ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নির্বাচন পরবর্তী সংঘর্ষে নিহত এক

প্রকাশিত: ০৪:৪১, ৬ জুন ২০১৬

নির্বাচন পরবর্তী সংঘর্ষে নিহত এক

নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ৫ জুন ॥ নির্বাচনোত্তর সহিংসতায় শ্রীবরদী উপজেলার ভেলুয়া ইউনিয়নে বুরুজ আলী (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। রবিবার ভোরে তিনি মারা যান। নিহত বুরুজ আলী স্থানীয় বলিদাপাড়া এলাকার মৃত আব্দুল হালিমের ছেলে। জানা যায়, শনিবার শ্রীবরদী উপজেলার ভেলুয়া ইউনিয়নের নির্বাচন শেষে ঘোষিত ফলাফলকে কেন্দ্র করে রাত ১০টার দিকে ৮নং ওয়ার্ডের বিজয়ী মেম্বার কালু মিয়া ও পরাজিত মেম্বার প্রার্থী আজিজুল হকের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। ওই সময় আজিজুলের সমর্থকরা লাঠিসোঠা নিয়ে হামলা চালিয়ে বুরুজ আলীকে মারপিট করলে সে গুরুতর আহত হয়। পরে তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রবিবার ভোরে সে মারা যায়। নড়াইলে প্রার্থীর বাড়িতে অগ্নিসংযোগ নিজস্ব সংবাদদাতা নড়াইল থেকে জানান, লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউপিতে পরাজিত নৌকা প্রতীকের প্রার্থীর বাড়িতে অগ্নিসংযোগ করেছে সন্ত্রাসীরা। এ সময় ২৪ রাউন্ড গুলিবর্ষণের ঘটনা ঘটে। শনিবার রাত ২টার দিকে দোয়া মল্লিকপুর গ্রামে এ ঘটনা ঘটে। শাহিদুর রহমান সহিদ অভিযোগ করেন, নির্বাচনের পর থেকেই তাকে ও তার সমর্থকদের হুমকি দেয়া হচ্ছে। শনিবার রাতে আমাকে এবং আমার ভাই যুবলীগের কেন্দ্রীয় নেতা শরিফুল ইসলামকে হত্যার উদ্দেশ্যে আমার বাড়িতে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয়। আমরা ঘর থেকে বাইরে আসার চেষ্টা করলে দুর্বৃত্তরা আমাদের লক্ষ্য করে প্রায় ৭ রাউন্ড গুলি ছোড়ে। প্রাণ রক্ষায় এ সময় আমি শর্টগানের ১১ রাউন্ড এবং পিস্তলের ৩ রাউন্ড ও আমার ভাই শরিফুল পিস্তলের ৩ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ি। পাল্টা গুলিবর্ষণের কারণে দুর্বৃত্তরা মোটরসাইকেলযোগে পালিয়ে যায়। মোরেলগঞ্জে আ’লীগ নেতাকে কুপিয়ে জখম স্টাফ রিপোর্টার, বাগেরহাট থেকে জানান, মোরেলগঞ্জে এক আওয়ামী লীগ নেতাকে মারপিটের প্রতিবাদে ঝাড়ু মিছিল করেছে ক্ষুব্ধ এলাকাবাসী। রবিবার দুপুরে ঝাড়ু মিছিলটি শহর প্রদক্ষিণ করে। শনিবার রাত ১০টার টিকে মোরেলগঞ্জ পৌরসভার কাউন্সিলর ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি অলিউর রহমানের ওপর হামলা করে মোস্তফা খানের ছেলে বাবু খান ও তার সহযোগীরা। এ ঘটনায় রাতেই থানায় মামলা দায়ের হয়েছে এবং রাত ১টার দিকে পুলিশ বাবু খানকে গ্রেফতার করে। জানা গেছে, ঘটনার সময় মোরেলগঞ্জ সদর বাজারের একটি দোকানে বসা থাকা অবস্থায় বাবু খান ও তার সহযোগীরা অলিউর রহমানকে পিটিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। আশঙ্কাজনক অবস্থায় অলিউর রহমানকে প্রথমে মোরেলগঞ্জ ও পরে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গফরগাঁওয়ে ২৫০ জনের নামে মামলা নিজস্ব সংবাদদাতা, গফরগাঁও থেকে জানান, উপজেলার সালটিয়া ইউনিয়নের পুখুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখল ও সংঘর্ষে একজন নিহতের ঘটনায় প্রিসাইডিং অফিসার বাদী হয়ে দুই মেম্বার প্রার্থী করিম মিয়া (তালা) মোশারফ ও হোসেনের (মোরগ) নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২৫০ জনকে আসামি করে শনিবার মধ্যরাতে গফরগাঁও থানায় একটি মামলা দায়ের করেছেন। গফরগাঁও থানার ওসি (তদন্ত) হাবিবুর রহমান মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার রাত সোয়া ১২টার দিকে মামলাটি রুজু করা হয়। জয়পুরহাটে ইউপি চেয়ারম্যান গুলিতে আহত নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট, ৫ জুন ॥ দুর্বৃত্তদের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে সদর উপজেলার ভাদসা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান একে আজাদ ও নয়ন নামের অপর একজন গুরুতর আহত হয়েছে। অবস্থার অবনতি হলে একে আজাদকে ঢাকার মেট্রোপলিটন হাসপাতালে এবং নয়ন বর্মণকে ঢাকা মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার রাত আনুমানিক ১০টায় ভাদসা গোপালপুর বাজার হতে নবনির্বচিত চেয়ারম্যান একে আজাদ মোটরসাইকেলযোগে একজন সঙ্গীসহ বাড়ি ফেরার পথে বাজারের অদূরেই ৪-৫ জন মুখোশধারী যুবক তাদের ওপর হামলা চালিয়ে এলোপাতাড়ি কোপায়। এ সময় কয়েক রাউন্ড গুলির শব্দ হলে নয়ন নামের এক পথচারী এগিয়ে গেলে তাকে গুলি করা হয়। এর কিছু পরেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। চেয়ারম্যানের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে কোপানো হয়েছে। তাদের দু’জনের অবস্থা আশঙ্কাজনক। অটিজমবিষয়ক কর্মশালা নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ, ৫ জুন ॥ অটিজম ও স্নায়ু বিকাশজনিত সমস্যাভুক্ত যুবদের প্রতি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গোপালগঞ্জে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে সদর উপজেলা পরিষদের হলরুমে এ কর্মশালার আয়োজন করে গোপালগঞ্জ সদর যুব উন্নয়ন অধিদফতর। এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফর রহমান (বাচ্চু), সভাপতিত্ব করেন ইউএনও মোহম্মদ জালাল উদ্দিন। জুতার ভেতর ইয়াবা নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী, ৫ জুন ॥ ভিন্ন কৌশলে সেলাই করা জুতার ভেতর ইয়াবাসহ কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হ্নীলা গ্রামের হাবিবুর রহমানের ছেলে হাশেমকে আটক করেছে বাঁশখালী থানা পুলিশ। রবিবার পুলিশ পাচারকারীর পায়ের জুতা ছিন্নভিন্ন করে বের করেছে চার শ’ ইয়াবা ট্যাবলেট।
×