ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

অন্যায়ভাবে কর চাপানো হলে আদায় করা কঠিন হবে ॥ এফবিসিসিআই

প্রকাশিত: ০৭:৫৩, ৪ জুন ২০১৬

অন্যায়ভাবে কর চাপানো হলে আদায় করা কঠিন হবে ॥ এফবিসিসিআই

স্টাফ রিপোর্টার ॥ ব্যবসায়ীদের ওপর অন্যায়ভাবে কর চাপানো হলে তা আদায় করা কঠিন হবে বলে মন্তব্য করেছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর সভাপতি আবদুল মাতলুব আহমাদ। শুক্রবার বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। অবশ্য তিনি বলেছেন, প্রস্তাবিত বাজেটের পূর্ণাঙ্গ বিশ্লেষণে তাদের ‘সময় লাগবে’। সব চেম্বার ও এ্যাসোসিয়েশনের মত জেনে সাতদিন পর এফবিসিসিআই লিখিত প্রতিক্রিয়া জানাবে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১৬-২০১৭ অর্থবছরের জন্য তিন লাখ ৪০ হাজার কোটি টাকার বাজেট পেশ করার পরদিন তার প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলনে আসেন এফবিসিসিআই সভাপতি। এফবিসিসিআইর সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে মাতলুব আহমাদ বলেন, এখন পর্যন্ত বাজেটের অনেক জায়গা ভালো আছে। অনেকটাতে খারাপ আছে। তাই মোটা দাগে খারাপ বা ভাল বলতে পারছি না। তবে সাতদিন পর পুরো বিশ্লেষণ করে আপনাদের স্পষ্ট জানিয়ে দেব ভালর অঙ্ক বেশি, না খারাপের অঙ্ক বেশি। তখনই বলব, মোটা দাগে ভাল না খারাপ। সংবাদ সম্মেলনের শুরুতে এফবিসিসিআই সভাপতি বলেন, আমরা লক্ষ্য করেছি, বাজেটের আকার অনেক বড় হয়েছে। বাজেটের আকার বড় মানেই রেভিনিউয়ের (রাজস্ব) আকার বড় হবে। রেভিনিউয়ের আকার বড় হওয়া মানেই ব্যবসায়ীদের আরও টাকা দিতে হবে। আমরা টাকা দিতে প্রস্তুত। কিন্তু আমরা আমাদের সাধ্যের মধ্যে থাকতে চাই। হয়রানির জন্য অনেক ব্যবসা-বাণিজ্য বন্ধ হয়ে গেছে বলে এসময় অভিযোগ করেন তিনি। বাজেট বিশ্লেষণ করার জন্য এফবিসিসিআইর টিম ‘আপ্রাণ’ চেষ্টা করছে জানিয়ে সংগঠনটির সভাপতি বলেন, বাজেটে আমরা যে সাতটি পয়েন্ট চেয়েছিলাম, সেই সাতটি পয়েন্টের প্রতিফলন এখনও খুঁজে পাইনি। বরং সরকার যেভাবে আরও ট্যাক্স আদায় করা যায় এবং ছোট ছোট ব্যবসায়ীর ওপরে যে ট্যাক্স তারা আদায় করার নতুন ফর্মুলা দিয়েছে, তা খুঁজে খুঁজে বের করতে হচ্ছে, উনারা কী ভাবে এটি অর্জন করতে চান? সংবাদ সম্মেলনে এক ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ী ১৪ হাজার টাকা প্যাকেজ ভ্যাট বহালের দাবি জানিয়ে বলেন, আমরা প্রতিবছর ১৪ হাজার টাকা প্যাকেজ ভ্যাট দিতাম। ১৪ হাজার টাকার জায়গায় ২৮ হাজার টাকা দিতে আমরা পারব না। জবাবে এফবিসিসিআই সভাপতি মাতলুব বলেন, সরকার যখন বাজেট পেশ করে বাজেট তখনই পাস হয় না। তিনি বলেন, মনে রাখতে হবে দেশ আমাদের, সরকার আমাদের, ব্যবসা আমাদের- একথা উল্লেখ করে এফবিসিসিআই সভাপতি বলেন, আমরা চাই সরকার এমনভাবে বাজেট দেবেন যাতে আমরা সুন্দরভাবে আমাদের ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ করে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি।
×