ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

জেলা ফুটবলের দায়িত্ব নিলেন সালাউদ্দিন, বাফুফের বিভিন্ন স্ট্যান্ডিং কমিটি গঠিত

অনুর্ধ-১৬ ফুটবল দলকে বাফুফের সংবর্ধনা

প্রকাশিত: ০৬:২০, ৬ জুন ২০১৬

অনুর্ধ-১৬ ফুটবল দলকে বাফুফের সংবর্ধনা

স্পোর্টস রিপোর্টার ॥ সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) তত্ত্বাবধানে এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ব্যবস্থাপনায় গত বছর অনুষ্ঠিত হয় ‘সাফ অনুর্ধ-১৬’ চ্যাম্পিয়নশিপ ফুটবল। আসরে চ্যাম্পিয়ন হয়ে দেশের জন্য গৌরব বয়ে আনে বাংলাদেশ অনুর্ধ-১৬ ফুটবল দল। বাফুফের পক্ষ থেকে রবিবার বিকেলে বাফুফে ভবনে অনুর্ধ-১৬ ফুটবল দলকে সংবর্ধনা ও ব্লেজার প্রদান করা হয়। এ অনুষ্ঠানে সাফ ও বাফুফে সভাপতি কাজী মোঃ সালাউদ্দিনসহ নির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। খেলোয়াড় ছাড়াও বাংলাদেশ অনুর্ধ-১৬ জাতীয় ফুটবল দলের সকল কর্মকর্তাকে ব্লেজার প্রদান করা হয়। উল্লেখ্য, গত ৯-১৮ আগস্ট ২০১৫ পর্যন্ত এ আসরের খেলা সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে বাংলাদেশসহ ভারত, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ ও আফগানিস্তানের অনুর্ধ-১৬ জাতীয় ফুটবল দল অংশগ্রহণ করেছিল। এদিকে তৃতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার পর এবার তৃণমূলে ফুটবল ছড়িয়ে দিতে নিজেই দায়িত্ব নিলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) জেলাভিত্তিক ফুটবল আয়োজনের কমিটি ডিএফএ লিগ কমিটির দায়িত্ব নিজ কাঁধে তুলে নিয়েছেন তিনি। রবিবার বাফুফের নবনির্বাচিত কমিটির দ্বিতীয় বৈঠকে বাফুফের বিভিন্ন স্ট্যান্ডিং কমিটির প্রধানদের নাম চূড়ান্ত করা হয়। দীর্ঘ চার ঘণ্টা সভার পর চূড়ান্ত হয় বিভিন্ন কমিটির কর্তাদের নাম। স্ট্যান্ডিং কমিটির নাম চূড়ান্ত করার পর সালাউদ্দিন বলেন, ‘আমি দায়িত্ব নিলে সেটি যথাযথভাবেই পালন করার চেষ্টা করি। আগামী চার বছরে আমি তৃণমূলে ফুটবল উন্নয়নের চেষ্টা করে যাব। সেজন্যই ডিএফএ লিগ কমিটির দায়িত্ব নিয়েছি।’ বাফুফের লিগ্যাল ও সিকিউরিটিজ কমিটির প্রধান কে হবেন তা চূড়ান্ত হয়নি। এ প্রসঙ্গে সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদী বলেন, ‘আমরা খুব দ্রুত বাকি কমিটিগুলো চূড়ান্ত করব।’ ইমার্জেন্সি কমিটি- কাজী সালাউদ্দিন, ডিএফএ লিগ কমিটি- কাজী সালাউদ্দিন, মার্কেটিং কমিটি- কাজী নাবিল আহমেদ, কো-চেয়ারম্যান- তাবিথ আওয়াল, ন্যাশনাল টিমস কমিটি- কাজী নাবিল আহমেদ, কো-চেয়ারম্যান- তাবিথ আওয়াল, মিডিয়া কমিটি- কাজী সালাউদ্দিন, কো-চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু, পেশাদার লীগ কমিটি- আব্দুস সালাম মুর্শেদী, ফিন্যান্স ও বাজেট কমিটি- আব্দুস সালাম মুর্শেদী, ডেভেলপমেন্ট কমিটি- বাদল রায়, কম্পিটিশনস কমিটি- মহিউদ্দিন আহমেদ মহি, ফুটসাল ও বিচ ফুটবল কমিটি- সত্যজিৎ দাশ রূপু, ঢাকা মহানগরী ফুটবল লীগ কমিটি- হারুনুর রশিদ, পাইওনিয়ার ফুটবল লীগ কমিটি- শওকত আলি খান জাহাঙ্গীর, টেকনিক্যাল কমিটি- তাবিথ আওয়াল, ইন্টারনাল অডিট কমিটি- হারুনুর রশিদ, মহিলা ফুটবল কমিটি- মাহফুজা আক্তার কিরণ, প্লেয়ার স্ট্যাটাস কমিটি- আকতার হোসেন, ডিসিপ্লিনারি কমিটি- মেজবাহউদ্দিন, ডিএফএ মনিটরিং কমিটি- শামসুল হক চৌধুরী ও গ্রাউন্ডস কমিটি- ফজলুর রহমান বাবুল।
×