ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাংলা প্রথম পত্র

নবম-দশম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৯:০৩, ৫ জুন ২০১৬

নবম-দশম শ্রেণির পড়াশোনা

(পূর্ব প্রকাশের পর) ১৬. যৌতুকপ্রথা এবং সামাজিক কুসংস্কারের শিকার হৈমন্তী অকালেই পাড়ি জমায় না ফেরার দেশে। হৈমন্তীর সঙ্গে সাদৃশ্যপূর্ণ চরিত্র হলো- ক) অনুপমা খ) রায়বাহাদুর গ) নিরূপমা ঘ) কাঙালী ১৭. মমতাদিকে দেখে কে নিজেদের বাড়ির একজন মনে করে? ক) ছেলেটির মা খ) ছেলেটি নিজে গ) বাড়ির মানুষ ঘ) পাড়ার লোক ১৮. নিরূপমার বিবাহের সভায় ঋণদাতা মহাজনের উপস্থিত না হওয়ার কারণ- র. অসুস্থতা- রর. টাকা না দেওয়ার পাঁয়তারা- ররর. অভিমান- নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) র ও রর ঘ) রর ও ররর ১৯. পায়ের কাঁটার দিকে বারবার নজর দিতে হলে যা করা যায় না তা বুঝাতে নিচের কোন বিষয়টি সমর্থনযোগ্য? ক) সামনের দিকে মনোযোগী হওয়া খ) ডানে ও বামে তাকানো গ) হাঁটার আনন্দ উপভোগ ঘ) সামনের দিকে পথ হাঁটা ২০. মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্মস্থান কোথায়? ক) মুন্সীগঞ্জের বিক্রমপুর খ) বিহারের পালামৌ গ) আসামের কাছাড় ঘ) বিহারের সাঁওতাল পরগনা ২১. বাক্সের সমুদয় সম্পত্তি কোথায় ঢালা হয়েছিল? ক) বিছানায় খ) উঠানে গ) মেঝেতে ঘ) ঘরেতে ২২. পাকিস্তানি শাসকবর্গ ছিল - র. ধর্মান্ধ রর. সংকীর্ণ দৃষ্টিভঙ্গির অধিকারী ররর. নয়া ঔপনিবেশবাদী নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ২৩. ‘দেনাপাওনা’ গল্পের প্রেক্ষাপট কোনটি? ক) উনিশ শতকের বাঙালি সমাজ খ) বিংশ শতাব্দীর হিন্দু সমাজ গ) বিশ শতকের বাঙালি হিন্দু সমাজ ঘ) উনিশ শতকের ভারতীয় সমাজ ২৪. কার কথা মনে পড়তে মন খারাপ হয়ে গেল জাহানারা ইমামের? ক) স্বামীর কথা খ) রুমীর কথা গ) মিলির কথা ঘ) ডলির কথা ২৫. প্রমথ চৌধুরীর ছদ্মনাম কী? ক) বনফুল খ) ভানুসিংহ গ) বিদ্যাপতি ঘ) বীরবল ২৬. ডেমোক্রেসি কীসের সার্থকতা বোঝে? ক) সাহিত্যের খ) শিল্পের গ) চারুকলার ঘ) অর্থের ২৭. মানিক বন্দ্যোপাধ্যায়ের মায়ের বাড়ি কোন গ্রামে? ক) গাঁওদিয়া গ্রাম খ) গৌরীনন্দন গ্রাম গ) গিরিশপুর গ্রাম ঘ) গোরাক্ষপুর গ্রাম ২৮. মমতাদি সহজ মানুষ হয়ে গেল - র. মুখ ফিরিয়ে হেসে রর. রহস্যের ঘোমটা খুলে ররর. ভালোবাসা আকাক্সক্ষা করে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ২৯. কারাগারকে তারাই স্বর্গতুল্য মনে করে, যারা - র. মনুষ্যত্ববোধে জাগ্রত রর. অর্থচিন্তার নিগড়ে বন্দি ররর. ক্ষুৎপিপাসায় তৃপ্ত নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৩০. পারস্য দেশের নিয়ম অনুযায়ী নতুন বছরের প্রথম দিনকে কী বলে? ক) নিউ ইয়ার খ) নববর্ষ গ) নওরোজ ঘ) নয়াসন ৩১. ‘মমতাদি’ কেমন ঘরের নারী? ক) বনেদি ঘরের খ) মর্যাদাসম্পন্ন ঘরের গ) বামুন ঘরের ঘ) বস্তিঘরের ৩২. রামসুন্দর সংসারের ব্যয় নির্বাহ করতেন কীভাবে? ক) ব্যবসা করে খ) ঋণ করে গ) বাড়ি বিক্রয় করে ঘ) জমি বিক্রয় করে সঠিক উত্তর : ১৬. (গ) ১৭. (খ) ১৮. (খ) ১৯. (গ) ২০. (ঘ) ২১. (গ) ২২. (ঘ) ২৩. (গ) ২৪. (ঘ) ২৫. (ঘ) ২৬. (ঘ) ২৭. (ক) ২৮. (ঘ) ২৯. (খ) ৩০. (গ) ৩১. (খ) ৩২. (খ)
×