ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিজয়ীদের নগদ অর্থ ও সার্টিফিকেট প্রদান

যুব প্রতিবন্ধীদের নিয়ে জাতীয় আইসিটি প্রতিযোগিতা

প্রকাশিত: ০৪:২৪, ৬ জুন ২০১৬

যুব প্রতিবন্ধীদের নিয়ে জাতীয় আইসিটি প্রতিযোগিতা

স্টাফ রিপোর্টার ॥ প্রথমবারের মতো দেশে আয়োজিত যুব প্রতিবন্ধীদের নিয়ে জাতীয় ‘আইসিটি প্রতিযোগিতা-২০১৬’ শেষ হয়েছে। যুব প্রতিবন্ধীদের নিয়ে চারটি ক্যাটাগরিতে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এর মধ্যে ১৩ দৃষ্টিপ্রতিবন্ধী নিয়ে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে নীলফামারীর সাইফুল ইসলাম। ১৭ জন বাক ও শ্রবণ প্রতিবন্ধীর মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার মোঃ আরমান কামাল। ১৪ জন নিউরো ডেভেলপমেন্টাল (অটিস্টিক বা অটিজম) প্রতিবন্ধীর মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম সেনানিবাসের রাফিদ আহসান। ১৪ জন শারীরিক প্রতিবন্ধীর মধ্যে চ্যাম্পিয়ান হয়েছে পটুয়াখালী জেলার পবঙ্গাশিয়া গ্রামের কাজী নুসরাত সিনতিয়া। প্রত্যেক ক্যাটাগরির চ্যাম্পিয়নকে ৪০ হাজার টাকা, ক্রেস্ট ও সার্টিফিকেট দেয়া হয়েছে। দৃষ্টিপ্রতিবন্ধী ক্যাটাগরিতে দ্বিতীয় হয়েছেন লালমনিরহাটের মোকলেছুর ও তৃতীয় স্থান লাভ করেছেন বরিশালের জাহিদুল ইসলাম। ১৭ জন বাক ও শ্রবণ প্রতিবন্ধীর মধ্যে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন বগুড়া জেলার সামুরা ও ঢাকার সাকিব খান। নিউরো ডেভেলপমেন্টাল (অটিস্টক ও অটিজম) ক্যাটাগরিতে মোট ১৪ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। এ প্রতিযোগিতায় দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন ঢাকার দুই প্রতিযোগী। এরা হলেন- এসএম ফেরদৌস ইকরাম (ফয়সাল) এবং রিশতা গালিব। শারীরিক প্রতিবন্ধী ১৪ জনের মধ্যে গাজীপুর জেলার মোঃ খালেদ হোসেন দ্বিতীয় ও ময়মনসিংহ জেলার মোঃ শরিফুল ইসলাম তৃতীয় স্থান লাভ করেছেন। প্রত্যেক ক্যাটাগরির দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী প্রতিযোগীকে যথাক্রমে ৩০ হাজার ও ২০ হাজার টাকা করে পুরস্কার, ক্রেস্ট এবং সার্টিফিকেট দেয়া হয়। এছাড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেককে সার্টিফিকেট ও পেনড্রাইভ দেয়া হয়েছে। তথ্যপ্রযুক্তি বিভাগ জানিয়েছে, গত ৪ জুন শনিবার রাজধানী ঢাকার ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক গ্রীন রোড ক্যাম্পাসে দিনব্যাপী যুব প্রতিবন্ধীদের নিয়ে জাতীয় আইসিটি প্রতিযোগিতায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জুনাইদ আহমেদ পলক বলেন, বর্তমান সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করে যাচ্ছে। সেই প্রেক্ষাপটে আইসিটি বিভাগ থেকে প্রতিবন্ধীদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ হাতে নেয়া হয়েছে। আইসিটি বিভাগের উদ্যোগগুলোর মধ্যে অন্যতম হলো প্রতিবন্ধীদের জন্য আইটি সক্ষমতা উন্নয়নের সুযোগ সৃষ্টি। বর্তমান সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষায় যথাযথ গুরুত্ব দিচ্ছে। বাংলাদেশ সরকার ২০১৩ সালে প্রতিবন্ধী সুরক্ষা বিষয়ক আইন পাস করেছে, যা সমাজে প্রতিবন্ধী ভাই-বোনদের অধিকার প্রতিষ্ঠায় একটি উল্লেখযোগ্য সংযোজন। আজকের এ প্রতিযোগিতা আমাদের আইটি জগতের অগ্রযাত্রায় একটি মাইলফলক বলে আমি মনে করি। যারা বিজয়ী হয়েছেন তাদের আগাম অভিনন্দন জানাচ্ছি। বিজয়ীদের মধ্য হতে একটি দল নির্বাচন করা হবে যারা আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণ করবে বলে প্রতিমন্ত্রী জানান। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সারাদেশ থেকে আগত মোট ৫২ জন প্রতিযোগী চারটি ক্যাটাগরিতে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। বিজয়ী প্রতিযোগীদের মধ্য হতে দক্ষতার ভিত্তিতে আগামী নবেম্বর মাসে চীনে অনুষ্ঠেয় আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ দেয়া হবে। এছাড়া অংশগ্রহণকারীদের মধ্য হতে দক্ষতার ভিত্তিতে নির্বাচিত প্রার্থীদের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল পরিচালিত উচ্চতর কোর্সে বিনা ফি’তে অংশগ্রহণের সুযোগ দেয়া হবে।
×