ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিএসএমএমইউতে বৈজ্ঞানিক কর্মশালা ও লাইভ সার্জিক্যাল ডেমনেস্ট্রেশন

প্রকাশিত: ০৭:১৫, ৫ জুন ২০১৬

বিএসএমএমইউতে বৈজ্ঞানিক কর্মশালা ও লাইভ সার্জিক্যাল ডেমনেস্ট্রেশন

পঙ্গু, বিকলাঙ্গ, কর্মহীন হাতগুলোকে কর্মক্ষম করে তুলতে বিএসএমএমইউতে শনিবার মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকের ৭ম তলায় ক্লাসরুমে ব্রাকিয়াল প্লেক্সাস (হাতের নার্ভের সমস্যাজনিত) ইনজুরি বিষয়ক ৩ দিনব্যাপী বৈজ্ঞানিক কর্মশালা ও লাইভ সার্জিক্যাল ডেমনেস্ট্রেশন উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান অনুষ্ঠান উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন এ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডাঃ মোঃ শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডাঃ মোঃ শারফুদ্দিন আহমেদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডাঃ এ এস এম জাকারিয়া স্বপন। -বিজ্ঞপ্তি এগিয়ে চলা নারী নারী এখন আর চার দেয়ালে বন্দী নয়। পাল্লা দিয়ে চলছে পুরুষের সঙ্গে। নিজের কাজ নিজে করার মধ্যে যে অন্তর্নিহিত সুখ, তা সবকিছুতে খুঁজে পায় নারী। সায়লা আক্তার সাধারণত নিজের গাড়ি নিজে চালিয়ে যাতায়াত করেন। ছবিটি রাজধানীর প্রেসক্লাব এলাকা থেকে তুলেছেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী। দড়ি খেলা প্রযুক্তির উত্তরোত্তর প্রসারের ফলে গ্রাম-গঞ্জের সাধারণ খেলাগুলো আজকাল চোখে পড়ে না। সাধারণ সেসব খেলার জায়গা বর্তমানে মোবাইল, কম্পিউটার দখল করে নিয়েছে। ছবির এই মেয়েটি স্কুলের দড়ি খেলায় অংশ নিয়েছে। আশপাশের লোকজন দড়ি খেলা উপভোগ করছে। রাজধানীর বাসাবো এলাকা থেকে ছবিটি তুলেছেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী।
×