ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রূপগঞ্জে জমি নিয়ে সংঘর্ষ ॥ আহত ১৮

প্রকাশিত: ০৭:২৭, ৫ জুন ২০১৬

রূপগঞ্জে জমি নিয়ে সংঘর্ষ ॥ আহত ১৮

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ ৪ জুন ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে পৃথক স্থানে দু’পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষের ১৮ জন আহত হয়েছেন। এ সময় এক পক্ষ আরেক পক্ষের বাড়িঘরে হামলা, ভাংচুর ও লুটপাট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার বেলা ৩টার দিকে উপজেলার শিমুলিয়া এলাকায় ও সকালে পিতলগঞ্জ এলাকায় ঘটে এ সংঘর্ষের ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানায়, শিমুলিয়া এলাকায় বসতবাড়ির ২ শতাংশ জমি নিয়ে জবল সরকারদের সঙ্গে পার্শ্ববর্তী গিয়াস উদ্দিনদের বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জের ধরে শনিবার বেলা ৩টার দিকে দু’পক্ষের মাঝে বাকবিত-া হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন রামদা, চাপাতিসহ ধারাল অস্ত্রশস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টাধাওয়া ও রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়েন। অপরদিকে সাড়ে ১৮ শতাংশ জমি নিয়ে পিতলগঞ্জ এলাকার জামাল চন্দ্র দাসের সঙ্গে একই এলাকার নিবাস চন্দ্র দাসদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সকালে জামাল চন্দ্র দাসসহ তার লোকজন ওই জমিতে বাড়ি নির্মাণ করতে গেলে নিবাস চন্দ্র দাস বাধা প্রদান করেন। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে জামাল চন্দ্র দাস, অর্চনা রানী, রিনা রানী, শিমুল চন্দ্র দাস, নিবাস চন্দ্র দাস, অতুল চন্দ্র দাসসহ ৮ জন আহত হন। কলম সৈনিকের ২৫ বছর স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ শুক্রবার সন্ধ্যায় স্থানীয় ভাসানী মিলনায়তনে সিরাজগঞ্জ থেকে প্রথম প্রকাশিত ও প্রথম মিডিয়া তালিকাভুক্ত সংবাদপত্র দৈনিক কলম সৈনিকের ২৫ বছরপূর্তি ও ২৬ বছরে পদার্পণ উৎসব উপলক্ষে সুধী সমাবেশে ও গুণীজন পদক প্রদান করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি। দৈনিক কলম সৈনিক পত্রিকার সম্পাদক ও প্রকাশক আব্দুল হামিদের সভাপতিত্বে ও সিনিয়র সাংবাদিক হেলাল আহম্মেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সুধী সমাবেশে বিশেষ অতিথি ছিলেন- জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট কেএম হোসেন আলী হাসান, অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল আহসান তালুকদার, উল্লাপাড়া পৌর মেয়র এসএম নজরুল ইসলাম প্রমুখ। বাল্যবিয়ে ॥ চারজনের দণ্ড নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ৪ জুন ॥ মাদারীপুরে দুটি বাল্যবিয়ে বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার রাতে সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের চরনাচনা মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্রী সেকেন ঘরামীর মেয়ে সুমি আক্তারের সঙ্গে একই গ্রামের হাবিব সরদারের ছেলে মাহাবুব সরদারের বিয়ে ঠিক হয়। সকল আয়োজন শেষে আনুষ্ঠানিতার খবর পেয়ে জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মাহমুদা আক্তার কণা সদর থানা পুলিশের সহযোগিতায় বাল্যবিয়ে বন্ধ করে দেন। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুদ্দিন গিয়াস ছেলের পিতা হাবিব সরদারকে ১০ দিন ও মেয়ের ভাই আবদুর রব ঘরামীকে ১৫ দিনের কারাদ-ের আদেশ দেন। একই দিন বালিগ্রামের আটিপাড়া গ্রামের স্থানীয় মাদ্রাসার সপ্তম শ্রেণীর ছাত্রী হেমায়েত খানের মেয়ে কেয়া মনির সঙ্গে একই গ্রামের আঃ সাঈদ হাওলাদারের ছেলে প্রবাসী আরিফ হাওলাদারের বিয়ে ঠিক হয়। জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা বাল্যবিয়ে বন্ধ করে দেন। এ সময় জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছেলের পিতা সাঈদ হাওলাদার ও মেয়ের পিতা হেমায়েত খানকে দুই দিনের কারাদ- ও মেয়ের চাচা জহির খানকে এক হাজার টাকা জরিমানা করেন। ই-সেবা নিয়ে খুলনায় প্রেসব্রিফিং স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ জেলা তথ্য অফিসের উদ্যোগে শনিবার সকালে খুলনা প্রেসক্লাবে এ্যাকসেস টু ইনফরমেশন কর্মসূচীর আওতায় ই-সেবা বিষয়ে একটি প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক নাজমুল আহসান সাংবাদিকদের উদ্দেশে ব্রিফ করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহম্মাদ মনিরুজ্জামন, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার জিনাত আরা আহমেদ। স্বাগত জানান জেলা তথ্য অফিসের উপপরিচালক ম. জাভেদ ইকবাল। ব্রিফিং-এ খুলনায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। প্রেসব্রিফিংয়ে জেলা প্রশাসক নাজমুল আহসান জানান, জনগণের দোরগোড়ায় সেবা স্লোগান নিয়ে ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকারে সরকার বহুমুখী কর্মসূচী বাস্তবায়ন করে যাচ্ছে। তথ্যপ্রযুক্তি নির্ভর এই ‘ই-সেবা প্রদান কার্যক্রমের মাধ্যমে স্বল্প সময় ও ব্যয়ে এবং হয়রানিমুক্ত সেবা প্রদান করাই সরকারের লক্ষ্য। সরকারের নানামুখী উদ্যোগের ফলে জনসাধারণ এখন ঘরে বসেই ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে অল্প সময়ের মধ্যেই সেবা পেতে শুরু করেছে। পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক মানবাধিকার সম্মেলন নিজস্ব সংবাদদাতা, বান্দরবান, ৪ জুন ॥ বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্যোগে পার্বত্য চট্টগাম আঞ্চলিক মানবাধিকার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে এ উপলক্ষে বান্দরবান ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সম্মেলন উপলক্ষে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় পতাকা উত্তেলন ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মানবাধিকার কমিশন বান্দরবান জেলার আঞ্চলিক সমন্বয়কারী ডনাই প্রু নেলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রংপুরের সংসদ সদস্য ও মানবাধিকার কর্মী এ্যাডভোকেট হোসনে আরা লুফা ডালিয়া। প্রেমিকাসহ স্বাস্থ্যকর্মী আটক নিজস্ব সংবাদদাতা, চরফ্যাশন, ৪ জুন ॥ ভোলার চরফ্যাশনের সেবা মেডিক্যাল সার্ভিসের ভেতর থেকে কর্মচারী মিজানকে শনিবার দুপুরে অসামাজিক কার্যকলাপের অভিযোগে প্রেমিকাসহ আটক করেছে থানা পুলিশ। স্থানীয়রা জানান, সেবা মেডিক্যাল সার্ভিসের কর্মচারী মিজান তার কথিত প্রেমিকাকে নিয়ে ডাক্তারের কক্ষে প্রবেশ করে ভেতর থেকে দরজা বন্ধ করে অসামাজিক কার্যকলাপ করার সময় স্থানীয়রা টেয় পেয়ে পৌর কাউন্সিলরকে খবর দেন। কাউন্সিলর খবর দিলে পুলিশ তাদের আটক করে। জেলে সমিতির নেতাকে হত্যার চেষ্টা স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ তালায় অস্ত্র ও গুলিসহ সাথী গোলদার নামে যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছে থেকে একটি রিভালবার ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়। শনিবার বিকেল ৫টার দিকে তালা উপজেলা খেশরা ইউনিয়নের দক্ষিণ শাহাপুর জেলেপাড়া এলাকা থেকে স্থানীয় জনতার সহায়তায় তালা থানা পুলিশ অস্ত্রসহ তাকে আটক করে। তালা থানার ওসি ছগির মিয়া শনিবার সন্ধ্যায় বলেন, চাঁদা না পেয়ে সাথী গোলদার মৎস্যজীবী সমিতির নেতা সুজিতকে হত্যার জন্য এলাকায় গেলে সে জনতার হাতে ধরা পড়ে। এলাকাবাসীর অভিযোগ, এলাকার মৎস্যজীবী সমিতি এলাকার জলমহাল লিজ নিয়ে মাছ চাষ করছে। আটক সাথী গোলদার এই জলমহাল তার কাছে ছেড়ে দেয়ার জন্য সমিতির নেতাকে হুমকি দেয়। এছাড়া তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। অন্যথায় সুজিতকে হত্যার হুমকি দেয়।
×