ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কর্ণফুলীর দক্ষিণ জনপদ

শিল্পায়নের জন্য সরকারী সেবা সম্প্রসারণ জরুরী

প্রকাশিত: ০৭:২৩, ৫ জুন ২০১৬

শিল্পায়নের জন্য সরকারী সেবা সম্প্রসারণ জরুরী

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ এবিএম মহিউদ্দিন চৌধুরী চট্টগ্রামকে মেগাসিটিতে রূপান্তরে কর্ণফুলীর দক্ষিণ জনপদকে সম্পৃক্ত করতে হবে। এ অঞ্চলকে শিল্পায়নের জন্য সরকারী সেবা সম্প্রসারণ করা জরুরী। এ এলাকায় বিদ্যুত ও পানি সরবরাহ ব্যবস্থা উন্নত না হলে নির্বাচিত জনপ্রতিনিধিরা জনগণের আস্থা হারাবেন। তাই এ ব্যাপারে তাদের সচেতন হতে হবে। শনিবার সকালে পটিয়ার শিকলবাহা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নব নির্বাচিত চেয়ারম্যান আলহাজ জাহাঙ্গীর আলম তার সমর্থকদের নিয়ে মহিউদ্দিন চৌধুরীর চশমা হিলের বাস ভবনে সাক্ষাত করতে গেলে তিনি এ কথা বলেন। মহিউদ্দিন চৌধুরী বলেন, কর্ণফুলী নদী সংলগ্ন দক্ষিণ জনপদকে শিল্পায়নে আমরা গুরুত্ব দিই। কর্ণফুলী নদীকে বাঁচিয়ে চট্টগ্রাম বন্দরের নাব্য রক্ষায় আমার লড়াই অব্যাহত থাকবে। এ জন্য আমি ওই এলাকার সর্বস্তরের মানুষের সহযোগিতা চাই। তিনি বলেন, ইউপি নির্বাচনে কিছু অবাঞ্ছিত ঘটনা ঘটেছে। বাঁশখালীর সরকারদলীয় সংসদ সদস্য নিজের অনুগত প্রার্থীর পক্ষে অনৈতিক কাজে জড়িত করতে নির্বাচনী কর্মকর্তাকে প্রহার করেছেন। এ ব্যাপারে নির্বাচন কমিশন মামলা করায় আমি নির্বাচন কমিশনকে সাধুবাদ জানাই। সাক্ষাত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ নুরুন নবী, ইলিয়াস, মহিউদ্দিন মুরাদ, সাইফুল ইসলাম, আলমগীর হোসেন, নাজিম উদ্দিন ও ফয়সাল প্রমুখ।
×