ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বাজেট বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ ॥ নসরুল হামিদ

প্রকাশিত: ০৭:১৩, ৫ জুন ২০১৬

বাজেট বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ ॥ নসরুল হামিদ

স্টাফ রিপোর্টার ॥ বাজেট বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ মনে করেন বিদ্যুত জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, বিদ্যুত জ্বালানিতে যা বরাদ্দ আছে তা যথেষ্ট। এছাড়া আরও বিদেশী ঋণ পাওয়া যাবে। অর্থের কোন সমস্যা নেই। এখন সামনে এই কাজ বাস্তবায়ন করা বড় চ্যালেঞ্জ। শনিবার রাজধানীর রেডিসন ব্লু হোটেলে অনুষ্ঠিত এক চুক্তি সই অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ঢাকা বিদ্যুত সরবরাহ কোম্পানি (ডেসকো) উত্তরা, আফতাবনগর, পূর্বাচল, বসুন্ধরা ও গুলশান-বনানী এলাকায় ১৩২/৩৩/১২ কেভি পাঁচটি উপকেন্দ্র এবং মাটির নিচে ১২৮ কিলোমিটার ১৩২ কেভি সোর্স লাইন স্থাপন করবে। এই উপকেন্দ্র স্থাপন করতে ৯৪৬ কোটি ১৩ লাখ টাকা প্রয়োজন হবে। এর মধ্যে এডিবি ঋণ দেবে ৫৪৩ কোটি ৫৩ লাখ টাকা, সরকার থেকে পাওয়া যাবে ১৬০ কোটি ৪৭ লাখ টাকা এবং ডেসকো নিজস্ব বিনিয়োগ করবে ২৪২ কোটি ১২ লাখ টাকা। উপকেন্দ্রগুলো স্থাপন করবে কোরিয়ান কোম্পানি হাইওসাং কর্পোরেশন। ডেসকোর সাঙ্গে হাইওসাং কর্পোরেশনের এ বিষয়ে চুক্তি হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, এবারের বাজেটে বিদ্যুত-জ্বালানি খাতে ১৫ হাজার কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এর বাইরেও বিদেশী ঋণ আছে। সেখানে প্রায় তিন হাজার কোটি টাকা পাওয়া যাবে। অর্থাৎ প্রায় ১৮ হাজার কোটি টাকা এই বছর এ খাতে খরচ করতে হবে। ফলে কত অর্থ বরাদ্দ হলো তা মূল কথা নয়, সময়মতো প্রকল্পগুলো বাস্তবায়ন করারই এখন বড় চ্যালেঞ্জ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিদ্যুত জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তাজুল ইসলাম। বক্তব্য রাখেন ডেসকোর বোর্ড চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব মোঃ মাহবুব-উল-আলম, এনডিসি, ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোঃ শাহিদ সারওয়ার, এশীয় উন্নয়ন ব্য্যাংকের (এডিবি) আঞ্চলিক পরিচালক কাজুহিকো হিগুচি ও হাইওসাং এর জেনারেল ম্যানেজার ইয়ান তি বু। ডেসকোর সচিব প্রকৌশলী জুলফিকার তাহমিদ ও হাইওসাং-এর জেনারেল ম্যানেজার ইয়ান তি বু নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। অনুষ্ঠানে জাননো হয়, এই প্রকল্পের মাধ্যমে ডেসকো রাজধানীর পাঁচটি অঞ্চলে নিরবচ্ছিন্ন বিদ্যুত সরবরাহ করতে পারবে। তবে এই কাজ বাস্তবায়ন নির্ভর করবে দুই কোম্পানির সমন্বিত কাজের ওপর। হাইওসাং যাতে মানসম্মত যন্ত্রাংশ সরবরাহ করে সে বিষয়টিতে জোর দিতে হবে। পাশাপাশি ডেসকো যাতে নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্পটির কাজ শেষ করতে পারে সেদিকে নজর দেয়া জরুরী।
×