ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রবীন্দ্র-নজরুল চর্চা করতে উদ্যোগ নেবে চসিক ॥ মেয়র

প্রকাশিত: ০৭:১৯, ৫ জুন ২০১৬

রবীন্দ্র-নজরুল চর্চা করতে উদ্যোগ নেবে চসিক ॥ মেয়র

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্বপ্নের বাংলাদেশের স্থপতি হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাই বাঙালী জাতিসত্তার অবিচ্ছিন্ন অংশ রবীন্দ্র-নজরুল ও শেখ মুজিব। মেয়র বলেন, চট্টগ্রামে রবীন্দ্র-নজরুল চর্চার যে ক্ষেত্র রয়েছে তা আরও উর্বর করতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে। এ বিষয়ে তিনি সংস্কৃতিসেবীদের প্রয়োজনীয় পরামর্শ প্রত্যাশা করেন। শনিবার বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলার উদ্যোগে কর্পোরেশনের কেবি আবদুস সাত্তার মিলনায়তনে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উৎসবের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র আ জ ম নাছির এ কথা বলেন। তিনি বলেন, বরীন্দ্রনাথ ও কাজী নজরুল ইসলাম বাঙালীকে এগিয়ে যাওয়ার শক্তি যুগিয়েছেন। বাঙালীর হাজার বছরের ইতিহাসে মুক্তিযুদ্ধ একটি অনিবার্য ঐতিহাসিক ঘটনা। এ সত্যের পূর্ভাবাস পাওয়া যায় রবীন্দ্র-নজরুলের সৃষ্ট কর্মে। তাই মুক্তিযুদ্ধের বারুদগন্ধী দিনগুলোতে এ দু’জন মহামানবের বক্তব্যগুলো ধারণ করেছে প্রতিটি বাঙালী। পাকিস্তানী ঔপনিবেশিক আমলে এ দেশের বাঙালী, ভাষা ও সংস্কৃতির ওপর হামলার প্রেক্ষিত বর্ণনা করে মেয়র বলেন, বাঙালীকে শৃঙ্খলিত করার জন্যই এ দেশে রবীন্দ্র চর্চা নিষিদ্ধ ছিল এবং সাম্য ও দ্রোহের কবি নজরুলকে ইসলামীকরণের অপচেষ্টা করা হয়েছে। অনুষ্ঠানের মুখ্য আলোচক প্রফেসর রীতা দত্ত বলেন, হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্যবোধ ও চেতনা থেকেই বাঙালী জাতীয়তাবাদের উন্মেষ ঘটে। রবীন্দ্র-নজরুলের মানবিক ও অসাম্প্রদায়িক চিন্তাধারাই বাঙালী জাতীয়তাবাদের আদর্শিক ও দার্শনিক ভিত্তি। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলা রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন উপপরিষদের আহ্বায়ক কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লবের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেনÑ ড. মাহমুদ হাসান, মোরশেদ আলম, জহুর আলম জসিম, শৈবাল দাশ সুমন, আবিদা আজাদ, সুমন দেবনাথ, রবিউল ইসলাম চৌধুরী, মোঃ আমির উদ্দিন, আবু সুফিয়ান, বোরহান উদ্দিন গিফারি, হেদায়েত হোসেন সোহেল, কামরুজ্জামান কমল, মোঃ সালাউদ্দিন প্রমুখ।
×