ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দিনাজপুরে সরকারী এলপি গ্যাস কালোবাজারে

প্রকাশিত: ০৭:২১, ৫ জুন ২০১৬

দিনাজপুরে সরকারী এলপি গ্যাস কালোবাজারে

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ সাধারণ মানুষের চোখে ধুলো দিয়ে অনেকদিন ধরে শহরের বিভিন্ন স্থানে গড়ে ওঠা অবৈধ গ্যাস বিক্রির দোকানগুলোতে বেআইনীভাবে সরকারী গ্যাস বিক্রি হচ্ছে। সরকারী ডিলাররা বিক্রয়ের শর্তাবলী লঙ্ঘন করে শহরের বিভিন্ন স্থানে গড়ে উঠা এসব অবৈধ গ্যাস বিক্রেতার কাছে বেশি মূল্যে বিক্রি করছে। আর যেসব সরকারী ডিলার বেসরকারী গ্যাসের ডিলারের কাছে বিক্রি করছে তারা রাতারাতি সরকারী সিলিন্ডার থেকে গ্যাস বের করে বেসরকারী সিলিন্ডারে ভরে চড়ামূল্যে বিক্রি করছে। সাধারণ মানুষ সরকারী গ্যাস কিনতে গেলে স্থানীয় ডিলাররা গ্যাস নেই বলে ফিরিয়ে দেয়, এমন অভিযোগও পাওয়া গেছে। সরকারী এলপিজি ডিলারদের এ রকম অনিয়মের পেছনে জেলা প্রশাসনের গ্যাস মনিটরিং প্রতিনিধির জড়িত থাকার কথাও উঠেছে। জেলা শহরের বিভিন্ন এলাকায় সরকারী এলপিজি গ্যাসের মোট ১৩টি ডিলার রয়েছে। এসব ডিলার সরকারী গ্যাস অনেকদিন থেকে কালোবাজারে বিক্রি করে আসছে। বেসরকারী কোম্পানিগুলোর গ্যাসের মূল্য বেশি হওয়ার কারণে সরকারী গ্যাসের চাহিদা অনেক বেশি। বেসরকারী গ্যাসের মূল্যের চেয়ে সরকারী গ্যাসের মূল্য কম হওয়ায় শহরের অবৈধ গ্যাস বিক্রেতারা সরকারী গ্যাসকেই বেসরকারী বলে চড়াদামে বিক্রি করছে। শহরের আনাচে-কানাচে গড়ে ওঠা মুুদি দোকান, জেনারেল স্টোর, বেকারিসহ যেসব দোকানির কোন ধরনের গ্যাস বিক্রির বৈধতা বা পরিবেশ অধিদফতরের অনুমোদন, ফায়ার সার্ভিসের ছাড়পত্র, বিদ্যুত বিভাগের অনুমতি নেই, তাদের কাছেই সরকারী ডিলাররা চড়ামূল্যে এসব গ্যাস বিক্রি করছে। রেজাউল হত্যা ॥ ইংরেজী বিভাগের কর্মসূচী রাবি সংবাদদাতা ॥ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজী বিভাগের অধ্যাপক এএফএম রেজাউল করিম সিদ্দিকীকে নৃশংসভাবে হত্যার দিনটি ছিল শনিবার। তাই প্রতি সপ্তাহের এই দিনে অধ্যাপক হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে কর্মসূচী পালনের ঘোষণা দিয়েছেন ইংরেজী বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। হত্যার বিচার দাবিতে শনিবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ্ কলা ভবনের সামনে নির্মিত মুকুল মঞ্চে আয়োজিত সমাবেশ থেকে এ ঘোষণা দেয়া হয়। সমাবেশে ইংরেজী বিভাগের সভাপতি এএফএম মাসউদ আখতার বলেন, মামলার কিছুটা অগ্রগতি হয়েছে বলে আমরা মনে করছি। অধ্যাপক রেজাউলকে শনিবার হত্যা করা হয়েছিল। তাই আমাদের আন্দোলন প্রতি শনিবার পালন করব। এছাড়া ৬ জুন শিক্ষক সমিতির মানববন্ধনেও অংশগ্রহণ করব। এর আগে বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ্ কলা ভবনের সামনে থেকে শোক মিছিল বের করেন ইংরেজী বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে মুকুল মঞ্চে গিয়ে সমাবেশে মিলিত হয়। গ্রীষ্মকালীন ছুটির পর এটাই ইংরেজী বিভাগের প্রথম কর্মসূচী। এর আগে মন্ত্রীদের আশ্বাস এবং বিশ্ববিদ্যালয়ের অফিস বন্ধ হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে ১৭ মে চলমান আন্দোলন স্থগিত ঘোষণা করেছিল রাবি শিক্ষক সমিতি ও ইংরেজী বিভাগ। ইংরেজী বিভাগের শিক্ষক এবং রাবি শিক্ষক সমিতির সভাপতি ড. মোঃ শহীদুল্লাহ্ বলেন, একই দাবিতে সোমবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করবে রাবি শিক্ষক সমিতি। ৩০ বস্তা ভারতীয় জিরাসহ আটক দুই নিজস্ব সংবাদদাতা, জামালপুর, ৪ জুন ॥ বকশীগঞ্জে চোরাইপথে আসা প্রায় ছয় লাখ টাকা মূল্যের এক হাজার ৮০৯ কেজি ভারতীয় জিরা উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন-২। এ সময় জিরা বহনকারী কাভার্ডভ্যানসহ তাহের আলী ও হোসেন আলী নামে দু’জনকে আটক করা হয়। শুক্রবার রাতে বকশীগঞ্জ পৌর শহরের নয়াপাড়া মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। জানা গেছে, শুক্রবার রাতে কুড়িগ্রাম জেলার রৌমারী থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে ৩০ বস্তা ভারতীয় জিরা উদ্ধার ও তাহের আলী ও হোসেন আলী নামে দু’জনকে আটক করা হয়। উদ্ধারকৃত জিরার আনুমানিক মূল্য প্রায় ছয় লাখ টাকা। পরে উদ্ধারকৃত জিরাসহ আটককৃতদের বকশীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। আটককৃত হোসেন আলী (৩০) উপজেলার নিলাক্ষীয়া ইউনিয়নের জানকিপুর গ্রামের চান্দু মিয়া ও তাহের আলী (২৫) কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলার বালিয়ামারি গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। ওসমানী বিমানবন্দরে গুলিসহ প্রবাসী আটক স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ যুক্তরাজ্য থেকে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আসা এক প্রবাসীকে শনিবার সকাল ১০টায় ১৫০ রাউন্ড শটগানের গুলিসহ আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। আটককৃত আবদুস সবুর বিয়ানীবাজার উপজেলার মাথিউরা গ্রামের আবদুস শহীদের ছেলে। ওসমানী বিমানবন্দর সূত্র জানায়, যুক্তরাজ্য থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের ০০২ ফ্লাইটটি সকাল সাড়ে ৯টায় এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ১০টার দিকে ওই প্রবাসীর লাগেজ স্ক্যানিং করার সময় শটগানের গুলির অস্তিত্ব ধরা পড়ে। তল্লাশি করে ১৫০ রাউন্ড গুলি পাওয়া যায়। তবে গুলির সপক্ষে কোন প্রমাণ দেখাতে পারেননি আবদুস সবুর। ফলে তাকে আটক করে কাস্টমস কর্তৃপক্ষ। অস্ত্র বিক্রেতা আটক স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ নগরীতে অভিযান চালিয়ে বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ দুই অস্ত্র বিক্রেতাকে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার রাতে নগরীর মতিহার থানার বিনোদপুর এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব তাদের আটক করে। এরা হলো- নগরীর তেরখাদিয়া উত্তরপাড়া এলাকার দুলালের ছেলে রাকিব ও গৌরহাঙ্গা রেলগেট এলাকার সারওয়ার জাহান পলাশের ছেলে সালিম সাদমান পিয়াল। শ্বশুরকে জুতাপেটা স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ পরকীয়ায় বাঁধা দেয়ায় শ্বশুরকে জুতাপেটা করেছে পুত্রবধূ। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে আগৈলঝাড়া উপজেলার বড় বাশাইল গ্রামে। জানা গেছে, ওই গ্রামের রবিউল বেপারীর স্ত্রী এক সন্তানের জননী পারুল বেগমের স্বামী ঢাকায় থাকার সুযোগে পাশের বাড়ির নিজাম বেপারীর সাথে পরকীয়ায় আসক্ত হয়ে পড়ে। এ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে শনিবার সকালে পুত্রবধূকে নিজামের সাথে কথা বলতে নিষেধ করেন শ্বশুর ছত্তার বেপারী। এতে ক্ষিপ্ত হয়ে শ্বশুরকে জুতাপেটা করে পুত্রবধূ পারুল বেগম। বাউফলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, বাউফল, ৪ জুন ॥ নুরাইনপুর ও যৌতা গ্রামে গ্রামে পানিতে ডুবে মায়শা (২) ও সুমাইয়া (৪) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকালে মায়শা খেলতে গিয়ে বাড়ির পেছনের পুকুরে পড়ে যায় । মায়শার বাবার নাম ফুয়াদ হাওলাদার। অপরদিকে শুক্রবার সন্ধ্যায় সুমাইয়া আক্তার নামে অপর এক শিশু বাড়ির পুকুর ঘাটে হাত-মুখ ধোয়ার সময় পানিতে পরে গিয়ে মারা যায়। তার বাবার নাম আমির হোসেন চৌকিদার। খাল খনন উদ্বোধন স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ কৃষকের ভাগ্য উন্নয়নের লক্ষে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের অর্থায়নে গৌরনদী উপজেলার মাহিলাড়ার এক কিলোমিটারের মরা খাল পুনর্খনন কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে মাহিলাড়া বাজারের পশ্চিম পাশ দিয়ে বয়ে যাওয়া মাহিলাড়া-জয়শুরকাঠী মরা খাল পুনর্খনন কাজের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু। এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মামুন মোল্লা, মাহিলাড়া বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি রেজাউল করিম হারুন বয়াতী, উপজেলা যুবলীগ নেতা লালমিয়া সরদার, শহিদুল ইসলাম সরদার, ইউপি সদস্য বাবুল রায়, হাসান আল মামুন প্রমুখ। ভারতীয় কাপড় জব্দ নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ৪ জুন ॥ শালিখা উপজেলা সদর আড়পাড়া নামকস্থান থেকে শনিবার ভোরে ৮৩৭৫ মিটার ভারতীয় থান কাপড় জব্দ করেছে চুয়াডাঙ্গার ৬ বিজিবি বর্ডার গার্ড, বাংলাদেশ। ঢাকাগামী একটি পরিবহনে তল্লাশি চালিয়ে এসব ভারতীয় কাপড় জব্দ করা হয়। জব্দকৃত ৮৩৭৫ মিটার কাপড়ের মূল্য ৩৬ লাখ ৮৭ হাজার ৫শ’ টাকা । বিএনসিসির ক্যাডেট প্রশিক্ষণ সমাপ্ত নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ৪ জুন ॥ ঠাকুরগাঁও সরকারী কলেজে ১০ দিনব্যাপী বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসির ৪ মহাস্থান ব্যাটালিয়ন ক্যাডেটদের প্রশিক্ষণ অনুশীলনের সমাপনী কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শনিবার কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। সকালে কলেজ চত্বরে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রিজের সিনিয়র সহসভাপতি মুরাদ হোসেন। এছাড়া অনুষ্ঠানে ৪ মহাস্থান ব্যাটালিয়নের এ্যাডজুট্যান্ট মেজর মোঃ হারুন অর রশীদ, ঠাকুরগাঁও সরকারী কলেজের উপাধ্যক্ষ লে. আবু বকর সিদ্দিক সরকার (বিটিএফও), কলেজের পিইউও এ বি এম সামছ উদ্দিন, অন্যান্য শিক্ষক, কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিগণ উপস্থিত ছিলেন। পঞ্চগড়ে সঞ্চয় সভা স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ সঞ্চয় সপ্তাহ উদ্বোধন উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা সঞ্চয় অফিসের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা শহরের কদমতলার জেলা সঞ্চয় ব্যুরো থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহমুদুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সঞ্চয় ব্যুরোর অফিসার হুমায়ুন কবীর।
×