ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

টুইটারে ৩৬০-ডিগ্রী ভিডিও

প্রকাশিত: ০৫:৪০, ৫ জুন ২০১৬

টুইটারে ৩৬০-ডিগ্রী ভিডিও

৩৬০ ডিগ্রী ভিডিও দেখা যাবে ব্লগ সাইট টুইটারে। সম্প্রতি সাইটটিতে ৩৬০-ডিগ্রী ভিডিও যোগ করা হয়েছে। তবে টুইটারের আগে এই পরিষেবা যোগ করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউব। টুইটারে স্পোর্টস লীগ ‘ন্যাশনাল বাস্কেটবল এ্যাসোসিয়েশন’ বা এনবিএ’র ফাইনালের খেলা ৩৬০-ডিগ্রী ভিডিওতে দেখতে পারবেন ব্যবহারকারীরা। এ নিয়ে এনবিএ কর্তৃপক্ষের সঙ্গে জোট বেঁধেছে টুইটার কর্তৃপক্ষ। এনবিএ ছাড়া স্যামসাংয়ের সঙ্গেও চুক্তি করেছে টুইটার। স্যামসাংয়ের গিয়ার ৩৬০ দিয়ে ৩৬০-ডিগ্রী ভিডিও শূট করা হবে। ৩৬০-ডিগ্রী ক্যামেরায় শূট করা ভিডিও করার পরিষেবা যোগ হচ্ছে টুইটারে। এতে ভিডিও দেখার সময় ডিভাইস স্ক্রিনের চারদিকে ‘ড্রাগ’ ও ‘ক্লিক’ করতে পারবেন ব্যবহারকারীরা। এনবিএ’র অফিসিয়াল টুইটার এ্যাকাউন্ট থেকে ভিডিওগুলো সম্প্রচারিত হবে। সূত্র জানায়, ৩৬০ ড্রোন থেকে ঝুলিয়ে দিয়ে বা টেবিল কিংবা ট্রাইপডে বসিয়ে ৩৬০-ডিগ্রী ভিডিও ক্যাপচার করা হবে। ডুয়াল লেন্সের ক্যামেরায় অডিও ক্যাপচার করার জন্য এক জোড়া মাইক্রোফোনও থাকবে। ১২৮ জিবি পর্যন্ত মেমোরি বাড়ানোর জন্য থাকবে মাইক্রোএসডি সøট। এছাড়াও থাকবে রিমুভ্যাবল ব্যাটারি, যা ১৪০ মিনিট পর্যন্ত ব্যাকআপ সুবিধা দেবে। Ñওয়েবসাইট
×