ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাউফলের বগা লোহালিয়ায় হবে নবম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু

প্রকাশিত: ০৫:৩৯, ৫ জুন ২০১৬

বাউফলের বগা লোহালিয়ায় হবে নবম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ৪ জুন ॥ বাউফলের বগা লোহালিয়া নদীতে নবম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মিত হবে। পাঁচ শ’ কোটি টাকা ব্যয়ে প্রায় এক কিলোমিটার (৯৮০ মিটার) দীর্ঘ দুই লেনের এ সেতুটি নির্মিত হলে দক্ষিণাঞ্চলের ২০ লাখ মানুষের দীর্ঘদিনের একটি স্বপ্ন পূরণ হবে। পটুয়াখালী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ জহিরুল ইসলাম জানান, চীনের অর্থায়নে দেশে কয়েকটি সেতু নির্মাণের জন্য প্ল্যানিং কমিশন থেকে একটি প্রস্তাব প্রেরণ করা হয়। পরে গত ২৪ মে চীনের একটি এক্সপার্ট টিম বাউফলের বগা নদীতে সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাই করে যায়। বৃহস্পতিবার ওই এক্সপার্ট টিম বগা নদীতে সেতু নির্মাণ দক্ষিণাঞ্চলের মানুষের জন্য খুবই জরুরী উল্লেখ করে ১ নম্বর অগ্রাধিকার দিয়ে প্রতিবেদন জমা দেয়। এ সেতুটি হবে দুই লেন বিশিষ্ট। দৈর্ঘ্য হবে এক কিলোমিটার (৯৮০ মিটার) এবং প্রস্থ হবে প্রায় সাড়ে ১০ মিটার। এজন্য সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৫০০ কোটি টাকা। নির্বাহী প্রকৌশলী আরও জানান, চীনের অর্থায়নে সেতুটি নির্মাণ হলে এটি হবে দেশের নবম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু। এ বিষয়ে জাতীয় সংসদের চীফ হুইপ আ স ম ফিরোজ জানান, বগার লোহালিয়া নদীর ওপর সেতু নির্মাণের জন্য বাউফলসহ পটুয়াখালীর প্রায় ২০ লাখ মানুষ দীর্ঘ বিশ বছর যাবত দাবি জানিয়ে আসছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের এ দাবির প্রতি সম্মান জানিয়ে চীন সরকারের কাছে সেতু নির্মাণের জন্য অনুরোধ করেন। ইতোমধ্যেই লেবুখালী সেতু নির্মাণ কাজ শুরুর প্রক্রিয়া শেষ হয়ে গেছে। অল্প কয়েক দিনের মধ্যেই নির্মাণ কাজ শুরু হবে। বগা নদীতে সেতু নির্মাণের জন্য প্রধানমন্ত্রীর প্রচেষ্টায় সফল হয়েছে। এজন্য আমরা বাউফলসহ পটুয়াখালীর মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই সেতুটি নির্মাণের ফলে ভোলা ও চট্টগ্রামের সঙ্গে পায়রা বন্দর-বরিশাল-ঝালকাঠি-খুলনা ও মংলার সঙ্গে বৃহত্তর সড়ক সংযোগ ঘটবে। মালামাল পরিবহনে সময় কম লাগবে। ভোলায় প্রাপ্ত গ্যাস বাউফলসহ দেশের দক্ষিণাঞ্চলে সরবরাহ করা সম্ভব হবে এবং দক্ষিণাঞ্চলে শিল্পায়ন হবে। নতুন নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে। বাউফল থেকে বাকেরগঞ্জ হয়ে বরিশাল ও ঢাকায় দ্রুত যোগাযোগের জন্য বাকেরগঞ্জ নদীতেও একটি ব্রিজ নির্মাণের প্রস্তাব করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতায় আগামী নির্বাচনের আগে বাউফলে আরও উন্নয়নমূলক কাজ করে আধুনিক বাউফল গড়ে তোলা হবে।
×