ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হাটহাজারীতে অচিন বাবার দরবার স্থাপনের বিরুদ্ধে ফুঁসে উঠেছে এলাকাবাসী

প্রকাশিত: ০৫:৪০, ৫ জুন ২০১৬

হাটহাজারীতে অচিন বাবার দরবার স্থাপনের বিরুদ্ধে ফুঁসে উঠেছে এলাকাবাসী

নিজস্ব সংবাদদাতা, ফটিকছড়ি, চট্টগ্রাম, ৪ জুন ॥ হাটহাজারী উপজেলার দক্ষিণ পাহাড়তলী ফতেয়াবাদ ব্রাহ্মণপাড়ায় বিশ্বজিৎ বড়ুয়া ওরফে অচিন বাবার দরবার স্থাপনের বিরুদ্ধে ফুঁসে উঠেছে এলাকার জনগণ। এই দরবার উচ্ছেদের দাবিতে স্থানীয় জনগণ শুক্রবার বিকেলে হাটহাজারীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। জানা গেছে, বিশ্বজিৎ বড়ুয়া এ বছর ২৩ এপ্রিল নিউইয়র্কে মৃত্যুবরণ করেন। ১২ মে তার লাশ ঢাকায় আনা হয়। ১৩ মে সকালে অচিন বাবার কফিন চট্টগ্রাম মহানগরীর এনায়েত বাজার বৌদ্ধ মন্দিরে এনে ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন করা হয়। এরপর অচিন বাবার মরদেহ হাটহাজারীর দক্ষিণ পাহাড়তলীর ব্রাহ্মণপাড়ায় নিয়ে গিয়ে জানাজার পর দাফন করা হয়। এক সপ্তাহের ব্যবধানে দাফন করার স্থানটির চারদিকে সীমানা দেয়াল নির্মাণ এবং মাঝখানে টিনের ঘর দিয়ে মাজার তৈরি করা হয়। এ ঘটনায় মুসলিম, হিন্দু, বৌদ্ধ এ তিন সম্প্রদায়ের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। বৌদ্ধ ধর্মাবলম্বী ব্যক্তিকে জানাজা পড়ে দাফন করার কারণে বৌদ্ধ ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে সৃষ্টি হয় ক্ষোভ। এছাড়া অচিন বাবার দরবার স্থাপন করায় হিন্দু সম্প্রদায়ের লোকজনের মধ্যেও দেখা দিয়েছে উত্তেজনা। শুক্রবার বিকেল অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে অচিন বাবার আস্তানা উচ্ছেদের দাবি জানিয়ে বক্তারা বলেন, হাটহাজারীতে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির অশুভ লক্ষ্যে বিশ্বজিৎ বড়ুয়া ওরফে অচিন বাবার মাজার স্থাপন করা হয়েছে। বক্তারা আরও বলেন, ইসলাম ধর্ম নিয়ে কেউ তামাশা এবং ষড়যন্ত্র করলে কারো রেহাই নেই। এদিকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের সাবেক কমিশনার জাফর আলম চৌধুরীর নেতৃত্বে শতাধিক এলাকাবাসী শুক্রবার বিকেলে ব্রাহ্মণপাড়ায় গিয়ে মাজার ঘেরাও করে রাখে এবং দরবারের সব প্যান্ডেল গুঁড়িয়ে দেয়।
×