ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পারিবারিক সহিংসতা প্রতিরোধের ওপর গণশুনানি

প্রকাশিত: ০৪:২৫, ৬ জুন ২০১৬

পারিবারিক সহিংসতা প্রতিরোধের ওপর গণশুনানি

রবিবার বিকেলে রাজধানীর বাসাবো কমিউনিটি সেন্টার, খিলগাঁও-এ গোড়ান, শাহ্্জাহানপুর, মগবাজার, ধলপুর ও মিরপুর-১১ এলাকার ‘পারিবারিক সহিংসতা প্রতিরোধের উপর গণশুনানির’ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন প্রফেসর মমতাজ বেগম এ্যাডভোকেট, চেয়ারম্যান জাতীয় মহিলা সংস্থা, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহীন আক্তার ডলি, নির্বাহী পরিচালক, নারী মৈত্রী। বিশেষ অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন অঞ্চল-০২-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সানাউল হক, বাংলাদেশ সুপ্রীমকোর্টের আইনজীবী ফরিদা ইয়াসমিন, দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনের কাউন্সিলর মোঃ হামিদুল হক শামীম কাউন্সিলর ওয়ার্ড-১১, লাভলী চৌধুরী, ফারহানা ইসলাম ডলি, ওয়ার্ড নং -১, ১১, ১২, ফাতেমা আক্তার ডলি, ওয়ার্ড নং ২, ৩, ৪, লাভলী চৌধুরী, ওয়ার্ড নং ৩৯, ৪০, ৪৯ এবং নাজমুন্নাহার হেলেনা, ওয়ার্ড নং ২৪, ২৫, ৩৫। গণশুনানির সার্বিক দায়িত্ব পালন করেন প্রকল্প সমন্বয়কারী সালিমা খাতুন। বেসরকারী অরাজনৈতিক প্রতিষ্ঠান নারী মৈত্রীর আয়োজনে এবং ‘অক্সফ্যাম’-এর আর্থিক সহায়তায় অনুষ্ঠানে ‘লেট হার ডিসাইড এ্যান্ড পার্টিসিপেট (এলএইচডিপি)’ প্রকল্পের মাধ্যমে বিদ্যমান আইনী ব্যবস্থায় পারিবারিক সহিংসতা প্রতিরোধে সরকার ও সহযোগী সংগঠনের কার্যকর ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। -বিজ্ঞপ্তি কলা সংগ্রহ রমজানে রোজাদারদের কাছে পাকা কলার চাহিদা অনেক। রমজানের আগে তাই কলার দাম বেড়ে গেছে। রমজানের সিয়াম সাধনাকে সামনে রেখে বিক্রেতারা এ জন্য কলা সংগ্রহ করে রাখছে। তেমনই এক বিক্রেতা কাঁচা কলা সংগ্রহ করছে কাওরান বাজার থেকে। হাতিরঝিল এলাকা থেকে ছবিটি তুলেছেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী। বেঁচে থাকার তাগিদে- বেঁচে থাকার তাগিদে মানুষ কত কিছুই না করে। তেমনি রাজধানীর এক ভ্রাম্যমাণ হকার করিম। অনেক ছোটবেলায় ঢাকায় এসে সে বিক্রি শুরু করে তাবিজ, কবজ ও মাদুলি। এসব বিক্রি করেই সে তার পরিবার চালাচ্ছে। রামপুরা থেকে ছবিটি তুলেছেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী।
×