ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার

বিদ্যুতস্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু, আমের ব্যাগ থেকে ইয়াবা উদ্ধার

প্রকাশিত: ০৭:১২, ৫ জুন ২০১৬

বিদ্যুতস্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু, আমের ব্যাগ থেকে ইয়াবা উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে পৃথকস্থানে বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক স্কুল পড়ুয়া শিশুসহ দু’জন নিহত হয়েছে। এদিকে কমলাপুর রেলওয়ে স্টেশনে এবার যাত্রীর আমের ব্যাগের ভেতর থেকে ১৮ শ’ ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে। এছাড়া আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। শনিবার পুলিশ ও মেডিক্যাল সূত্রে এসব তথ্য জানা গেছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পুরান ঢাকার গেণ্ডারিয়া ও মিরপুরে বিদ্যুতষ্পৃষ্ট হয়ে এক স্কুল পড়ুয়া শিশুসহ দু’জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্র জানায়, শনিবার সকালে বিদ্যুত মিস্ত্রী নবীন খান (২৫) গেণ্ডারিয়া ডিআইটি প্লট এলাকায় রশিদ মেম্বারের বাড়িতে মোটরের কাজ করছিলেন। এ সময় তিনি বিদ্যুতষ্পৃষ্ট হন। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত নবীন খানের বাবার নাম রতন খান। তিনি কদমতলী থানার মুরাদপুর এলাকার থাকতেন। সেখানে মদিনা ইলেকট্রনিক্সের কর্মচারী ছিলেন। এদিকে শুক্রবার রাত ১টার দিকে ১২ বছরের শিশু মৃদুল মিরপুর-১২ নম্বর সেকশনের মল্লিকা হাউজিংয়ের বাসায় বিদ্যুতস্পৃষ্ট হয়। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মৃদুল মিরপুরের বিজিএম উচ্চ বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীতে পড়ত। বাবার নাম আবুল কালাম। নিহতের বাবা আবুল কালাম জানান, তিনি নিজেই ইলেকট্রিক মিস্ত্রী। তার বাসায় অনেক যন্ত্রপাতি রয়েছে। শুক্রবার রাত ১১টার দিকে ওই জিনিসপত্র নিয়ে তার ছেলে খেলা করছিল। এক পর্যায়ে সে বিদ্যুতায়িত হয়। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থা অবনতি হলে রাত দেড়টার দিকে ঢামেক হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বাচ্চু মিয়া জানান, মরদেহ দুটি মর্গে রাখা হয়েছে। আমের ভেতরে ইয়াবা ॥ রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে মোস্তফা কামাল আপন (৩৫) নামে এক যাত্রীর কাছে থাকা আমের ব্যাগ থেকে ১৮০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে পুলিশ। ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ জানান, শনিবার সকালে চট্টগ্রাম থেকে ওই যাত্রী কমলাপুর স্টেশনে আসেন। গোপন সংবাদের ভিত্তিতে ওই যাত্রীকে আটক করা হয়। এ সময় শরীরে কিছু না পেয়ে তার কাছে থাকা ব্যাগে তল্লাশি করা হয়। এ সময় ওই ব্যাগে রাখা আমের ভেতরে অভিনব কায়দায় আনা ১৮০০ পিস ইয়াবা পাওয়া যায়। ওসি জানান, এ ঘটনায় মাদক আইনে যাত্রী আপনের বিরুদ্ধে থানায় মামলা (নম্বর-৩) হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়। আদালত তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে। এছাড়া রাজধানীর বিভিন্ন স্থান থেকে ১৬ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। টানা ২৪ ঘণ্টায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩৫১ পিস ইয়াবা ট্যাবলেট, ৫১ বোতল ফেনসিডিল, ৫০০ গ্রাম গাঁজা, ২০৫ গ্রাম হেরোইন ও ৫১ পিস ইনজেকশন উদ্ধার করা হয়। শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া এ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোঃ মাসুদুর রহমান জানান, শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর লালবাগ, মতিঝিল, ওয়ারী, তেজগাঁও, মিরপুর, গুলশান, উত্তরার বিভিন্ন এলাকায় এ অভিযান চালায় বিভিন্ন থানার পুলিশ। পরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। চার ডাকাত গ্রেফতার ॥ ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা ও অপরাধতথ্য (পূর্ব) বিভাগ। গ্রেফতারকৃতরা হচ্ছে, মোঃ হিরা, মোঃ কাঞ্চন, আলী হোসেন ও রফিকুল ইসলাম। এ সময় তাদের কাছে থেকে ১টি বিদেশী পিস্তল, ১ রাউন্ড গুলি, ১টি ম্যাগজিন, ডিএমপি পুলিশের পোশাক, ৩ জোড়া হ্যান্ডকাফ, লাঠি ও ডাকাতির কাজে ব্যবহৃত ১টি মাইক্রোবাস জব্দ করা হয়। শনিবার সকালে ডিএমপি’র মিডিয়া এ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোঃ মাসুদুর রহমান জানান, শুক্রবার গভীররাতে রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের নামে মতিঝিল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। ডিএমপি’র গোয়েন্দা ও অপরাধতথ্য (পূর্ব) বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ মাহবুব আলমের নির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ আসাদুজ্জামানের সার্বিক তত্ত্বাবধায়নে মতিঝিল জোনাল টিমের অভিযানে নেতৃত্ব দেন সিনিয়র সহকারী পুলিশ কমিশনার জুয়েল রানা।
×