাধে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ হওয়ার পাশাপাশি তখন ইংল্যান্ডে জেল খাটতে (কিশোর সংশোধন কেন্দ্রে) হয়েছিল বর্তমানে ২৪ বছর বয়সী আমিরকে। ব্রিটিশ অভিবাসন আইনে সেটি নিয়েই তৈরি হিয়েছে জটিলতা। ঘোষিত দলের অধিনায়ক যথারীতি মিসবাহ-উল হক, আছেন অভিজ্ঞ ইউনুস খান ও হাঁটুর ইনজুরিতে ভোগা মোহাম্মদ হাফিজও। ‘আশা করছি আমির কয়েকদিনের মধ্যেই ভিসা পেয়ে যাবে। আর হাফিজের মেডিক্যাল রিপোর্ট ইতিবাচক হবে। আমরা তাই দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে টেস্ট দলে রেখেছি।’ বলেন ইনজামাম। গত ২০ মে ইসলামাবাদে অবস্থিত ব্রিটিশ এ্যাম্বাসিতে আমিরের ভিসার জন্য আবেদন করে পিসিবি। কিন্তু ইংল্যান্ড থেকে এখনও গ্রীন সিগনাল মেলেনি। তবে প্রত্যয়ী পিসিবির এক কর্তা বলেন, ‘আমরা ইংল্যান্ড এ্যান্ড ওয়েলস বোর্ডের (ইসিবি) সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখছি। ব্রিটিশ কর্তৃপক্ষ জানিয়েছে তার বিষয়টা শিথিল করতে আগ্রহী। আশা করছি আমির শীঘ্রই ভিসা পেয়ে যাবে।’ সম্প্রতি আইসিসি প্রধানও আমিরকে ভিসা দেয়ার পক্ষে মত দেন। পাঁচ বছরের নিষেধাজ্ঞা কটিয়ে বাংলাদেশের টি২০ লীগ বিপিএল ও পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফর্ম করেন বাঁহাতি এই পেসার। ফলশ্রুতিতে এ বছর জানুয়ারিতে তিনি পাকিস্তান জাতীয় দলে (ওয়ানডে-টি২০) ফেরেন। পাকিস্তান টেস্ট দল ॥ মিসবাহ-উল হক (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, ইউনুস খান, শান মাসুদ, সামি আসলাম, আজহার আলী, আসাদ শফিক, ইফতেখার আহমেদ, সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক), মোহাম্মদ রিজোয়ান, জুলফিজার বাবর, ইয়াসির শাহ, ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ আমির, রাহাত আলি, ইমরান খান ও সোহেল খান।
×