ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

স্ট্যান্ডার্ড ব্যাংকের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী

এজেন্ট ব্যাংকিং সেবার কার্যক্রম চালু

প্রকাশিত: ০৭:১০, ৫ জুন ২০১৬

এজেন্ট ব্যাংকিং সেবার কার্যক্রম চালু

অর্থনৈতিক রিপোর্টার ॥ এজেন্ট ব্যাংকিং সেবার আনুষ্ঠানিক কার্যক্রম চালু করেছে বেসরকারী খাতের অন্যতম স্ট্যান্ডার্ড ব্যাংক। ব্যাংকের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলনে এ সেবা চালু করা হয়েছে। শনিবার রাজধানীর রেডিসন হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমেদ, পরিচালকবৃন্দ কামাল মোস্তফা চৌধুরী, অশোক কুমার সাহা, এসএএম হোসাইন, মোহাম্মদ আব্দুল আজিজ, আলহাজ মোহাম্মদ শামসুল আলম, গুলজার আহমেদ, মোঃ জাহেদুল হক, আলহাজ মোহাম্মদ ইউসুফ চৌধুরী, এসএস নিজামুদ্দীন আহমেদ এবং নজমুল হক চৌধুরী এবং ব্যবস্থাপনা পরিচালক নাজমুস সালেহীন। এফবিসিআইর সাবেক সভাপতি কাজী আকরাম উদ্দিন আহ্মদ বলেন, ১৯৯৯ সালের ৩ জুন স্ট্যান্ডার্ড ব্যাংক যাত্রা শুরু করে। গত ১৭ বছরে ব্যাংকটি সবার আস্থা অর্জন করেছে নিরাপদ ব্যাংক হিসেবে। এ ব্যাংকে কোন অনিয়ম নেই এবং পরিচালকরা টাকা নিয়ে পালিয়ে যাননি। প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ব্যাংকের ‘এজেন্ট ব্যাংকিং’ সেবার আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করেন তিনি। ব্যাংকের এমডি বলেন, অনলাইন, মোবাইল ব্যাংকিং, এটিএম কার্ড, এজেন্ট ব্যাংকিংসহ প্রযুক্তিনির্ভর সব সেবা দিয়ে যাচ্ছে স্ট্যান্ডার্ড ব্যাংক। বর্তমানে ব্যাংকটির অনুমোদিত মূলধনের পরিমাণ ১৫ হাজার কোটি টাকা। আমানতের পরিমাণ ৯ হাজার কোটি টাকা। এ পর্যন্ত ব্যাংকটি ৩৮ কোটি সিএসআর খাতে ব্যয় করেছে। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মামুন-উর-রশিদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক কাজী এ এস এম আনিসুল কবির ও মোঃ মোতালেব হোসেন। উপকূল রক্ষা বাঁধ নির্মাণে বাজেটে অগ্রাধিকার প্রদানের দাবি অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের ২৪টি উপকূলীয় জেলার প্রায় ৪ কোটি মানুষের দাবির কোন প্রতিফলন না থাকায় অর্থমন্ত্রী এবং সরকারের সমালোচনা করেছেন ২৮টি কৃষক, শ্রমিক ও অধিকারভিত্তিক নাগরিক সংগঠন। এসব সংগঠন শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘জাতীয় বাজেট ২০১৬-১৭ ঃ উপকূলীয় জনগোষ্ঠীর জরুরী চাহিদা (বাঁধ সুরক্ষা) ও দাবিসমূহ উপেক্ষিত, শুধু প্রবৃদ্ধির অবকাঠামো নয়, উপকূলীয় জনগোষ্ঠীর সুরক্ষায় স্থায়িত্বশীল অবকাঠামো চাই’ শীর্ষক এক মানববন্ধন করে। মানববন্ধনে বক্তারা বলেন, বাজেটে জলবায়ু পরিবর্তনের ফলে দেশে নেতিবাচক যে প্রভাব পড়ছে তার বিষয়ে কোন উল্লেখ নেই। উল্লেখ নেই সম্প্রতি রোয়ানু ঘূর্ণিঝড় দেশের উপকূলীয় এলাকায় যে তা-ব চালিয়ে গেছে তার কথা। এই ঝড় উপকূলীয় এলাকায় ২৩টি মৃত্যুসহ ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। এসব এলাকার মানুষ, বিশেষ করে কুতুবদিয়া দ্বীপের অনেক মানুষ এখনও খোলা আকাশের নিচে বসবাস করছে যারা বিশুদ্ধ খাবার পানির সংকটেও ভুগছে। আয়োজকদের পক্ষ থেকে উপকূলীয় এলাকাকে রক্ষা করা জন্য কনক্রিট বাঁধের মতো স্থায়ী-টেকসই ব্যবস্থার দাবি করেন।
×