ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শাহজালালে যাত্রীর পায়ুপথ থেকে ফের স্বর্ণ উদ্ধার

প্রকাশিত: ০৮:৫৩, ৫ জুন ২০১৬

শাহজালালে যাত্রীর পায়ুপথ থেকে ফের স্বর্ণ উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥ আবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীর পায়ুপথ থেকে ৮টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা সংস্থা। গ্রেফতারকৃত মোঃ কামাল হোসেন। তার গ্রামের বাড়ি কুমিল্লা জেলায়। শনিবার ভোর ৫টা ২৫ মিনিটে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে বাংলাদেশ বিমানের বিজি ০৮৭ নম্বর ফ্লাইটে অবতরণ করে যাত্রী কামাল হোসেন। গোপন সংবাদের ভিত্তিতে ওই ফ্লাইটের যাত্রী মোঃ কামালের পায়ুপথ থেকে ৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। শুল্ক গোয়েন্দা সূত্র জানায়, আটকের পর যাত্রী কামালকে নেয়া হয় কাস্টমস কর্মকর্তার রুমে। কয়েক কর্মকর্তার সামনে নিবিড় তল্লাশি করা হয় তার শরীর। কিন্তু কোথায়ও স্বর্ণ নেই। কর্মকর্তারা নিশ্চিতÑ তথ্য আছে এ যুবক স্বর্ণ বহন করছেন। জিজ্ঞাসায় একবাক্যে যাত্রী কামালের উত্তর, নেই স্যার, কোথা থেকে দেব? সব খোঁজা শেষ! কিন্তু স্বর্ণের হদিস নেই। বাকি রইল কেন্দ্রবিন্দু (পায়ুপথ)। এক কর্মকর্তা ইঙ্গিত করতেই ধূর্ত কামালের শিরদাঁড়া বেয়ে ঘামের স্রোত শুরু হয়। গোয়েন্দা এক কর্মকর্তা ভয় আর হুকার ছাড়লেন। এ সময় ওই কর্মকর্তা বলেন, সমস্যা নেই, স্বীকার না হলে এক্সরে হবে। তারপর লাগলে অপারেশন! ঘাম মুছতে মুছতে অসহায় যুবক কামালের সরল স্বীকারোক্তি, স্যার, আছে। তবে পায়ুপথে। পানি খেতে হবে, তবেই বের হবে। এখানে করা যাবে না। বাথরুমে যেতে হবে। যাত্রী কামাল কথা শেষ না করতেই বাথরুমে দৌড় দিলেন। বাথরুমের আবডালে গিয়েই বের করে আনলেন পলিথিন মোড়ানো কিছু। তীব্র গন্ধ। মলের ভেতর থেকে একে একে বের হলো চক চকে আটটি স্বর্ণবার! ঢাকা কাস্টমসের সহকারী কমিশনার রেজাউল করিম জানান, ৮০০ গ্রাম ওজনের এই স্বর্ণের বারের অনুমানিক মূল্য প্রায় ৪০ লাখ টাকা।
×