ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মাদারটেকে ডিপিডিসির উপকেন্দ্র চালু

প্রকাশিত: ০৪:২৪, ৬ জুন ২০১৬

মাদারটেকে ডিপিডিসির উপকেন্দ্র চালু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর ১১ এলাকার বিদ্যুত সরবরাহের উন্নয়নে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) মাদারটেক সাবস্টেশন (উপকেন্দ্র) চালু করেছে। রবিবার বিদ্যুত জ্বালানি এবং খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু উপকেন্দ্রটি উদ্বোধন করেন। এ সময় প্রতিমন্ত্রী বলেন, আমরা সেই বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি যেখানে আর এক সেকেন্ডও বিদ্যুত যাবে না। ডিপিডিসির কর্মকর্তারা জানান, উচ্চক্ষমতার ১৩২/৩৩/১১ কেভি জিআইএস উপকেন্দ্রটি চালু হওয়ায় মাদারটেক, বাসাবো, গোড়ান, বনশ্রী, কদমতলা, সবুজবাগ, নন্দীপাড়া, শেখেরজায়গা, বাইকদিয়া, আমুলিয়া, মানিকদিয়া ও এর আশপাশের এলাকায় নিরবচ্ছিন্ন ও মানসম্পন্ন বিদ্যুত সরবরাহ করা সম্ভব হবে। প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী বলেন, ২০২৫ সালের মধ্যে ঢাকার সব বিদ্যুত বিতরণ লাইন মাটির নিচে নিয়ে যাওয়া হবে। রাজধানীতে কোন বৈদ্যুতিক তার ঝুলে থাকবে না। পর্যায়ক্রমে সব উপকেন্দ্রও মাটির নিচে নিয়ে যাওয়া হবে। এখন দেশে বিদ্যুত পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। বিদ্যুতের উৎপাদন পর্যায়ে কোন সমস্যা নেই জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, বিতরণে কিছুটা সমস্যা আছে। এখন বিদ্যুতের তারগুলো মেরামত করতে হবে। তার মেরামত শেষ হলেই আর কোন লোডশেডিং হবে না। সম্পূর্ণ আধুনিক হওয়ায় অল্প স্থানে এই উপকেন্দ্র স্থাপন সম্ভব হয়েছে। এটি স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হবে। জার্মান উন্নয়ন ব্যাংক কেএফডব্লিউ এবং এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ঋণে এই উপকেন্দ্রটি নির্মাণ করা হয়েছে। মাদারটেক আব্দুল আজিজ স্কুল এ্যান্ড কলেজের সামনে উপকেন্দ্রটি স্থাপন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী বলেন, বাংলাদেশ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। উন্নয়ন সহযোগীরা সেই গতিতে এগোতে পারছে না। এখন বাংলাদেশে কোন সিদ্ধান্ত নিতে বা বাস্তবায়ন করতে দেরি হয় না। সবকিছু দ্রুত হচ্ছে। জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ পবিত্র রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে আজ সোমবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান। বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা অন্য কোন উপায়ে জানানোর জন্য অনুরোধ জানানো হয়েছে। টেলিফোন নম্বর: ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭। ফ্যাক্স নম্বর: ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১। -বিজ্ঞপ্তি
×