ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আত্মবিশ্বাসী গ্যাটলিন জিততে চান রিও অলিম্পিকেও

প্রকাশিত: ০৬:১৮, ৬ জুন ২০১৬

আত্মবিশ্বাসী গ্যাটলিন জিততে চান রিও অলিম্পিকেও

স্পোর্টস রিপোর্টার ॥ গ্রীষ্মকালীন অলিম্পিক সামনে রেখে প্রস্তুতিটা দারুন হচ্ছে জাস্টিন গ্যাটলিনের। মার্কিন যুক্তরাষ্ট্রের এ স্প্রিন্টার একের পর এক রেসে জিতে চলেছেন। সর্বকালের সবচেয়ে গতিধর স্প্রিন্টার জ্যামাইকার উসাইন বোল্টের বিরুদ্ধে গত বিশ্ব আসরে জিততে ব্যর্থ হয়েছেন তিনি। ওই আসরের আগে দারুন ফর্মে ছিলেন গ্যাটলিন। কিন্তু শেষ পর্যন্ত ন্যুনতম ব্যবধানে পিছিয়ে থেকে হেরে গিয়েছিলেন। বারবারই বোল্টের কাছে গিয়েই নতি স্বীকার করতে হয়েছে গ্যাটলিনকে। তবে এবার রিও ডি জেনিরো অলিম্পিকে বোল্টকে হারিয়ে দেয়ার প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছেন তিনি। রোমে তিনি জিতেছেন ১০০ মিটারের আরেকটি রেসে। এবার সময় নিয়েছেন ৯.৯৩ সেকেন্ড। জয়ের ধারা তিনি অব্যাহত রাখতে চান রিও ডি জেনিরো অলিম্পিকেও। চলতি বছরও ফর্মের তুঙ্গে আছেন গ্যাটলিন। রোমে নামার আগে এ বছর মোট চারটি রেসে অংশ নিয়েছেন এবং প্রতিটি রেসেই আগের চেয়ে উন্নতি করেছেন তিনি। জাপানের কাওয়াসাকিতে প্রথম রেসে ১০.০২ সেকেন্ড, সাংহাইয়ে ৯.৯৪ সেকেন্ড, বেজিংয়ে আবার ৯.৯৪ সেকেন্ড এবং সর্বশেষ অরিগনের প্রিফন্টেইন ক্ল্যাসিকে ৯.৮৮ সেকেন্ড টাইমিং গড়েন তিনি। সর্বশেষটি ছিল মৌসুম সেরা টাইমিং। এসবের পরই তিনি রোমের গোল্ডেন গালা পিয়েট্রো মেনিয়া মিটে নামলেন। এই ট্র্যাকে গত বছর ৯.৭৫ সেকেন্ড টাইমিং গড়েছিলেন গ্যাটলিন। তবে এবার সেটাকে ছুঁতে পারেননি। তবে জিতেছেন ৯.৯৩ সেকেন্ড সময় নিয়ে। তিনি পেছনে ফেলেছেন স্বদেশী আমির ওয়েবকে। ওয়েব ৯.৯৪ সেকেন্ড সময় নিয়ে হয়েছেন দ্বিতীয়। ফ্রান্সের জিমি ভিকো ৯.৯৯ সেকেন্ড নিয়ে তৃতীয় হন। ইতালির রাজধানী রোমে এ জয়ের মাধ্যমে কোন মিটের ১০০ মিটারে সর্বাধিক জয়ের রেকর্ড নিজের করে নিয়েছেন গ্যাটলিন। মার্কিন এ তারকা পেছনে ফেলেছেন আরেক সাবেক মার্কিন স্প্রিন্টার মরিস গ্রিনকে। প্রতিটি বড় ইভেন্টে নামার আগেই দারুন ফর্মে থাকেন ৩৪ বছর বয়সী গ্যাটলিন। কিন্তু বোল্টকে ছুঁতে পারেননা শেষ পর্যন্ত। দুই মেয়াদে ডোপপাপে নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর থেকেই ট্র্যাকে দারুন গতিময় হয়ে উঠেছেন গ্যাটলিন।
×