ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চেয়ারম্যান হলেন যারা

প্রকাশিত: ০৪:৪০, ৬ জুন ২০১৬

চেয়ারম্যান হলেন যারা

জনকণ্ঠ ডেস্ক ॥ ইউনিয়ন পরিষদ নির্বাচনের শেষ ধাপে শনিবার যারা চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন তাদের নাম। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। কক্সবাজার ঈদগাঁও ইউনিয়নে আওয়ামী লীগ বিদ্রোহী সৈয়দ আলম, চৌফলদ-ীতে আওয়ামী লীগের ওয়াজ করিম বাবুল, ইসলামাবাদে স্বতন্ত্র নুর ছিদ্দিক পোকখালীতে আওয়ামী লীগের বিদ্রোহী রফিকুল ইসলাম, জালালাবাদে আওয়ামী লীগের ইমরুল হাসান রাশেদ, ইসলামপুরে বিএনপি দলীয় ধানের শীষ প্রতীকের প্রার্থী আবুল কালাম, রামু ফতেখারকুলে আওয়ামী লীগের ফরিদুল আলম, জোয়ারিয়ানালায় আওয়ামী লীগের কামাল শামসুদ্দিন প্রিন্স, দক্ষিণ মিঠাছড়িতে আওয়ামী লীগ বিদ্রোহী ইউনুচ ভুট্টো, রাজারকুলে আওয়ামী লীগ বিদ্রোহী মফিজুর রহমান, চাকমারকুলে আওয়ামী লীগের নুরুল ইসলাম সিকদার, খুনিয়া পালং ইউনিয়নে আওয়ামী লীগের আবদুল মাবুদ। উখিয়া রাজাপালং ইউনিয়নে আওয়ামী লীগের জাহাঙ্গীর কবির চৌধুরী, রতœাপালংয়ে স্বতন্ত্র খাইরুল আলম চৌধুরী, জালিয়াপালংয়ে বিএনপির নুরুল আমিন চৌধুরী, হলদিয়াপালংয়ে আওয়ামী লীগের শাহ আলম চৌধুরী ও পালংখালীতে স্বতন্ত্র গফুর উদ্দিন। নরসিংদী মনোহরদী উপজেলার একদুরিয়ায় আনিসুজ্জামান মিটুল (আ.লীগ) দৌলতপুরে হাদিউল ইসলাম (আ.লীগ), গোতাশিয়ায় আবদুল কাদির (আ.লীগ), চালাকচরে মোঃ ফকরুল মান্নান (আ.লীগ), শুকন্দিতে সাদিকুর রহমান শামিম (আ.লীগ), কাচিকাটায় মোবারক হোসেন খান কনক (আ.লীগ বিদ্রোহী), চন্দনবাড়িতে আবদুর রউফ হিরন (আ.লীগ), বড়চাপায় উপাধ্যক্ষ এম সুলতান উদ্দীন (আ.লীগ), লেবুতলায় জাকির হোসেন আকন্দ (আ.লীগ)। পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় কামরুল ইসলাম গাজী (আ.লীগ) ও চরসিন্দুরে মোফাজ্জল হোসেন রতন (আ.লীগ) । ভালুকা, ময়মনসিংহ উথুরা ইউনিয়নে বজলুর রহমান তালুকদার বাচ্চু (নৌকা) মেদুয়ারীতে জেসমিন নাহার রানী (নৌকা), ভরাডোবায় শাহ আলম তরফদার (নৌকা) ধীতপুরে আশরাফুল আলম (স্বতন্ত্র), বিরুনীয়া রিদুওয়ান সারোয়ার রব্বানী (নৌকা), ভালুকায় সিহাব আমিন খান (নৌকা), মল্লিকবাড়ীতে আকরাম হোসেন (নৌকা), ডাকাতিয়ায় ছাইফুল ইসলাম (নৌকা), কাচিনায় মুশফিকুর রহমান লিটন (নৌকা), রাজৈ ইউনিয়নে নুরুল ইসলাম বাদশা (নৌকা)। ময়মনসিংহ ত্রিশাল উপজেলার মঠবাড়ি ইউনিয়নে আব্দুল কদ্দুস ম-ল (আওয়ামী লীগ), মোক্ষপুরে আবুল কালাম (আওয়ামী লীগ), আমিরাবাড়িতে আনিসুর রহমান ভুট্টো (স্বতন্ত্র), সাখুয়া গোলাম ইয়াহিয়া (বিএনপি), বইলরে মোস্তাফিজুর রহমান মুকুল (আওয়ামী লীগ), ধানীখলায় আছাদুল্লাহ আসাদ (স্বতন্ত্র), কাঁঠালে দেলোয়ার হোসেন কামাল (জাতীয় পার্টি), রামপুরে নাজমুল হুদা সরকার (স্বতন্ত্র), ত্রিশালে আজম আল মাসুদ আমিন জাহিদ (স্বতন্ত্র), হরিরামপুরে আবু সাঈদ (স্বতন্ত্র)। হালুয়াঘাটে ভুবনকুড়া ইউনিয়নে এম সুরুজ মিয়া (আওয়ামী লীগ), জুগলিতে কামরুল হাসান (স্বতন্ত্র), গাজীরভিটায় দেলোয়ার হোসেন (আওয়ামী লীগ), বিলডোরায়ে জাহাঙ্গীর হোসেন (আওয়ামী লীগ), শাকুয়াইয়ে নাজিম উদ্দিন (স্বতন্ত্র), নড়াইলে সাইফুল ইসলাম (আওয়ামী লীগ), ধারায় তোফায়েল আলম বিপ্লব (আওয়ামী লীগ), ধুরাইলে ওয়ারিছ উদ্দিন সুমন (আওয়ামী লীগ), আমতৈলে শফিকুর রহমান (বিএনপি), স্বদেশী ইউনিয়নে জিহাদ সিদ্দিকী ইরাদ (স্বতন্ত্র)। ধোবাউড়ার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নে ফজলুল হক (আওয়ামী লীগ), গামারীতলায় ইউনিয়নে আনোয়ার হোসেন খান (স্বতন্ত্র), ধোবাউড়া সদরে এরশাদুল হক (স্বতন্ত্র), পোড়াকান্দুলিয়ায় স্বপন তালুকদার (স্বতন্ত্র) গোয়াতলায় জাকিরুল ইসলাম টুটন (বিএনপি), ঘোষগাঁও ইউনিয়নে শামসুল হক (আওয়ামী লীগ), বাঘবেড়ে ফরহাদ রববানী সুমন (বিএনপি)। কিশোরগঞ্জ পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নে আওয়ামী লীগের সরকার শামীম আহমেদ, চরফরাদীতে বিএনপির কামাল উদ্দিন, এগারসিন্দুরে স্বতন্ত্র মতিউর রহমান, বুরুদিয়ায় স্বতন্ত্র নাজমুল হুদা রুবেল, পাটুয়াভাঙ্গায় আওয়ামী লীগের সাহাব উদ্দিন, নারান্দিতে আওয়ামী লীগের শফিকুল ইসলাম, হোসেন্দীতে স্বতন্ত্র মজিবুর রহমান আকন্দ, সুখিয়ায় আওয়ামী লীগের আব্দুল হামিদ টিটু ও চন্ডিপাশায় স্বতন্ত্র শামসুদ্দিন নির্বাচিত হয়েছেন। হোসেনপুর উপজেলার জিনারীতে আওয়ামী লীগের আব্দুস সালাম ফকির, সিদলায় স্বতন্ত্র সিরাজ উদ্দিন, গোবিন্দপুরে স্বতন্ত্র শফিকুল ইসলাম হিমেল, আড়াইবাড়িয়ায় স্বতন্ত্র খুর্শিদ উদ্দিন, শাহেদলে আওয়ামী লীগের শাহ মাহবুবুল হক ও পুমদীতে স্বতন্ত্র মাহবুবুল হাসান। তাড়াইল উপজেলার তালজাঙ্গা ইউনিয়নে আওয়ামী লীগের সেলিম খান, রাউতিতে বিএনপির শরীফ উদ্দিন ভূঁইয়া, ধলায় জাপা আসাদুজ্জামান মবিন, জাওয়ারে আওয়ামী লীগের জিয়াউর রহমান জিয়া, দামিহায় স্বতন্ত্র হুমায়ুন কবীর ভূঁইয়া, দিগদাইড়ে আওয়ামী লীগের গোলাম হোসেন ভূঁইয়া ও তাড়াইল সাচাইলে আওয়ামী লীগের কামরুজ্জামান মহাজন নির্বাচিত হয়েছেন। ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নে বিএনপির মনির উদ্দিন, ইটনা সদরে বিএনপির নূরু মিয়া, এলংজুড়িতে স্বতন্ত্র গোলাপ মিয়া, রায়টুটিতে আওয়ামী লীগের ফয়জুল কবির মনোয়ার হোসেন মিল্কী, ধনপুরে স্বতন্ত্র হরনাথ, মৃগায় স্বতন্ত্র কামরুল হাসান দুলাল, বাদলায় আওয়ামী লীগের গণি ভূঁইয়া, বড়িবাড়িতে আওয়ামী লীগের নাজমুল আলম ও চৌগাংগায় বিএনপির আবদুল আলী নির্বাচিত হয়েছেন। করিমগঞ্জ উপজেলার গুণধরে বিএনপির নাজমুল শাকিব, জয়কায় স্বতন্ত্র আশরাফ উদ্দিন, নোয়াবাদে জাপা রুহুল আমিন কাজী, বারঘরিয়ায় স্বতন্ত্র আয়ুব উদ্দিন, সুতারপাড়ায় স্বতন্ত্র হারুন মিয়া, নিয়ামতপুরে আওয়ামী লীগের মুকসুম কবীর তন্ময়, কিরাটনে আওয়ামী লীগের ইবাদুর রহমান শামীম, জাফরাবাদে স্বতন্ত্র সাহাবুদ্দিন আহমেদ ফকির মিলন, কাদিরজঙ্গলে স্বতন্ত্র ফজলুর রহমান ও গুজাদিয়ায় স্বতন্ত্র রফিকুল ইসলাম নির্বাচিত হয়েছেন। এছাড়া দেহুন্দা ইউনিয়নের একটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত হওয়ায় ওই ইউনিয়নের ফলাফল ঘোষণা করা হয়নি। নওগাঁ শৈলগাছী ইউনিয়নে আব্দুল গফুর সরদার (আ’লীগ), বোয়ালিয়ায় হাছানুর আল মামুন (আ’লীগ), চন্ডিপুরে বেদারুল ইসলাম (আ’লীগ), তিলকপুরে রেজাউল করিম (আ’লীগ), হাপানিয়ায় আফছার আলী (আ’লীগ), বর্ষাইলে শামসুজ্জোহা ঘুটু (আ’লীগ), বলিহারে আফতাব উদ্দীন (আ’লীগ), হাঁসাইগাড়ীতে আব্দুল জলিল ম-ল (আ’লীগ), বক্তারপুরে মোরশেদুল আলম (আ’লীগ) কীর্ত্তিপুরে আতোয়ার রহমান (আ’লীগ), শিকারপুরে ময়নুল হক (আ’লীগ বিদ্রোহী) ও দুবলহাটি ইউনিয়নে আনিছুর রহমান (বিএনপি)। মহাদেবপুর উপজেলার সদর ইউনিয়নে মাহবুবুর রহমান ধলু (আ’লীগ), খাজুরে বেলাল উদ্দীন (আ’লীগ), চেরাগপুরে শিবনাথ মিশ্র (আ’লীগ), রাইগাঁয় মুঞ্জুরুল আলম মুনজু (আ’লীগ), এনায়েতপুরে মেহেদী হাসান (আ’লীগ), ভীমপুরে রাম প্রসাদ ভদ্র (বিএনপি), সফাপুরে সামসুল আলম বাচ্চু (বিএনপি), হাতুড়ে এনামুল হক বিএনপি, চান্দাশে মাহমুদুন নবী (আ’লীগ বিদ্রোহী) ও উত্তরগ্রামে আবিদ হোসেন সরকার (বিএনপির বিদ্রোহী) নির্বাচিত হয়েছেন। বদলগাছী উপজেলার পাহাড়পুর ইউনিয়নে আবুল হাসনাত (আ’লীগ), মিঠাপুরে ফিরোজ হোসেন (আ’লীগ), বালুভরায় আয়েন উদ্দীন (আ’লীগ), মথুরাপুরে আব্দুর রহমান (আ’লীগ), বদলগাছী সদরে আব্দুস সালাম (আ’লীগ বিদ্রোহী) কোলায় এস্কেন্দার মীর্জা (আ’লীগ বিদ্রোহী), বিলাসবাড়ীতে সাইদুর রহমান কেটু (বিএনপির বিদ্রোহী) ও আধাইপুরে জাকির হোসেন (বিএনপির বিদ্রোহী) বিজয়ী হয়েছেন। যশোর চৌগাছা উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী চেয়ারম্যানরা হলেন- ফুলসারায় মেহেদী মাসুদ চৌধুরী (নৌকা), পাশাপোলে আবুল কাশেম (নৌকা), নারায়ণপুরে জয়নাল আবেদিন মুকুল (নৌকা), চৌগাছায় রফিকুল ইসলাম (নৌকা), জগদীশপুরে তবিবুর রহমান খান (নৌকা)। আওয়ামী লীগের বিদ্রোহীরা হলেন- ধুলিয়ানী ইউনিয়নে আতিয়ার রহমান, সিংহঝুলিতে মোহাম্মদ বাদল, স্বরূপদহে আনোয়ার হোসেন, সুখপুকুরিয়ায় তোতা মিয়া। বিএনপির নবনির্বাচিত চেয়ারম্যান হলেন- হাকিমপুরে মাসুদুল হাসান ও পাতিবিলায় আতাউর রহমান লাল। গাইবান্ধা গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়নে মোশাহেদ হোসেন চৌধুরী বাবলু (আ’লীগ), শাখাহারে তাহাজুল ইসলাম ভুট্টু (আ’লীগ), রাজাহারে আব্দুল লতিফ (আ’লীগ), গুমানীগঞ্জে জগলুল রশিদ রিপন (আ’লীগ), কাটাবাড়ীতে রেজাউল করিম রফিক (স্বতন্ত্র), দরবস্তে শরিফুল ইসলাম জর্জ (আওয়ামী লীগ), তালুককানুপুরে আতিকুর রহমান আতিক (স্বতন্ত্র) ও সাপমারায় শাকিল আলম বুলবুল (আ’লীগ বিদ্রোহী)। সাঘাটা উপজেলায় পদুমশহরে তৌহিদুজ্জামান স্বপন (বিএনপি), ভরতখালীতে শামছুল আজাদ শীতল (আ’লীগ), সাঘাটায় মোশাররফ হোসেন (জাপা), মুক্তিনগরে রোকনুজ্জামান রোকন (আ’লীগ), কচুয়ায় মাহবুবুর রহমান (স্বতন্ত্র), হলদিয়ায় ইয়াকুব আলী (স্বতন্ত্র), জুমারবাড়ীতে রোস্তম আলী আকন্দ (জাসদ), কামালেরপাড়ায় শাহীনুর ইসলাম (স্বতন্ত্র) ও বোনারপাড়ায় ওয়ারেছ আলী প্রধান (আ’লীগ)। ফুলছড়ি উপজেলায় কঞ্চিপাড়া ইউনিয়নে আব্দুল হালিম (জাপা), উড়িয়ায় মোঃ বদিয়াজ্জামান (জাপা), উদাখালিতে আনোয়ার হোসেন (স্বতন্ত্র), গজারিয়ায় শামছুল আলম (আ’লীগ), এরেন্ডাবাড়ীতে আজিজুর রহমান (বিএনপি) ও ফুলছড়িতে আব্দুল গফুর (আ’লীগ বিদ্রোহী)। দাউদকান্দি গৌরীপুর ইউনিয়নে আবুল হাসেম সরকার (আ’লীগ), দাউদকান্দি উত্তরে ইঞ্জিনিয়ার আব্দুস সালাম (আ’লীগ), মারুকায় খলিলুর রহমান তালুকদার (আ’লীগ), ইলিয়টগঞ্জ উত্তরে জসিম প্রধান (আ’লীগ), পাঁচগাছিয়ায় জামাল উদ্দিন (আ’লীগ), পদুয়ায় বাবুল তালুকদার (আ’লীগ), মালিগাঁওয়ে নুরুল ইসলাম (আ’লীগ), সুন্দুলপুরে মাসুদ আলম (আ’লীগ), জিংলাতুলিতে আলমগীর মোল্লা (আ’লীগ বিদ্রোহী), গোয়ালমারীতে নুরে আলম বুলু (আ’লীগ বিদ্রোহী), বিটেশ^রে খুরশীদ আলম (আ’লীগ বিদ্রোহী) ও মোহাম্মদপুরে মজিবুর রহমান (বিএনপি) বিজয়ী হয়েছেন। নেত্রকোনা সদরের সিংহেরবাংলায় আ’লীগের বর্তমান চেয়ারম্যান আব্দুর রহিম, মেদনীতে আ’লীগের জিল্লুর রহমান নোমান, ঠাকুরাকোনায় আ’লীগের বর্তমান চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, দক্ষিণ বিশিউড়ায় আ’লীগের আবু বকর সিদ্দিক, মৌগাতিতে আ’লীগের মোস্তাফিজুর রহমান খান, চল্লিশায় আ’লীগের বিদ্রোহী আব্দুল জব্বার ফকির, কাইলাটিতে আ’লীগের বিদ্র্রোহী আনোয়ার হোসেন, কালিয়ারা-গাবরাগাতিতে আ’লীগের বিদ্রোহী আলী আজগার খান শারিফ, আমতলায় বিএনপির শফিউল্লাহ শফি, রৌহায় বিএনপির শফিকুল ইসলাম বাতেন, মদনপুরে বিএনপির বিদ্রোহী ফরিদ আহমেদ এবং লক্ষ্মীগঞ্জে স্বতন্ত্র (বিএনপির বহিষ্কৃত) এসএম শফিকুল কাদের সুজা। নারায়ণগঞ্জ উপজেলার বন্দর ইউনিয়নে এহসান উদ্দিন (লাঙ্গল), কলাগাছিয়ায় দেলোয়ার হোসেন প্রধান (লাঙ্গল), মুছাপুরে মাকসুদ হোসেন (লাঙ্গল), মদনপুরে এমএ সালাম (নৌকা), ধামগড়ে মাসুম আহাম্মেদ (নৌকা)। সিলেট দুবাগবাজার ইউনিয়নে আব্দুস সালাম, শেওলায় জহুর উদ্দিন, চারখাইয়ে মাহমুদ আলী ও মাথিউরায় শিহাব উদ্দিন। বিএনপি থেকে কুড়ারবাজারে আবু তাহের ও আলীনগরে মামুনুর রশীদ। আওয়ামী লীগের বিদ্রোহী বিজয়ী লাউতায় গৌছ উদ্দিন এবং বিএনপির বিদ্রোহী মোল্লাপুরে আব্দুল মান্নান ও তিলপাড়ায় মাহবুবুর রহমান জয়ী হয়েছেন। অপর ইউনিয়ন মুড়িয়াতে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র আবুল খায়ের। এছাড়া জকিগঞ্জ উপজেলার আওয়ামী লীগ সমর্থিত বিজয়ী প্রার্থীরা হলেন বীরশ্রীতে ইউনুছ আলী, কসকনকপুরে আব্দুর রাজ্জাক রিয়াজ, খলাছড়ায় কবির আহমদ, জকিগঞ্জ সদরে খলিলুর রহমান, কাজলসারে জুলকার নাইন, বারঠাকুরীতে মহসিন মর্তুজা চৌধুরী টিপু। বাকি ৩ ইউনিয়নের মধ্যে সুলতানপুরে আওয়ামী লীগের বিদ্রোহী রফিকুল ইসলাম, মানিকপুরে জাতীয় পার্টির মাহতাব আহমদ চৌধুরী এবং বারহালে স্বতন্ত্র মোস্তাক আহমদ চৌধুরী বিজয়ী হয়েছেন। গোয়াইনঘাট উপজেলার দুই ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপি মনোনীত এক ও বিএনপির বিদ্রোহী এক প্রার্থী নির্বাচিত হয়েছেন। উপজেলার ডৌবাড়িতে বিএনপি মনোনীত আরিফ ইকবাল নেহাল ও লেঙ্গুড়ায় বিএনপির বিদ্রোহী মাহবুবুর রহমান বিজয়ী হয়েছেন। রাজশাহী পবা উপজেলায় নির্বাচিত চেয়ারম্যানরা হলেন, হরিপুরে বজলে রিজভী আল হাসান মুঞ্জিল, পারিলায় সাইফুল বারী ভুলু, দর্শনপাড়ায় কামরুল হাসান রাজ, হড়গ্রামে আবুল কালাম আজাদ, হুজুরিপাড়ায় আকতার ফারুক, দামকুড়ায় আব্দুস সালাম ও বড়গাছিতে সোহেল রানা। এছাড়া মোহনপুরের ধুরইল ইউনিয়নে কাজিম উদ্দিন সরকার, ঘাসিগ্রামে আজাহারুল ইসলাম বাবলু, রায়ঘাটিতে খলিলুর রহমান, মৌগাছিতে আল-আমিন বিশ্বাস, বাকশিমইলে আল মোমিন শাহ গাবরু, জাহানাবাদে এমাজ উদ্দিন খান। অপরদিকে জেলার বাঘা উপজেলার আড়ানী ইউনিয়নে প্রভাষক রফিকুল ইসলাম রফিক, বাউসায় শফিকুর রহমান শফিক এবং চকরাজাপুরে আজিযুল আযম। মাগুরা সদর উপজেলার কুচিয়ামোড়া ইউপির নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী জাহাঙ্গীর হোসেন শিকদার। বগুড়া সদরে আওয়ামী লীগের বিজয়ীরা হলেন- নুনগোলায় আলিম উদ্দিন, শাখারিয়ায় আবু সুফিয়ান শফিক, শেখেরকোলায় কামরুল হাসান ডালিম ও গোকুলে শাখওয়াত হোসেন সবুজ। বিএনপির বিজয়ীরা হলেন- নামুজায় রাসেল মামুন, লাহিড়ীপাড়ায় মাফতুন আহমেদ, সাবগ্রামে আবু সালেহ নয়ন, রাজাপুরে জাহিদুর রহমান, নিশিন্দারায় শহীদুল ইসলাম সরকার ও ফাঁপোরে স্বতন্ত্র মহরম আলী। শাজাহানপুরে আওয়ামী লীগের বিজয়ীরা হলেন- খোট্টাপাড়ায় আবদুল্লাহ আল ফারুক, খড়নায় সাজেদুর রহমান, গোহাইলে আলী আতোয়ার ফজু, আশেকপুরে ফিরোজ আলম। বিএনপির বিজয়ীরা হলেন- মাদলায় আতিকুর রহমান, চোপীনগরে মোজাফ্ফর হোসেন, আমরুলে আসাদুজ্জামান অটল, আড়ীয়ায় আতিকুর রহমান এবং মাঝিরায় স্বতন্ত্র মাওলানা আব্দুস সালাম। বেনাপোল যশোরের শার্শা উপজেলার সদর ইউনিয়নে সোহারব হোসেন (আওয়ামী লীগ), বাগআচড়ায় ইলিয়াছ কবির বকুল (আওয়ামী লীগ), গোগায় আব্দুর রশিদ (আওয়ামী লীগ), লক্ষণপুরে সালাউদ্দিন শাস্তি (আওয়ামী লীগ), বাহাদুরপুরে মিজানুর রহমান (আওয়ামী লীগ), কায়বায় হাসান ফিরোজ আহমেদ টিংক (আওয়ামী লীগ), উলাশীতে ইউনিয়নে আয়নাল হক (আওয়ামী লীগ), ডিহিতে হোসেন আলি (আওয়ামী লীগ বিদ্রোহী), পুটখালীতে হাদিউজ্জামান (আওয়ামী লীগ বিদ্রোহী) ও নিজামপুরে আবুল কালাম (আওয়ামী লীগ বিদ্রোহী)। শেরপুর শ্রীবরদী উপজেলার তাতিহাটি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী আসাদ উল্লাহ (নৌকা), গোসাইপুরে বিএনপি প্রার্থী জুবায়ের হোসেন (ধানের শীষ), রানীশিমুলে আওয়ামী লীগ প্রার্থী মাসুদ রানা (নৌকা), ভেলুয়ায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমান মিয়া (চশমা) জয়ী হয়েছেন। রাঙ্গামাটি সদরের বন্দুক ভাঙ্গায় বরুন কান্তি চাকমা (জেএসএস), বালুখালীতে বিজয়গিরি চাকমা (জএসএস), জীবতলীতে সুদত্ত বিকাশ কারবারী (জেএসএস), মগবানে বিশ্বজিৎ চাকমা, (জেএসএস), কুতুকছড়িতে কানন চাকমা (ইউপিডিএফ), সাপছড়িতে মৃনাল কান্তি চাকমা (জেএসএস), রাজস্থলীর ঘিলাছড়িতে সুমান্ত প্রসাদ তঞ্চঙ্গা (জেএসএস), গাইন্দায় উথান মরমা (জেএসএস), বাঙ্গাল হালিয়ায় নিউমংমারমা (আ’লীগ), লংগদু সদরে কুলিল মিত্র চাকমা (স্বতস্ত্র), আটারক ছড়ায় মঙ্গল কান্তি চাকমা (স্বতন্ত্র), মাইনিমুখে আবদুল বারেক সরকার (আ’লীগ), গুলশা খালিতে আবু নাছের (বিএনপি), বগাচত্বরে আবদুর রশিদ (আ’লীগ), ভাস্যান্যা আদমে হযরত আলী (আ’লীগ), কালাপাকুজ্জায় মোস্তফা মিয়া (আ’লীগ), বিলাইছড়ি সদরে সুনীলকান্তি দেওয়ান (েেজএসএস), কেংড়াছড়িতে অমর জীবন চাকমা (জেএসএস), ফরুয়ায় বিদ্যালাল তঞ্চঙ্গা (আ’লীগ), জুরাইছড়ি সদরে ক্যানন চাকমা (জেএসএস), বনযোগিছড়ায় সন্তোষ বিকাশ চাকমা (জেএসএস), দুমধুমিয়ায় শান্তি রাজ চাকমা (জেএসএস), মৈধং এ সাধনান্দ চাকমা (জেএসএস), কাপ্তাই সদরে প্রকৌশলী আবদুল লতিফ (আ’লীগ), চিৎমরমএ ক্যাইসা মরমা (জেএসএস) ওয়াগগায় চিরজিৎ তঞ্চঙ্গা (আ’লীগ), রাইখালীতে জাইমং মারমা (জেএসএস), কাউখালীর বেতবুনিয়ায় খুইসাবাই মারমা (আ’লীগ), ফটিকছড়িতে ধনকুমার চাকমা (ইউপিডিএফ), কলমপতিতে ক্যাজাই মারমা (আ’লীগ), ঘাগড়ায় জগদশি চাকমা (ইউপিডিএফ), বাঘাইছড়ির আমতলীতে মোঃ রাসেল আহমেদ (আ’লীগ), রূপকারিতে শ্যামেল কান্তি চাকমা (আ’লীগ), মারিশ্যায় মানব জ্যোতি চাকমা (জেএসএস), সাজেকএ ন্যানসন চাকমা (ইউপিডিএফ), খেদারমারায় সন্তোষ কুমার চাকমা (জেএসএস), সরোয়াতলীতে তুষার কান্তি চাকমা (জেএসএস), বঙ্গলতলীতে জ্ঞানজ্যোতি চাকমা (ইউপিডিএফ), বাঘাইছড়ি সদরে সুনীল বিহারী চাকমা (জেএসএস), নানিয়াচরে জ্যোতি লাল চাকমা (ইউপিডিএফ), সাবেক্ষংয়ে সুনীল জীবন চাকমা (ইউপিডিএফ), বুড়িঘাটে প্রমোদ খীসা (ইউপিডিএফ), ঘিলাছড়িতে অমর কান্তি চাকমা (ইউপিডিএফ), বরকলের হরিনায়, নীলাময় চাকমা (জেএসএস), ভূষণ ছড়ায় মামুনুর রশিদ (আ’লীগ), বককল সদরে কমেরেন্দু বিকাশ চাকমা (জেএসএস), সুভলংয়ে তরুণ জ্যোতি চাকমা (জেএসএস)। পঞ্চগড় দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়নে মোহাম্মদ মাসুম (আওয়ামী লীগ), সুন্দরদিঘীতে পরেশ চন্দ্র রায় (আওয়ামী লীগ), পামুলীতে ফজলে হায়দার বাদশা (আওয়ামী লীগ), চেংঠি হাজেরাডাঙ্গা অনিল চন্দ্র রায় (বিদ্রোহী আওয়ামী লীগ), দ-পাল জামেদুল ইসলাম (বিদ্রোহী আওয়ামী লীগ) এবং সোনাহার রহিমুল ইসলাম বুলবুল (বিএনপি)। পাবনা গয়েশপুর ইউনিয়নে মোতাহার হোসেন মুতাই (আওয়ামী লীগ), চরতারাপুরে রবিউল ইসলাম টুটুল (আওয়ামী লীগ), ভাড়ারায় আবু সাইদ খান (আওয়ামী লীগ), মালঞ্চিতে আব্দুল আলিম (আওয়ামী লীগ), দাপুনিয়ায় আব্দুল লতিফ ঠান্টু (আওয়ামী লীগ), আতাইকুলায় খন্দকার আতিয়ার রহমান (আওয়ামী লীগ), দোগাছীতে আলী হাসান (স্বতন্ত্র), হেমায়েতপুরে আলাউদ্দিন মালিথা (স্বতন্ত্র), সাদুল্লাপুরে আব্দুল কুদ্দুস মুন্সি (স্বতন্ত্র), মালিগাছায় শরিফুল ইসলাম শরীফ (স্বতন্ত্র)। চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নে মকবুল হোসেন (আওয়ামী লীগ), গুনাইগাছায় নুরুল ইসলাম আওয়ামী লীগ, ছাইকোলায় নজরুল ইসলাম আওয়ামী লীগ, নিমাইচড়ায় কামরুজ্জামান খোকন আওয়ামী লীগ, হান্ডিয়ালে জাকির হোসেন (স্বতন্ত্র) ও বিলচলনে মোহাম্মদ আলী (বিএনপি)। নীলফামারী দলীয় প্রতীকে ষষ্ঠ বা শেষ ধাপে গতকাল শনিবার নীলফামারী সদরে একটি ও সৈয়দপুর উপজেলার ৫টিসহ ৬টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন শেষে ভোট গননার পর রাতে বেসরকারীভাবে রির্টানিং অফিসার বেসরকারীভাবে ফলাফল ঘোষণা করেন। প্রাপ্ত ফলাফলে জেলা সদরের চাপড়াসরমজানীতে আওয়ামী লীগের খলিলুর রহমান সরকার, কামারপুকুরে বিএনপির রেজাউল করিম লোকমান, খাতামধুপুরে স্বতন্ত্র জুয়েল চৌধুরী, কাশিরাম বেলপুকুরে আ’লীগের এনামূল হক চৌধুরী, বোতলাগাড়ীতে আ’লীগের হেলাল চৌধুরী ও বাঙ্গালীপুরে আ’লীগের বিদ্রোহী প্রার্থী প্রনোবেশ চন্দ্র বাগচী। রংপুর সদর উপজেলার মমিনপুরে জাতীয় পার্টির সুলতানা আক্তার কল্পনা, গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ীতে স্বতন্ত্র কামরুজ্জামান প্রামাণিক লিপটন, কোলকোন্দে আওয়ামী লীগের সোহরাব আলী রাজু, বড়বিলে স্বতন্ত্র আফজালুল হক রাজু, গঙ্গাচড়া সদরে স্বতন্ত্র আল সুমন আব্দুল্লাহ, লক্ষ্মীটারীতে জাতীয় পার্টির আব্দুল্লাহ আল হাদী, গজঘণ্টায় জাতীয় পার্টির ডাঃ আজিজুল ইসলাম, মর্ণেয়ায় আওয়ামী লীগের মোছাদ্দেক আলী, আলমবিদিতরে জাতীয় পার্টির আফতাবুজ্জামান ও নোহালীতে আওয়ামী লীগের আবুল কালাম আজাদ টিটুল।
×