ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ঈদের একাধিক নাটকে মামুন

প্রকাশিত: ০৭:৫০, ৫ জুন ২০১৬

ঈদের একাধিক নাটকে মামুন

স্টাফ রিপোর্টার ॥ সম্প্রতি একাধিক নাটকে অভিনয় নিয়ে ব্যস্ত আছেন অভিনেতা কবি মামুন। বিশেষ করে আসছে পবিত্র ঈদ- উল-ফিতরে বেশকিছু নাটক, টেলিফিল্ম নিয়ে দর্শকের সামনে হাজির হবেন তিনি। এই ঈদে দর্শক তাকে ভিন্ন ভিন্ন চরিত্রে দেখতে পাবেন। ইতোমধ্যে ৫টি নাটকের শূটিং শেষ করেছেন এই অভিনেতা। নাটকগুলো হলো- সরদার রোকনের ‘বসন্তের মেলা’, ‘ভুলগুলো ফুল হয়’ আজাদ কালামের ‘যমজ-৫’, ‘কৃপণ কাহিনী’, আদিবাসী মিজানের ‘তারাখান-২’ প্রভৃতি। এছাড়া শীঘ্রই শূটিং শুরু করবেন সরদার রোকনের ‘রঙিলা দুনিয়া’, আজাদ কালামের ‘রঙিনী’ এবং নাম ঠিক না হওয়া আরও একটি নাটক। তা ছাড়া আরও বেশকিছু নাটকে চুক্তিবদ্ধ হয়েছেন এই তরুণ অভিনেতা। নিজের অভিনয় প্রসঙ্গে কবি মামুন বলেন, এবার ঈদে বেশকিছু নাটকে কাজ করছি, তবে ‘বসন্তের মেলা’ নাটকটি ৭ পর্বের ধারাবাহিকে দর্শক আমাকে ভিন্ন চরিত্রে দেখতে পাবেন। নাটকে আমি একটি কমেডি চরিত্রে অভিনয় করেছি। আশা করছি আমার অভিনয় দিয়ে দর্শকদের ঈদের আনন্দ প্রাণবন্ত করতে পারব। এছাড়া জনপ্রিয় নাটক ‘যমজ-৫’ ও ‘তারাখান-২’ নাটকে ভিন্ন দুটি চরিত্রে অভিনয় করেছি। দর্শকের ভালবাসা পেলে আরও ভাল ভাল কাজ করে দর্শকদের মনে জায়গা করে নিতে চাই।
×