ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

খুলনায় ৮ দফা দাবি

বেসরকারী পাটকল শ্রমিকদের প্রতীকী অনশন

প্রকাশিত: ০৭:১৮, ৫ জুন ২০১৬

বেসরকারী পাটকল শ্রমিকদের প্রতীকী অনশন

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনার বেসরকারী পাটকল সোনলী, আফিল, মহসেন ও এ্যাজাক্স জুটমিলকে জাতীয়করণ এবং বন্ধকৃত মহসেন জুটমিল শ্রমিকদের পুনর্বহাল ও এ্যাজাক্স জুটমিলের পিএফ এবং সকল বকেয়া দ্রুত পরিশোধসহ ৮ দফা দাবিতে বেসরকারী পাটকলের শ্রমিকরা শনিবার ফুলবাড়ি গেটের জনতা মার্কেট চত্বরে তিন ঘণ্টা প্রতীকী গণঅনশন কর্মসূচী পালন করেছেন। পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক-কর্মচারী ফেডারেশনের পূর্বঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ কর্মসূচী পালন করা হয়। কর্মসূচী চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি আলহাজ শেখ আনছার আলী। বক্তব্য রাখেন- ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর আললম সবুজ, বিভাগীয় সভাপতি আমজাদ হোসেন, খানজাহান আলী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আনিসুর রহমান, এফএম জাহিদ হাসান জাকির, হুমায়ুন কবির, গোলাম রসুল খান, আঃ রহমান মোড়ল, আঃ সালাম গাজী, আঃ রহমান, কাবিল হোসেন, নিজাম উদ্দিন, মাহাতাব উদ্দিন, শহিদুল ইসলাম, ফারুখ চোকদার, ওবায়দুর রহমান, লিয়াকত মুন্সী, গোলাম সরোয়ার, নরু ফকির, নুরুজ্জামান ব্যাপারী, সামাদ মিয়া, ফারুখ হোসেন, সেকেন্দার আলী, আঃ লতিফ, হাবিবুর রহমান, আঃ জলিল প্রমুখ।
×