ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সীমানা পেরিয়ে শততম মঞ্চায়নে শব্দ নাট্যোৎসব

প্রকাশিত: ০৭:৪৫, ৫ জুন ২০১৬

সীমানা পেরিয়ে শততম মঞ্চায়নে শব্দ নাট্যোৎসব

সাজু আহমেদ ॥ বাংলাদেশের অন্যতম নন্দিত নাট্য সংগঠন শব্দ নাট্যচর্চা কেন্দ্র। দলটি ১৯৯৫ সাল থেকে বাংলাদেশে নিরলসভাবে নাট্যচর্চা করে আসছে। মুক্তিযুদ্ধভিত্তিক এবং নিরীক্ষামূলক বিভিন্ন প্রযোজনা নিয়মিত মঞ্চায়নের মাধ্যমে বাংলাদেশের নাট্য আন্দোলনে বিশেষ ভূমিকা রাখছে নন্দিত এই নাট্য সংগঠনটি। দীর্ঘ ২০ বছরের নাট্যযজ্ঞে শব্দ নাট্যচর্চা কেন্দ্র ২২টি অনন্য প্রযোজনার প্রায় ৬০০টি মঞ্চ সফল প্রদর্শনী করেছে। শব্দ নাট্যচর্চা কেন্দ্রের নাটকগুলো দেশের বাইরেও নন্দিত হয়েছে। বিশেষ করে গত পাঁচ বছর ধরে পশ্চিমবঙ্গে ভারত ও বাংলাদেশের নাট্যকারদের রচিত ৬টি নাটকের ৯৯টি নাট্য প্রদর্শনী করেছে শব্দ নাট্যচর্চা কেন্দ্র। এর মধ্যে পশ্চিমবঙ্গের শব্দ মঞ্চায়িত নাটকগুলো হলো ‘রাইফেল’, ‘ইনফর্মার’, ‘ঠিকানা’, ‘বীরাঙ্গনার বয়ান’, ‘যামিনীর শেষ সংলাপ’ ও ‘তৃতীয় একজন’। পশ্চিম বঙ্গের কলকাতা, হাওড়া, উত্তর চব্বিশ পরগণা, দক্ষিণ চব্বিশ পরগণা, বর্ধমান, নদীয়া, বীরভূম, মুর্শিদাবাদ, হুগলী, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কোচবিহারসহ মোট ১৪টি জেলায় ৬৯টি সংগঠনের নাট্য আয়োজনে শব্দ নাট্যচর্চা কেন্দ্র অংশ নিয়েছে। দলের প্রধান খোরশেদুল আলম জানান, শততম প্রদর্শনীকে স্মরণীয় করে রাখতে আগামী ১৭ এবং ১৮ জুন, কোলকাতার কালীঘাটের তপন থিয়েটার মঞ্চে ‘সীমানা পেরিয়ে শততম মঞ্চায়নে শব্দ নাট্যোৎসব,২০১৬’ শিরোনামে দুই দিনব্যাপী নাট্যোৎসব আয়োজন করতে যাচ্ছে। ১৭জুন বিকাল ৫টায় এ নাট্যোৎসবের উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গের তথ্য ও প্রযুক্তি মন্ত্রী, নাট্যজন ব্রাত্য বসু। প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি লিয়াকত আলী লাকী। এছাড়াও অনুষ্ঠানে দুই দেশের শতাধিক নাট্য ব্যক্তিত্ব উপস্থিত থাকবেন। উদ্বোধনী অনুষ্ঠানের পর পশ্চিমবঙ্গের ৭০টি নাট্যদল ও ২০টি নাট্যপত্রিকার সম্পাদককে সম্মাননা দেয়া হবে। এরপর ৬টা থেকে ‘ইনফরমার’, ‘বীরাঙ্গনার বয়ান’ ও ‘ঠিকানা’ নাটকের প্রদর্শনী হবে। পরদিন ১৮ জুন বিকাল ৫ টায় নাটক বিষয়ক আলোচনা ও নাট্য ব্যক্তিত্বদের সম্মাননা এবং ধারাবাহিকভাবে প্রদর্শিত হবে নাটক ‘তৃতীয় একজন’, ‘যামিনীর শেষ সংলাপ’ ও ‘রাইফেল’। শব্দ নাট্যচর্চা কেন্দ্রের এ উৎসবে সার্বিকভাবে সহযোগিতা করছে নিভা আর্টস ও তপন থিয়েটার।
×