ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নেত্রকোনায় বাস ধর্মঘট ॥ যাত্রী দুর্ভোগ

প্রকাশিত: ০৪:৪০, ৬ জুন ২০১৬

নেত্রকোনায় বাস ধর্মঘট ॥ যাত্রী দুর্ভোগ

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ৫ জুন ॥ শ্রমিকদের ওপর হামলা ও অবৈধ চাঁদাবাজির প্রতিবাদসহ জেলার অভ্যন্তরীণ ছয়টি রুটে সিএনজি, ইজিবাইক, মোটরসাইকেল, নছিমন, করিমন, ভটভটি ও অটোরিক্সা চলাচল বন্ধের দাবিতে রবিবার থেকে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট শুরু করেছে স্থানীয় সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। জানা গেছে, সকাল থেকে বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে পরিবহন শ্রমিকরা হাতে লাঠিসোটা নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছে। পাশাপাশি তারা সিএনজি, ইজিবাইক, মোটরসাইকেল, নছিমন, করিমন, ভটভটি, অটোরিক্সা প্রভৃতি যানবাহন আটকে দেয়। ধর্মঘট ও দু’পক্ষের বিরোধের কারণে রবিবার সারাদিন ওই ছয়টি রুটে কোন বাস এবং অন্যান্য যানবাহন চলাচল করেনি। ফলে যাত্রীদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়েছে। জেলা পরিবহন শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, কয়েকদিন আগে কিছু সিএনজি চালক ও মালিক নেত্রকোনা-মোহনগঞ্জ সড়কের বিরামপুরে বাস শ্রমিকদের মারপিটসহ চাঁদা আদায় করেছে। আটপাড়ার তেলিগাতি এলাকাতেও অনুরূপ ঘটনা ঘটছে। এসবের প্রতিকার চেয়ে গত সপ্তাহে নেত্রকোনা-মোহনগঞ্জ সড়কে পরিবহন ধর্মঘট চললেও স্থানীয় প্রশাসন এদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেয়নি। এ কারণে রবিবার থেকে জেলার অভ্যন্তরীণ ছয়টি রুটে পরিবহন ধর্মঘট আহ্বান করা হয়েছে। বিষয়টির সমাধান না হলে সোমবার থেকে নেত্রকোনা-ময়মনসিংহ-ঢাকাসহ অন্যান্য আন্তঃজেলা রুটেও ধর্মঘট ডাকা করা হতে পারে বলে জানান ওই শ্রমিক নেতা। এ ব্যাপারে জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমান এবং পুলিশ সুপার জয়দেব চৌধুরী জানান, উদ্ভুত পরিস্থিতি নিরসনে দু’পক্ষকে নিয়ে সন্ধ্যায় বৈঠক ডাকা হয়েছে। আরপি সাহা হত্যা মামলার তদন্ত শুরু নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর, ৫ জুন ॥ এশিয়াখ্যাত দানবীর লোক হিতৈষী কুমুদিনী হাসপাতাল ও নারী শিক্ষা প্রতিষ্ঠান ভারতেশ্বরী হোমসের প্রতিষ্ঠাতা রণদা প্রসাদ সাহা ও তার ছেলে ভবানী প্রসাদ সাহা রবিকে অপহরণ ও হত্যার তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। রবিবার তদন্ত সংস্থার কর্মকর্তা আতাউর রহমানের নেতৃত্বে তদন্ত টিম মির্জাপুর কুমুদিনী ক্যাম্পাসে আসেন। সকাল সোয়া দশটায় তিনি কুমুদিনী লাইব্রেরিতে এলে কুমুদিনীর কল্যাণ সংস্থার পরিচালক ভাষা সৈনিক প্রতিভা মুৎসুদ্দি তাকে স্বাগত জানান। এ সময় কুমুদিনী কল্যাণ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা, মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার অধ্যাপক দুর্লভ বিশ্বাস, ভারতেশ্বরী হোমসের প্রিন্সিপাল প্রতিভা হালদার উপস্থিত ছিলেন। তদন্তকারী কর্মকর্তা আতাউর রহমান জানান, একাত্তরে স্বাধীনতা যুদ্ধের সময় ৭ মে পাকিস্তানী হানাদার বাহিনী ও এদেশের দোসররা রণদা প্রসাদ সাহা ও তার ছেলে ভবানী প্রসাদ সাহাকে অপহরণ করে। এ ছাড়া একইদিন মির্জাপুর গ্রামে গণহত্যা চালিয়ে তারা অসংখ্য বাঙালী হত্যা করে। এ বিষয়ে মামলা হয়েছে। এ মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে আমরা প্রাথমিক তদন্ত কাজ শুরু করেছি বলে তিনি জানান। মেয়র মান্নান রিমান্ড শেষে কারাগারে স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ সিটি কর্পোরেশনের (জিসিসি) সাময়িক বরখাস্তকৃত মেয়র বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক এমএ মান্নানকে নাশকতার মামলায় দুই দিনের রিমান্ডে নিয়ে পুলিশের জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে পাঠানো হয়েছে। রবিবার দুপুরে গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গাজীপুরের কোর্ট পরিদর্শক রবিউল ইসলাম জানান, কালিয়াকৈর থানার নাশকতার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য অধ্যাপক মান্নানকে শনিবার দুপুরে দু’দিনের রিমান্ডে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ থেকে কালিয়াকৈর থানায় আনা হয়। কালিয়াকৈরে পুলিশবহনকারী গাড়িতে পেট্রোল বোমা ও ককটেল নিক্ষেপ করে গাড়িতে অগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনায় দায়ের মামলায় জিজ্ঞাসাবাদ শেষে রবিবার দুপুরে তাকে গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (ডিজিটাল আদালত) তাহমিনা খানম শিল্পীর আদালতে হাজির করা হয়।
×