ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টাঙ্গাইলে ভোটারদের সরব উপস্থিতি

প্রকাশিত: ০৭:২৬, ৫ জুন ২০১৬

টাঙ্গাইলে ভোটারদের সরব উপস্থিতি

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ৪ জুন ॥ প্রশাসনের কড়া নিরাপত্তা ও ভোটারদের সরব উপস্থিতির মধ্য দিয়ে শনিবার টাঙ্গাইলের সদর, কালিহাতী ও ঘাটাইল উপজেলার ২৬টি ইউনিয়নে ভোট গ্রহণ হয়েছে। সকাল থেকেই সদর উপজেলার করটিয়া ইউনিয়নের বেশ কয়েকটি ভোটকেন্দ্র ঘুরে জানা গেছে, ভোটাররা পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন। এদিকে করটিয়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী করটিয়ার জমিদার বাড়ির বউ সাবিনা খান পন্নীর কর্মী ও সমর্থকরা ভোটারদের ভোট কেন্দ্রে এসে ভোট দেয়ার জন্য সহযোগিতা করেন। তিনি সদর উপজেলায় একমাত্র মহিলা চেয়ারম্যান প্রার্থী ছিলেন। জেলা প্রশাসক মাহবুব হোসেন এবং পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর জানান, নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করতে কোন ছাড় দেয়া হয়নি। কালিহাতী উপজেলার দশকিয়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী আব্দুল মালেক ভুইয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এদিকে সদর উপজেলার করটিয়া ইউনিয়নে বেসরকারী ঘোষিত ফলাফলে জানা যায়, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খালেকুজ্জামান মজনু জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী হামিদ তালুকদার। স্বতন্ত্র মহিলা চেয়ারম্যান প্রার্থী সাবিনা খান পন্নী তৃতীয় হয়েছেন। শিক্ষা বিষয়ে সেমিনার স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ব্যবসা শিক্ষা ও গবেষণা বিষয়ে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী বিজনেস স্টাডিজ অনুষদের অধীনে চলমান একটি প্রকল্পের (হেকেপ) উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির হল রুমে এই সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবী এই সেমিনারের উদ্বোধন করেন। বিদ্যুৎ সংযোগ নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৪ জুন ॥ ধামইরহাটে নানাইচ (উকিল পাড়া) ও তালঝাড়ি গ্রামসহ ১৩৬টি পরিবারের মাঝে বিদ্যুত সংযোগ দেয়া হয়েছে। জাতীয় সংসদের হুইপ শহীদুজ্জামান সরকার বাবলু এমপি এসব পরিবারে বিদ্যুত সংযোগের উদ্বোধন করেন। শুক্রবার সন্ধ্যায় উপজেলার জাহানপুর ইউনিয়নের নানাইচ (উকিলপাড়া) গ্রামে বিদ্যুত সংযোগ উদ্বোধন শেষে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুস ছালামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
×