ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

নিউইয়র্কে নজরুল সম্মেলন সমাপ্ত

প্রকাশিত: ০৭:৪৮, ৫ জুন ২০১৬

নিউইয়র্কে নজরুল সম্মেলন সমাপ্ত

নিউইয়র্ক (ইউএনএ) ॥ বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের চিন্তা-চেতনা লালন-পালনের অঙ্গীকারের মধ্য দিয়ে নিউইয়র্কে অনুষ্ঠিত হলো ষোড়শ উত্তর আমেরিকা নজরুল সম্মেলন। কুইন্স বরোর জ্যামাইকার হিলসাইড এভিনিউর সুসান বি এন্থনী স্কুল মিলনায়তনে ২৮-২৯ মে যথাক্রমে শনি ও রবিবার দু’দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এ বছর নজরুল সম্মেলনের স্বাগতিক সংগঠন ছিল নিউজার্সির শতদল আর সহযোগী সংগঠন ছিল জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি। সম্মেলনের সেøাগান ছিল ‘গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান’। প্রথম দিন সম্মেলনের উদ্বোধন করেন প্রধান অতিথি ভয়েস অব আমেরিকা (ভোয়া) বাংলা বিভাগের সাবেক প্রধান ইকবাল বাহার চৌধুরী। সম্মেলনের অনুষ্ঠানমালার মধ্যে ছিল কবির জীবনী নিয়ে আলোচনা, সেমিনার, কবির কবিতা পাঠ, নাটিকা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান প্রভৃতি। এছাড়াও ছিল শিশু-কিশোর-কিশোরীদের আবৃত্তি, চিত্রাঙ্কন, রচনা, সঙ্গীত ও নৃত্য প্রতিযোগিতা, ছিল বই, পোশাক-পরিচ্ছেদ আর খাবারের স্টল। প্রতিদিন অপরাহ্ন থেকে মধ্যরাত পর্যন্ত অনুষ্ঠানমালা চলে। এর আগে নজরুল সম্মেলনের প্রথম দিন শনিবার সন্ধ্যায় এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এই পর্বে শুভেচ্ছা বক্তব্য রাখেনÑ সম্মেলনের প্রধান অতিথি ইকবাল বাহার চৌধুরী, বিশেষ অতিথি নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেটে নিযুক্ত কনসাল জেনারেল শামীম আহসান, আমন্ত্রিত অতিথি কবি নাতনি অনিন্দিতা কাজী, সম্মেলন কমিটির প্রধান উপদেষ্টা ড. দেলোয়ার হোসেন, চেয়ারম্যান ড. সুলতান আহমেদ, সহ-সভাপতি অধ্যাপক ডাঃ জিয়াউদ্দিন আহমেদ, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সাবেক কর্মকর্তা ওয়াহিদ হোসাইনী, প্রধান সমন্বয়কারী অধ্যাপক জাহাঙ্গীর ডিকেন্স ও সাংস্কৃতিক কমিটির চেয়ারম্যান এমদাদুল হক। এ পর্ব পরিচালনা করেন সম্মেলনের আহ্বায়ক মোহাম্মদ কবির কিরণ। এছাড়া নজরুল সম্মেলনে একাধিক সেমিনার অনুষ্ঠিত হয়। ‘নজরুল ও সুফিজম’, ‘অনাবিষ্কৃত নজরুল’, ‘যুক্তরাষ্ট্রে নজরুলের একাডেমিক কার্যক্রম’, ‘কবি নজরুলের সাহিত্য অনুবাদ’ প্রভৃতি বিষয়ে সেমিনারগুলো অনুষ্ঠিত হয়। অতিথিরা ছাড়াও প্রবাসের বিশিষ্টজন এসব সেমিনারে অংশ নেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন নজরুল সঙ্গীত শিল্পী ফেরদৌস আরা, সুজিত মোস্তফা, লিনা তাপসী, অনুপ বড়–য়া ও শহীদ কবীর পলাশ, অনিন্দিতা কাজী, সাবিহা মাহবুব, নৃত্য পরিবেশন করেন মুনমুন ও তার দল, সামিয়া মাহবুব, শর্মীষ্টা ব্যানার্জী সঙ্গীত পরিবেশন করেন। অপরদিকে প্রবাসের শিল্পীগোষ্ঠীগুলোর মধ্যে বিপা, শতদল, সুর-ছন্দ, উদীচী যুক্তরাষ্ট্র, বাফা, রঙালয়, সঙ্গীত পরিষদ নিউইয়র্ক, সৌখিন শিল্পীগোষ্ঠী, বহ্নিশিখা, সুরবাহার, শিল্পকলা একাডেমি, জ্যামাইকা থিয়েটার, প-িত কৃষাণ মহারাজ তাল তরঙ্গ। এছাড়াও প্রবাসের শিল্পীরা সঙ্গীত ও নৃত্য পরিবেশন এবং কবিতা আবৃত্তি করেন। নজরুল সম্মেলনের বিভিন্ন পর্ব উপস্থানায় ছিলেন শারমীর রেজা ইভা, আবীর আলমগীর, সাবিনা শারমিন নিহার, ডানা ইসলাম, সৈয়দা আক্তার পারভীন ও মেহের কবীর। সমাপনী অনুষ্ঠানে আহ্বায়ক মোহাম্মদ কবির কিরণ ও সদস্য সচিব মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার সম্মেলন সফল করার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এবারের নজরুল সম্মেলনে টাইটেল স্পন্সর ছিলেন রাহাত মুক্তাদীর ইনকের সিইও রাহাত মুক্তাদীর, গ্র্যান্ড স্পন্সর ছিলেন বিশিষ্ট সমাজসেবী ও রিয়েল এস্টেট ইনভেস্টর মোঃ আনোয়ার হোসেন এবং গোল্ড স্পন্সর ছিলেন পিপল এ্যান্ড টেক ও ওয়েলকেয়ার।
×