ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নৈশপ্রহরী ও গৃহবধূসহ চার খুন ॥ এক লাশ উদ্ধার

প্রকাশিত: ০৭:২৪, ৫ জুন ২০১৬

নৈশপ্রহরী ও গৃহবধূসহ চার খুন ॥ এক লাশ উদ্ধার

জনকণ্ঠ ডেস্ক ॥ দিনাজপুরে ছোট ভাইয়ের হাতে খুন হয়েছে বড় ভাই। রানীনগরে নৈশপ্রহরীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। রংপুরে উদ্ধার হয়েছে মাদ্রাসা ছাত্রের লাশ। নীলফামারীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা করা হয়েছে। সীতাকু-ে যৌতুকের জন্য খুন হয়েছে নববধূ। স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের পাঠানো খবর : দিনাজপুর ॥ শনিবার ভোরে ছোট ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হয়েছে বড় ভাই। হাকিমপুর উপজেলার খাট্টাউছনা গ্রামে শনিবার ভোরে মদ্যপ অবস্থায় বাসায় এসে নিপেন উড়াও (৪০) মাতলামি করার সময় ছোট ভাই সঞ্জিত উড়াওয়ের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সঞ্জিত ধারালো অস্ত্র দিয়ে বড় ভাই নিপেনকে উপর্যুপরি আঘাত করলে সে গুরুতর আহত হয়। ভোরেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর অবস্থার অবনতি হলে সকালে রংপুর শহরের ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় নিপেনের মৃত্যু হয়। নওগাঁ ॥ রানীনগর উপজেলার ত্রি- মোহানী উচ্চ বিদ্যালয়ের নাইটগার্ড মীর হোসেনকে (৪৫) পিটিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মীর হোসেনের স্ত্রী বিলকিস বিবি জানান, বুধবার দুপুরে নওগাঁ যাবার কথা বলে তিনি বাড়ি থেকে বের হয়ে রাতে স্কুলে থাকবেন বলে জানিয়ে যান। বৃহস্পতিবার সকালে লোক মারফত জানতে পারেন কে বা কারা রাতে স্কুলে তাকে বেদম মারপিট করে রক্তাক্ত জখম করেছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে রানীনগর হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। শুক্রবার রাতে মারা যান তিনি। বিলকিস জানান, টাকা পয়সার লেনদেন নিয়ে কয়েকজনের সঙ্গে তার ঝামেলা ছিল। নীলফামারী ॥ সুমন মিয়া (১৫) নামে মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে রংপুরের পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর ইউনিয়নের খস্ট্রি পশ্চিমপাড়া গ্রামের গাছের নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়। সুমন উপজেলার বড় আলমপুর ইউনিয়নের খস্ট্রি পশ্চিমপাড়া গ্রামের সাইদুর রহমানের ছেলে। এদিকে সুধীর চন্দ্র (৩২) নামের ব্যাটারিচালিত ভ্যানচালককে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে ও কুপিয়েছে দুষ্কৃতিকারীরা। শুক্রবার রাত সাড়ে আটটা দিকে নীলফামারীর পলাশবাড়ি ইউনিয়নের মালিরকুড়া ব্রিজে এই ঘটনায় গুরুতর আহত ওই ভ্যানচালককে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে শনিবার ভোরে মারা যায়। পুলিশ জানায়, দুষ্কৃতিকারীরা ধারালো অস্ত্র দিয়ে গলা ও হাতের আঙ্গুল কেটে দেয়। এছাড়া শরীরে ছিল অসংখ্য ধারালো অস্ত্রের আঘাত। সীতাকু- (চট্টগ্রাম) ॥ বিয়ের এক মাসের মাথায় রুমা দাশ (১৮) নামের গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। মাদামবিবির হাটস্থ সোনারগাঁ পেট্রোলপাম্পের পশ্চিমে জেলেপাড়া নারায়ণ সর্দারের বাড়ি থেকে শুক্রবার রাতে পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত রুমা দাশ একই এলাকার হরিকমোল জলদাশের মেয়ে এবং প্রবাসী লিটন দাশের স্ত্রী। জানা যায়, জেলেপাড়ার নারায়ণ সর্দারের বাড়ির প্রবাসী লিটন দাশের সঙ্গে গত ৮ মে মাদামবিবির হাটস্থ কম্পিডেন্স সিমেন্ট ফ্যাক্টরির পশ্চিম পার্শ্বে জেলেপাড়া রামুন সর্দারের বাড়ির হরি কমল দাশের মেয়ে রুমা দাশের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন রুমা দাশকে নির্যাতন করত বলে জানান তার বাবা হরি কমল দাশ। রুমা দাশের বড় ভাই রুবেল দাশ জানান, তারা বিয়ের পর থেকে ৫০ হাজার টাকা যৌতুক দেয়ার জন্য আমার বোনকে প্রায় সময় নির্যাতন করত। এ নিয়ে বেশ কয়েকবার ঘরোয়া বৈঠকও হয় এবং কিছুদিন পর স্বামী লিটন দাশকে ৫০ হাজার টাকা দেয়া হয়। তার ছোট বোনকে স্বামী লিটন দাশসহ শ্বশুর-শাশুড়ি মিলে যৌতুকের জন্য হত্যা করে পালিয়ে যায়।
×