ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘জীবনের শেষ বোটটা দিবার আইছি, যেন কাজে নাগে’

প্রকাশিত: ০৭:২৫, ৫ জুন ২০১৬

‘জীবনের শেষ বোটটা দিবার আইছি, যেন কাজে নাগে’

নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ৪ জুন ॥ ‘বয়স শ্যাষ। বাঁচার আশা এল্লাও নাই। তারপরও বাঁইচ্যা থাকতেই বোট অইতাছে বইলা জীবনের শ্যাষ বোটটা দিবার আইছি। আল্লার কাছে ফরিয়াদ আমার শ্যাষ বোটটা যেন কাজে নাগে’Ñ এমন উক্তিটি বৃদ্ধা সখিনা বেওয়ার। তার বয়স ৮০ বছরের উর্ধে হবে। স্বামী আমেজ উদ্দিন বেশ আগেই মারা গেছেন। ৩ ছেলে ও ১ মেয়ের ঘরে নাতি-নাতনি মিলে সংখ্যা প্রায় ২ ডজন। নিজে বার্ধক্যসহ নানা রোগে অসুস্থ হয়ে শয্যাশায়ী দীর্ঘদিন যাবত। তিনি শেরপুরের শ্রীবরদী উপজেলার ভেলুয়া ইউনিয়নের দুর্গম চরাঞ্চল লক্ষ্মীডাংরি গ্রামের বাসিন্দা। শনিবার ষষ্ঠ ধাপের আওতায় ভেলুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে লক্ষ্মীডাংরি সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নাতিদের সহায়তায় ভ্যানে চড়ে ভোট দিতে এলে কথা হয় তার সঙ্গে। জীবনের শেষ ভোটটা কেমন প্রার্থীকে দেবেন- এমন প্রশ্নের উত্তর সরাসরি না দিলেও এলাকার প্রায় ৯০ ভাগ মানুষের আবেগ-উচ্ছ্বাস যে চেয়ারম্যান প্রার্থীর প্রতি অনেকটা তাকেই বোঝাতে চান নানান কথায়। সখিনা বেওয়ার মতো একই কেন্দ্রে বার্ধক্যের যন্ত্রণা উপেক্ষা করে ভোট দিতে আসেন তারা বানু (৭৫), হানজেলা বেওয়া (৭২) ও রংফুলি বেওয়া (৭৪)। তাদেরও প্রায় একই কথা। এবারের ভোটকেই তারা জীবনের শেষ ভোট বলে ভাবছেন। সেই সঙ্গে শেষ ভোটটি যেন কাজে লাগে- এমন প্রার্থনাও করছেন। যশোরে ডাকাতের হামলায় কৃষক নিহত, আহত ৩ স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ বাঘারপাড়া উপজেলায় ডাকাতদের ছুরিকাঘাতে কৃষক আনোয়ার হোসেন (৪৫) নিহত হয়েছেন। শুক্রবার গভীর রাতে জখম হওয়ার পর শনিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। একই ঘটনায় তিনজন জখম হয়েছে। নিহতের ভাই নজরুল ইসলাম জানান, রাত আড়াইটার দিকে অসুস্থ শ্বাশুড়ির মাথায় পানি দিয়ে আনোয়ার হোসেন নিজ ঘরে ঢুকছিলেন। এ সময় ৭-৮ জনের ডাকাত দল তাদের উত্তর চাঁদপাড়া গ্রামের বাড়িতে ঢুকে। তারা অস্ত্রের মুখে বাড়ির বেশির ভাগ সদস্যকে ঘরে ঢুকিয়ে বাইরে থেকে দরজার শিকল লাগিয়ে দেয়। ঘরের বাইরে আনোয়ার বাধা দিতে এগিয়ে এলে ডাকাতরা তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। জলদস্যুদের হামলা স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ থেকে জানান, টঙ্গিবাড়ী উপজেলার পদ্মা নদীতে ফের জলদস্যুদের হামলা হয়েছে। টঙ্গিবাড়ী ও নড়িয়া উপজেলার পদ্মা নদীর অংশে শুক্রবার গভীর রাতে জেলেদের মাছ ধরার ২০টি ট্রলারে এ হামলা সংগঠিত হয়। এ সময় সশস্ত্র জলদস্যুদের হামলায় ৩০ জেলে আহত হয়েছে।
×