ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

‘নূরজাহান বেগম ইতিহাসের কিংবদন্তি নারী’ তথ্যচিত্রের প্রিমিয়ার

প্রকাশিত: ০৭:৪৬, ৫ জুন ২০১৬

‘নূরজাহান বেগম ইতিহাসের কিংবদন্তি নারী’ তথ্যচিত্রের প্রিমিয়ার

স্টাফ রিপোর্টার ॥ রেকর্ডে বাজছে রবীন্দ্রসঙ্গীত ‘তুমি রবে নীরবে হৃদয়ে মম’। বড় পর্দায় দেখা যাচ্ছে নারী সাংবাদিকতার পথিকৃৎ নূরজাহান বেগমের জীবন নিয়ে ভিডিওচিত্র। তিনি বলছেন, নারীদের আরও সাহসের সঙ্গে সমাজকে এগিয়ে নিয়ে যেতে হবে। ‘নূরজাহান বেগম ইতিহাসের কিংবদন্তি নারী’ তথ্যচিত্রের শুরুটা ছিল এমন। ‘বেগম’ পত্রিকার সদ্য প্রয়াত সম্পাদক নূরজাহান বেগমকে নিয়ে তথ্যচিত্রটি নির্মাণ করেছেন তার নাতনি প্রিয়তা ইফতেখার। তথ্যচিত্রে বেগম সম্পাদক সম্পর্কে নানা জানা-অজানা অধ্যায় ও পারিবারিক জীবনযাপনের বিষয় ফুটে উঠেছে। তাঁর ৯১তম জন্মদিনে ১৫ মিনিটের এ তথ্যচিত্রের প্রিমিয়ার হয় বসুন্ধরা শপিং কমপ্লেক্সের স্টার সিনেপ্লেক্সে শনিবার দুপুরে। এর আগে নূরজাহান বেগমকে নিয়ে সারা যাকেরের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত স্মৃতিচারণ অনুষ্ঠান। এতে অংশ নেন দেশবরেণ্য লেখক, কবি, সাহিত্যিক, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব। নিজের তৈরি তথ্যচিত্র সম্পর্কে প্রিয়তা বলেন, নিজের ঘরের মানুষকে ক্যামেরায় তুলে আনা একটা চ্যালেঞ্জ ছিল। সাধারণ সুতির শাড়ি পরে যে মানুষ রান্না করছেন, সবার দেখাশোনা করছেন, তাঁকে তুলে আনা কঠিন কাজ। যখন তাঁকে নিয়ে পড়তে শুরু করলাম, বিস্মিত হলাম তাঁর কর্মপরিধি দেখে। আমাদের প্রজন্ম তাঁকে জানে না। বহু কষ্টে নানিকে রাজি করিয়ে কাজটা শুরু করেছিলাম কিন্তু তথ্যচিত্রটি তাঁকে দেখানো হলো না। আমি ভাবতে চাই না যে তিনি নেই। নানিকে নিয়ে বৃহৎ পরিসরে কাজ করতে চাই। এ তথ্যচিত্র নির্মাণ করতে প্রায় ১৮ ঘণ্টার ফুটেজ নিতে হয়েছে। সেখান থেকে মাত্র ১৫ মিনিট দেখানো হয়েছে প্রদর্শনীতে। এরপর সবার মন্তব্য ও পরামর্শ নিয়ে ৪০ মিনিট করা হবে। সেটি দেখানো হবে আন্তর্জাতিক বেশ কয়েকটি চলচ্চিত্র উৎসবে। শুরুতে স্মৃতিচারণ করেন লেখক দিল মনোয়ারা মনু। তিনি বলেন, নারীর অধিকার ও স্বাধীনতায় নূরজাহান বেগমের কলম ছিল ক্ষুরধার। সর্বোপরি নারীকে মানুষ হিসেবে গণ্য করার অগ্রপথিক ছিলেন তিনি। কবি ও সাংবাদিক নাসির আহমেদ বলেন, বেগম রোকেয়ার পর কবি সুফিয়া কামাল এবং তারপরেই নূরজাহান বেগম ছিলেন মহীয়সী নারী। সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী বলেন, তিনি আলোকবর্তিকার মতো ছিলেন। তাঁর জীবনগাথা যেন আমাদের এবং বিশেষ করে নতুন প্রজন্মের চিন্তায় ও মননে আসে। সে দিক থেকে প্রিয়তার এ তথ্যচিত্র বিশেষ গুরুত্বপূর্ণ। আকাশ সংস্কৃতির আগ্রাসনে নতুন প্রজন্ম দিশেহারা। কিন্তু তারা ভুলে যাচ্ছে আমাদের শিকড়ের কথা। নূরজাহান বেগমের মতো অসাম্প্রদায়িক চেতনার মানুষকে নতুর প্রজন্ম বুঝতে শিখুক, জানতে শিখুক এ প্রত্যাশা করি। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নাট্যকার ও নির্দেশক চয়নিকা চৌধুরী, এ্যাড কমের পরিচালক নাজিম ফারহান চৌধুরী প্রমুখ। রুপিত্রা প্রোডাকশনের ব্যানারে নির্মিত এ তথ্যচিত্রটির গ্রন্থনা ও নির্বাহী প্রযোজক রাজু আলীম।
×