ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পরিবেশমন্ত্রী বললেন

মন্ত্রণালয়ের তিন ভাগ কর্মকর্তা বিদেশেই থাকেন

প্রকাশিত: ০৫:৪৩, ৬ জুন ২০১৬

মন্ত্রণালয়ের তিন ভাগ কর্মকর্তা বিদেশেই থাকেন

স্টাফ রিপোর্টার ॥ পরিবেশ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে ক্ষোভ প্রকাশ করেছেন পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। তিনি বলেন, পরিবেশ মন্ত্রণালয়ের চার ভাগের তিন ভাগ কর্মকর্তা বছরের অধিকাংশ সময় বিদেশ ভ্রমণে থাকেন। প্রতিদিন এ মন্ত্রণালয় থেকে কর্মকর্তারা বিদেশ যায় জ্ঞান অর্জনের জন্য। তারা ভ্রমণের জন্যও বিদেশ যায়। প্রথম প্রথম নিষেধ করতাম, তবে এখন আর করি না। এ মন্ত্রণালয় সৃষ্টি হয়েছে বিদেশী অর্থ আহরণের জন্য; কোন কাজ করার জন্য নয়। রবিবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ ও বন মন্ত্রণালয় আয়োজিত ‘টেকসই উন্নয়নে পরিবেশ’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব ড. কামাল উদ্দিন আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন- বিজিএমইএ’র ভাইস প্রেসিডেন্ট ফারুক হোসেন, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক আব্দুল মতিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী প্রমুখ। পরিবেশ মন্ত্রণালয়ে বাজেটের বরাদ্দ প্রসঙ্গে তিনি বলেন, বাজেট আমি বুঝি না। বাজেটের একটা কাঠামো রয়েছে, সে অনুযায়ী বরাদ্দ হয়। বর্জ্য ব্যবস্থাপনা, যানবাহনের শব্দদূষণ বিষয়ক পুলিশিং আইন না করলে কেউ সচেতন হবে না। উন্নত বিশ্বের মানুষ কেন আইন মানে, তার পেছনের গল্প আমাদের জানতে হবে। তিনি আরও বলেন, দক্ষিণ অঞ্চলের তিন কোটি মানুষ খাবার ও গোসলের পানি পায় না। আর ঢাকায় বসে শুধু মেগা প্রকল্প নেয়া হয়। শোভাযাত্রা ও বৃক্ষরোপণ কর্মসূচীর মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবস পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট এ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ বিভাগ এ কর্মসূচীর আয়োজন করে। রবিবার সকালে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশ থেকে উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস প্রদক্ষিণ করে লেকচার থিয়েটার ভবনের সামনে এসে শেষ হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক ইনস্টিটিউট প্রাঙ্গণে কর্মসূচীর অংশ হিসেবে বৃক্ষরোপণ উদ্বোধন করেন। শোভাযাত্রা ও বৃক্ষরোপণ কর্মসূচীতে আরও অংশগ্রহণ করেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান এবং ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মাহবুবা নাসরীন এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার মোকাদ্দেম হোসেন। এছাড়া উক্ত কর্মসূচীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
×