ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রীকে অস্ট্রিয়া প্রবাসীদের শুভেচ্ছা

প্রকাশিত: ০৭:১৪, ৫ জুন ২০১৬

মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রীকে অস্ট্রিয়া প্রবাসীদের শুভেচ্ছা

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক সম্মেলন ‘টোয়ার্ডস চাইল্ডহুডস ফ্রি ফ্রম কর্পোরাল পানিশমেন্ট’ কনফারেন্সে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে যোগ দিতে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি তিনদিনের সরকারী সফরে এমিরেটস এয়ারলাইন্সে ৩১মে দুপুর ১২টা ৫৫ মিনিটে ভিয়েনা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন। বিমানবন্দরে তাকে ফুলের তোড়া দিয়ে স্বাগত ও শুভেচ্ছা জানান ভিয়েনায় বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মোঃ আবু জাফর, সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, অস্ট্রিয়া প্রবাসী মানবাধিকার কর্মী, লেখক, সাংবাদিক এম নজরুল ইসলাম, অস্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কবির, ফ্রান্স আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আতিকুজ্জামান, বাঙালী-অস্ট্রিয়ান হিন্দু কালচারাল এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রুহি দাশ সাহা, অস্ট্রিয়া আওয়ামী লীগ নেতা আবদুল জলিল, আকতার হোসেন, মজনু আজাদ, নয়ন হোসেন, শাইফুজ্জামান শেখ, মাহাবুব খান শামীম, মনিরুজ্জামান মানিক, বাংলাদেশ-অস্ট্রিয়া সমিতির সাংস্কৃতিক সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীও উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি বানিয়াচর হত্যাকা-ে জড়িতদেও ফাঁসি দাবি স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচর হত্যাকা-ের সঙ্গে জড়িতদের ফাঁসি দাবি করেছেন বাংলাদেশ খ্রীস্টান এ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ। তারা অভিযোগ করেন, বানিয়াচর ক্যাথলিক চার্চে বোমা হামলার ১৫ বছর অতিবাহিত হয়ে গেছে। কিন্তু এ মর্মান্তিক ঘটনার বিচার আজ পর্যন্ত হয়নি। এমনকি মামলার চার্জশীট পর্যন্ত দাখিল করা হয়নি। গোপালগঞ্জের মুকসুদপুর থানার বানিয়াচর ক্যাথলিক চার্চে সংঘটিত নৃশংস হত্যাকা-ের ১৫তম বার্ষিকী উপলক্ষে শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ খ্রীস্টান এ্যাসোসিয়েশন আয়োজিত স্মরণসভা ও আলোর মিছিল অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। এক মিনিট নীরবতা ও ফাদার তুষার গোমেজের প্রার্থনার মধ্য দিয়ে স্মরণসভাটি শুরু হয়। বাংলাদেশ খ্রীস্টান এ্যাসোসিয়েশনের উপদেষ্টা হিউবার্ট গোমেজের সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য রাখেনÑ রাজনীতিবিদ পংকজ ভট্টাচার্য, ঊষাতন তালুকদার এমপি, নাজমুল হক প্রধান এমপি, খ্রীস্টান এ্যাসোসিয়েশনের মহাসচিব নির্মল রোজারিও, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক মেজবাহ কামাল, কমিউনিস্ট পার্টির নেতা রুহিন হোসেন প্রিন্স, কাওরানবাজার আম্বরশাহ জামে মসজিদের খতিব মাওলানা মাজহারুল ইসলাম, খ্রীস্টান এ্যাসোসিয়েশনের অর্থ সম্পাদক জেমস সুব্র হাজরা, সাংগঠনিক সম্পাদক উইলিয়াম প্রলয় সমদ্দার বাপ্পি, ঢাকা ক্রেডিটের সেক্রেটারি হেমন্ত আই কোড়াইয়া, এমদাদ হোসেন মালেক, এ্যাসোসিয়েশনের মুকসুদপুর থানা শাখার সাধারণ সম্পাদক দানিয়েল সিকদার, নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক পাস্টর সৌরভ দেউরী প্রমুখ।
×