ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মার্কিন রিপোর্ট বাংলাদেশে সন্ত্রাসী হামলা বেড়েছে

প্রকাশিত: ০৮:৫৩, ৪ জুন ২০১৬

মার্কিন রিপোর্ট বাংলাদেশে সন্ত্রাসী হামলা বেড়েছে

বিডিনিউজ ॥ ২০১৫ সালে বিশ্বজুড়ে সন্ত্রাসী হামলা কমলেও বাংলাদেশে সন্ত্রাসী হামলা এবং নিহতের সংখ্যা বেড়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়, ২০১৪ সালের তুলনায় ২০১৫ সালে সন্ত্রাসী হামলার ঘটনা ১৩ শতাংশ কমেছে। বিশেষ করে ইরাক, পাকিস্তান ও নাইজিরিয়ায় গত বছর সন্ত্রাসী হামলা তুলনামূলক কম হয়েছে। তবে বাংলাদেশ, আফগানিস্তান মিসর, ফিলিপিন্স, সিরিয়া ও তুরস্কে সন্ত্রাসী হামলা এবং নিহতের সংখ্যা বেড়েছে। বিশ্বের যে পাঁচটি দেশে সন্ত্রাসী হামলা সবচেয়ে বেশি ঘটে ইরাক, পাকিস্তান ও নাইজিরিয়া সেগুলোর অন্যতম। বাকি দুটি দেশ ভারত ও আফগানিস্তান। পরিসংখ্যান অনুযায়ী, গত বছর বিশ্বজুড়ে প্রায় ১১ হাজার সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছিল, যার অর্ধেকের বেশিই ঘটেছে আফগান-ভারত সীমান্তে। গত বছর বিশ্বজুড়ে হওয়া ১১ হাজার ৭৭৪টি সন্ত্রাসী হামলায় প্রায় সাড়ে ২৮ হাজার মানুষ নিহত এবং প্রায় ৩৫ হাজার মানুষ আহত হয়েছে। মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয় এ উপাত্ত সংগ্রহ করেছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় সন্ত্রাসী হামলা ঘটনা কমার সংবাদ দিলেও জাতিসংঘ মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গী সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) হামলার বিষয়ে সতর্ক বার্তা দিয়েছে।
×