ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নওগাঁয় জোড়াতালি দিয়ে চলছে স্কুল

প্রকাশিত: ০৭:২০, ৫ জুন ২০১৬

নওগাঁয় জোড়াতালি দিয়ে চলছে স্কুল

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৪ জুন ॥ রানীনগর উপজেলার ৪৩ নং মাধাইমুড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জোড়াতালি দেয়া পরিত্যক্ত কক্ষে চলছে শিশুদের পাঠদান । বর্তমানে ওই বিদ্যালয়ের দুটি ভবনের বেহাল অবস্থা। বিদ্যুত ছাড়াই টিনের ছাউনির নিচে গ্রীষ্মের প্রচ- দাবদাহের মধ্যে শিক্ষার্থীদের পাঠগ্রহণ করতে হচ্ছে। পরিত্যক্ত ভবনটি যে কোন সময় ভেঙ্গে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছেন শিক্ষক, ছাত্রছাত্রী, অভিভাবকরা। এছাড়া পরিত্যক্ত মাটির ভবনের পশ্চিম দিকের দেয়াল ভেঙ্গে পড়ায় ভবনের দরজা-জানালা, ছাউনির টিন, শিক্ষার্থীদের বেঞ্চসহ অন্যান্য সামগ্রী দিন দিন হারিয়ে যাচ্ছে। সংশ্লিষ্ট বিভাগকে বার বার অবগত করেও কোন কাজ হয়নি বলে জানান শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি। বর্তমানে ওই বিদ্যালয়ে দেড়শ’ শিক্ষার্থী আছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাহার আলী জানান, বর্তমানে আমাদের এই বিদ্যাপীঠ নানা সমস্যায় জর্জরিত। কক্ষ সঙ্কটের কারণে বাধ্য হয়ে পরিত্যক্ত মাটির ভবনের কক্ষ সংস্কার করে পাঠদান হচ্ছে। শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে পরিত্যক্ত কক্ষে পাঠগ্রহণ করতে বাধ্য হচ্ছে। এক বোঁটায় ৪০ লাউ নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ৪ জুন ॥ প্রকৃতির অদ্ভুত খেয়ালে পৌর এলাকার পারনান্দয়ালী গ্রামে একটি বোঁটায় ৪০টি লাউ ধরেছে। তা দেখতে মানুষের ভিড় লেগেছে। জানা গেছে, পারনান্দয়ালী গ্রামের উৎপল মিস্ত্রীর বাড়িতে লাউগাছের একটি বোঁটায় ৪০টি লাউ ধরেছে। লাউগুলো আকারে বেশ বড়। প্রথমে একটি লাউ ধরে এবং পরে আস্তে আস্তে ৪০টি লাউ ধরেছে। এ খবর চারদিকে প্রচারিত হলে বহু মানুষ লাউ দেখতে ভিড় করছেন। সেলাই মেশিন ও জাল বিতরণ নিজস্ব সংবাদদাতা, কচুয়া, চাঁদপুর, ৪ জুন ॥ মৎস্যজীবীদের বিকল্প আয়বর্ধনমূলক কর্মসূচীর অংশ হিসেবে কচুয়ায় সেলাই মেশিন ও জাল বিতরণ করা হয়েছে। শনিবার বৃহত্তর কুমিল্লা জেলা মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায় নিবন্ধিত ২২০ মৎস্যজীবীর মাঝে উপজেলা পরিষদ মিলনায়তনে ১২০ সেলাই মেশিন ও ১০টি বেড় জাল বিতরণ করেন প্রধান অতিথি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।
×