ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চলতি বছরেই পঞ্চম শ্রেণীতে সমাপনী পরীক্ষা বাতিল দাবি

প্রকাশিত: ০৭:১৩, ৫ জুন ২০১৬

চলতি বছরেই পঞ্চম শ্রেণীতে সমাপনী পরীক্ষা বাতিল দাবি

স্টাফ রিপোর্টার ॥ চলতি বছরই পঞ্চম শ্রেণীতে সমাপনী পরীক্ষা বাতিলের দাবিতে আন্দোলন শুরু করেছেন অভিভাবকরা। দাবি আদায়ে অভিভাবকরা শনিবার সকাল ৯টায় রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের সামনে মানববন্ধন ও সমাবেশ করেছেন। কর্মসূচীতে অভিভাবকরা বলেছেন, শিশুর মানসিক বিকাশে এবং হয়রানি থেকে বাঁচতে এ পরীক্ষা বাতিল করতে হবে। কোমলমতি শিক্ষার্থীরা কিছু বোঝার আগেই তাদের পরীক্ষার বোঝা চাপিয়ে দেয়া হয়। এ পরীক্ষা শারীরিক ও মানসিক চাপ ছাড়া আর কিছুই নয়। তারা আরও বলেন, যেহেতু সরকার ইতোমধ্যে পঞ্চম শ্রেণীতে সমাপনী পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে, সেহেতু এ সিদ্ধান্ত এ বছর থেকেই কার্যকর করতে হবে। আন্দোলনে নেতৃত্বদানকারী অভিভাবক দিলারা আক্তার বলেন, আমরা ইতোমধ্যে আমাদের দাবিগুলো সরকারের সংশ্লিষ্টদের জানিয়েছি। একমাসের মধ্যে এ বিষয়ে সরকারকে সিদ্ধান্তে আসতে হবে। অন্যথায় আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো। দাবি আদায়ের লক্ষ্যে আজ রবিবার সকাল সাড়ে ৭টায় অভিভাবকরা আবারও সমবেত হবেন বলে জানিয়েছেন। এর আগে এ পরীক্ষা বাতিলের দাবি করেছে অভিভাবক ঐক্য ফোরাম। অভিভাবকদের সংগঠন এ দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্ধন করেছে। এতে রাজধানীতে বিভিন্ন স্কুলে অধ্যয়নরত শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা অংশ নেন। মানববন্ধন থেকে এ বছরই পঞ্চম শ্রেণীতে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা বাতিল করার দাবি জানানো হয়। মানববন্ধন কর্মসূচীতে অভিভাবকরা বলেন, ২০০৯ সালে প্রবর্তিত প্রাথমিক সমাপনী পরীক্ষা বিগত ৭ বছরের মূল্যায়নে শিক্ষার্থীদের কাক্সিক্ষত সুফল বয়ে আনতে পারেনি। বরং এ পরীক্ষার যাঁতাকলে কোমলমতি শিশুরা বনসাই হয়ে বেড়ে উঠছে। পরীক্ষার নামে শিশুরা আতঙ্কগ্রস্ত। এ পরীক্ষা কেড়ে নিচ্ছে শিশুদের মূল্যবান সময় ও আনন্দময় শৈশব। এর আগে গত মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তফিজুর রহমান জানান, প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণীতে উন্নীত হওয়ায় পঞ্চম শ্রেণীতে সমাপনী পরীক্ষা না নেয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তবে চলতি বছর, নাকি আগামী বছর থেকে পঞ্চম শ্রেণীর পরীক্ষা তুলে দেয়া হবে সে বিষয়ে এখনও সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। মন্ত্রিসভার সিদ্ধান্তে প্রাথমিক সমাপনী পরীক্ষা চালু হওয়ায় তা বিলুপ্তের চূড়ান্ত সিদ্ধান্তও মন্ত্রিসভা থেকেই নেয়া হবে। তিনি বলেন, আমরা চাই প্রাথমিক সমাপনী একটি হবে, আর তা অষ্টম শ্রেণীতে। অষ্টম শ্রেণীর পরীক্ষা শেষে আমরা শিক্ষার্থীদের সনদ দেব। সবার বিবেচনায় এটা আসবে যে, প্রাথমিক সমাপনী পরীক্ষা একটাই থাকার কথা। আমরাও সেই বিবেচনা করব, প্রাথমিক সমাপনী একটাই হবে। প্রাথমিক সমাপনী পরীক্ষার (অষ্টম শ্রেণীর) নাম কী হবে, সেটা সরকারের বিবেচনার জন্য মন্ত্রণালয় মতামত পাঠাবে।
×