ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

গ্র্যান্ডস্লাম জিতে উদ্বেলিত মুগুরুজা

প্রকাশিত: ০৬:১৫, ৬ জুন ২০১৬

গ্র্যান্ডস্লাম জিতে উদ্বেলিত মুগুরুজা

স্পোর্টস রিপোর্টার ॥ গত মৌসুমে উইম্বলডনের ফাইনালে উঠে চমকে দিয়েছিলেন টেনিস বিশ্বকে। কিন্তু শিরোপা জয়ের লড়াইয়ে সেরেনা উইলিয়ামসের কাছে হেরে যান তিনি। তবে সে হার থেকেই শিক্ষা নিয়ে গারবিন মুগুরুজা এখন দুর্দান্ত। শনিবার অপ্রতিরোধ্য গতিতে ছুটতে থাকা সেরেনা উইলিয়ামসকে হারিয়ে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ডসøাম জয়ের স্বাদ পেলেন তিনি। সেই সঙ্গে ১৮ বছর পর স্পেনকে ফ্রেঞ্চ ওপেনের শিরোপা উপহার দিলেন তরুণ প্রতিভাবান এ টেনিস তারকা। মাত্র ২২ বছর বয়স মুগুরুজার। প্রতিপক্ষ তার চেয়েও ১২ বছরের বড়। গত মৌসুমে উইম্বলডনের ফাইনালে জায়গা করে নিলেও সেরেনা উইলিয়ামসের অভিজ্ঞতার কাছে হেরে যান তিনি। তবে এবার নিজেকে প্রমাণ করেই রোঁলা গ্যাঁরোয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন মুগুরুজা। অসামান্য এই কীর্তি গড়ে স্প্যানিশ টেনিস তারকা তাই দারুণ আনন্দিত। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি খুবই খুশি। কারণ আজ নিজেকে প্রমাণ করতে পেরেছি যে, আমি আসলেই ভাল খেলতে পারি। চাপ সামলে বিশ্বের সেরা খেলোয়াড়ের বিপক্ষে জিততে পারি।’ টেনিস কোর্টে শুরু থেকেই কিছুটা মানসিক চাপে ভুগতেন মুগুরুজা, যে কারণে তাকে মানসিকভাবে চাঙ্গা করার জন্য কোচ হিসেবে ভূমিকা রাখেন সাম সুমিক। আর ক্যারিয়ারের প্রথম মেজর শিরোপা জয়ের পেছনে এটাকেই মূল চাবি হিসেবে মন্তব্য করেছেন তিনি। এ প্রসঙ্গে মুগুরুজার অভিমত, ‘শুধু আবেগ নিয়ন্ত্রণ করে খেলতে পারাটাই এখানে চ্যাম্পিয়ন হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মনে করি আমি।’ ফ্রেঞ্চ ওপেনে পুরুষ এককে গত এক দশক ধরেই স্প্যানিশ রাজত্ব। ২০০৫ সাল থেকে ১০১৪ সাল পর্যন্ত মাত্র একবার চ্যাম্পিয়ন হতে পারেননি রাফায়েল নাদাল। তাছাড়া বাকি নয়বারই রোঁলা গ্যাঁরোর শিরোপা নিজের করে নিয়েছেন। কিন্তু মহিলা এককে ফ্রেঞ্চ ওপেনে স্প্যানিশরা ছিলেন একেবারেই নিষ্প্রভ। ১৯৯৮ সালে শেষ কোন স্প্যানিশ খেলোয়াড় হিসেবে ফরাসী ওপেনের শিরোপা জিতেছিলেন। এবার স্প্যানিশদের দেড় যুগের শিরোপা-খরা ঘোচালেন মুগুরুজা। ফ্রেঞ্চ ওপেনের ট্রফিটাও তাই স্পেনের মানুষদেরই উৎসর্গ করে দিয়েছেন তিনি, ‘এই টুর্নামেন্ট স্পেনের মানুষদের জন্যই। আমি যখন ছোট্ট শিশু ছিলাম এবং ক্লে কোর্টে অনুশীলণ করতাম তখন সব সময়ই স্বপ্ন দেখতাম রোঁলা গ্যাঁরোয় জেতার। আজ সেই রোঁলা গ্যাঁরোতেই চ্যাম্পিয়ন। এটা আমার জন্য অসাধারণ একটি দিন। এখানে ফাইনাল খেলতে পেরে আমি খুবই রোমাঞ্চিত। তাও আবার একজন সেরা খেলোয়াড়ের বিপক্ষে। আমি ক্লে কোর্টেই বেড়ে উঠেছি, স্প্যানিশদের জন্য যা খুবই স্বাভাবিক। তাই আমার কাছে শিরোপা জয়ের ব্যাপারটি খুবই বিস্ময়কর।’
×