ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঢাকায় পৌঁছেই অনুশীলনে উজ্জীবিত তাজিকরা, এএফসি এশিয়ান কাপ বাছাই প্লে-অফ

বাংলাদেশ-তাজিকিস্তান ফিরতি ম্যাচ কাল

প্রকাশিত: ০৬:১৯, ৬ জুন ২০১৬

বাংলাদেশ-তাজিকিস্তান ফিরতি ম্যাচ কাল

স্পোর্টস রিপোর্টার ॥ বেশিদিন আগের কথা নয়। গত বছর ১৬ জুন নিজেদের মাঠ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সফরকারী তাজিকিস্তানের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করেছিল বাংলাদেশ ফুটবল দল। অথচ সেই দলটি এরপর থেকে আর কোনভাবেই তাজিকদের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াতে পারছে না। বিশ্বকাপ বাছাইয়ের ফিরতি ম্যাচে ৫-০ গোলে হার দেখতে হয়েছে। আর বৃহস্পতিবার এএফসি এশিয়ান কাপের বাছাইয়ের প্লে-অফে ৫-০ গোলে বিধ্বস্ত হয়েছে মামুনুল ইসলামের দল। এবার ফিরতি ম্যাচে ঘরের মাঠে তাজিকদের বিরুদ্ধে লড়ার অপেক্ষা! এবারও কি গোলবন্যায় ভাসবে লোডভিক ডি ক্রুইফের শিষ্যরা নাকি ফিরে আসবে ১৬ জুনের সেই সুন্দর স্মৃতি? মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। রবিবার সকালে বাংলাদেশের মাটিতে পাপ রেখেই বিকেলে বুয়েট মাঠে অনুশীলন করেছে সফরকারী তাজিকিস্তান। ফিরতি ম্যাচেও সহজ জয় পেতে উন্মুখ তারা। আর বাংলাদেশ দলও কঠোর অনুশীলন চালিয়ে যাচ্ছে এবার ঘরের মাঠে দারুণ কিছু করার প্রত্যয়ে। সর্বশেষ দুই মোকাবেলায় ১০ গোল হজম করতে হয়েছে। অবশ্য, গত বছর বঙ্গবন্ধু স্টেডিয়ামে তাজিকদের বিরুদ্ধে ১-১ গোলের দারুণ ড্র আর পরে এ্যাওয়ে ম্যাচে ৫-০ গোলের হার, কোনটাতেই কোচের দায়িত্বে ছিলেন ক্রুইফ। এ ডাচ কোচ এবার তাজিকিদের বিরুদ্ধে ম্যাচ খেলতে যাওয়ার মাত্র ১০ দিন আগে দলের সঙ্গে যোগ দেন নতুন করে দায়িত্ব পেয়ে। কিন্তু এরপরও তাজিকিস্তান যাত্রার আগে ১-১ গোলে ড্রয়ের স্মৃতিটাকে মাথায় রেখে দারুণ কিছু করার প্রত্যয় জানিয়েছিলেন ডাচ কোচ ক্রুইফ। অধিনায়ক মামুনুল ইসলামও দারুণ কিছু করবেন এমন আত্মবিশ্বাস প্রকাশ করেন। কিন্তু দুটোর কোনটিই হয়নি। দুশানবেতে ফলাফল সেই আগের মতোই। ৫-০ গোলে পরাজিত হওয়ার লজ্জা। এরপর আর বাছাইয়ে খেলার যোগ্যতা অর্জন করা বেশ কঠিন হয়ে গেছে বাংলাদেশের জন্য। ফিরতি লেগের প্লে-অফে দারুণ কিছু করতে হবে। তবে পরের রাউন্ডে ভুটানকে হারাতে পারলেও বাছাইয়ে খেলার যোগ্যতা অর্জন করবে বাংলাদেশ। কিন্তু এখন মঙ্গলবারের ম্যাচ নিয়েই যত ভাবনা কোচ ক্রুইফের। তিনি বলেছেন, এ ম্যাচে তাজিকদের হারানোটা আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ। তবে একজন পেশাদার কোচ হিসেবে আমি ঘরের মাঠে জিততেই চাইব। এ্যাওয়ে ম্যাচে বড় পরাজয়ের পর অনেক ধরনের অজুহাত খাড়া করেছিলেন এ ডাচ কোচ। অথচ দল নিয়ে তাজিকিস্তান যাত্রার আগে দল নিয়ে সন্তোষ প্রকাশ করেছিলেন তিনি। এখন আবার জয়ের স্বপ্ন দেখছেন। কিন্তু যে দলটির কাছে ৫-০ গোলে গত দুটি ম্যাচ হেরেছে দল সেই মামুনুলরা এবার কয়টা গোল হজম করবেন সেই প্রশ্নই সবার মনে? আর বাংলাদেশের শক্তিমত্তা ও দুর্বলতা পুরোপুরি জেনে গেছে তাজিকরা। টানা দুই ম্যাচে মামুনুলদের বিধ্বস্ত করার পর এখন দারুণ আত্মবিশ্বাসীও তারা। এরপরও সময় নষ্ট করেনি সফরকারী দলটি। রবিবার সকালে ঢাকায় পৌঁছে বিকেলেই নেমে পড়েছে অনুশীলনে। এতেই এ ম্যাচটি ঘিরে তাদের মধ্যে কতখানি উদ্দীপনা কাজ করছে সেটা পরিষ্কার হয়ে উঠেছে। বাংলাদেশ দলও অনুশীলন করেছে এদিন। ক্রুইফ প্রস্তুত করছেন তার শিষ্যদের।
×