ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সময়ের আগেই লক্ষ্যমাত্রা পূরণ বগুড়া সঞ্চয় ব্যুরোর

প্রকাশিত: ০৭:০৭, ৫ জুন ২০১৬

সময়ের আগেই লক্ষ্যমাত্রা পূরণ বগুড়া সঞ্চয় ব্যুরোর

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ নির্ধারিত সময়ের কিছুটা আগেই সঞ্চয়ের লক্ষ্যমাত্রা পূরণ করে বগুড়া জেলা সঞ্চয় অফিস/ব্যুরো এবারের সঞ্চয় সপ্তাহ শুরু করল শনিবার। এ উপলক্ষে আয়োজন ছিল বর্ণাঢ্য র‌্যালি সঞ্চয় অভিযান, সেমিনার ও উদ্বুদ্ধকরণ কর্মসূচী। র‌্যালিতে অংশগ্রহণ করেন জেলা প্রশাসক মোঃ আশরাফ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ খোরশেদ আলম, জেলার এনডিসি, বাংলাদেশ ব্যাংক বগুড়ার প্রতিনিধি, তপশীল ব্যাংকসমূহের কর্মকর্তা ও সরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ। অনুষ্ঠানগুলোর আয়োজন ও তত্ত্বাবধান করেন বগুড়া সঞ্চয় অফিস/ব্যুরোর সহকারী পরিচালক হোসনে আরা বেগম। র‌্যালি শেষে সঞ্চয়বিষয়ক অনুষ্ঠানে জেলা প্রশাসক জাতির উন্নয়নে সকলকে সঞ্চয়ী মনোভাব গঠনের এবং সঞ্চয়ী হওয়ার আহ্বান জানান। সঞ্চয় জাতির সমৃদ্ধি আনে, সঞ্চয় করুন দেশ গড়ুন এমন সেøাগানের ওপর আলোকপাত করে সহকারী পরিচালক হোসনে আরা বেগম জানান- বগুড়া সঞ্চয় অফিস/ব্যুরোর এবারের লক্ষ্যমাত্রা ছিল ৯৩ কোটি টাকা যা মে মাসেই পূরণ হয়ে আরও অগ্রসর হচ্ছে। পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র, তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র, পেনশনার সঞ্চয়পত্র, পরিবার সঞ্চয়পত্রসহ সরকারের নির্দেশিত সঞ্চয়ভিত্তিক সকল কার্যক্রম সফলভাবে কার্যকর করা হচ্ছে। আলোচনায় বক্তাগণ বলেন, সুদিনে সঞ্চয় করলে দুর্দিনে ব্যক্তি অর্থনীতির চাকা সচল থাকে।
×