ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শ্বাসকষ্টে হাসপাতালে মুষ্টিযোদ্ধা আলী

প্রকাশিত: ০৫:৩২, ৪ জুন ২০১৬

শ্বাসকষ্টে হাসপাতালে মুষ্টিযোদ্ধা আলী

স্পোর্টস রিপোর্টার ॥ আবারও শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন কিংবদন্তি মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলী। ৭৪ বছর বয়সী যুক্তরাষ্ট্রের এ বক্সার এবার তীব্র শ্বাসকষ্টে ভুগছেন। চিকিৎসা নিতে তিনবারের এ হেভিওয়েট চ্যাম্পিয়নকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এমনটাই জানিয়েছেন মোহাম্মদ আলী পরিবারের মুখপাত্র বব গানেল। অবশ্য হাসপাতালে চিকিৎসা নেয়ার পর এখন বেশ ভালই আছেন তিনি। কিন্তু বেশ কয়েকদিন হাসপাতালে থাকতে হবে আলীকে পুরোপুরি সুস্থ হওয়ার জন্য এবং আপাতত তার শারীরিক অবস্থার পূর্ণ বিবরণ দেয়ার ক্ষেত্রে পরিবার অনুরোধ করেছেন গোপনীয়তা রাখার। গানেলের এমন কথাতেই অনেকে ধারণা করছেন আলীর অবস্থা যতটা বলা হচ্ছে তারচেয়েও খারাপ হতে পারে। খেলোয়াড়ী জীবন থেকেই পারকিনসন্স রোগে আক্রান্ত মোহাম্মদ আলী গত বছরও জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে পৌঁছে গিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত মৃত্যুকে জয় করে সুস্থ হয়েই ফিরেছিলেন। সাম্প্রতিক বছরগুলোতে নানাবিধ শারীরিক সমস্যায় অনেকবারই হাসপাতালে যেতে হয়েছে আলীকে। তবে কঠিনতম সমস্যা ছিল ২০১৪ সালের শেষদিকে (ফুসফুসের সমস্যা) ও গত বছরের প্রথম দিকে (প্রস্রাবের ইনফেকশন)। পরবর্তীতে প্রাথমিকভাবে নিউমোনিয়া শনাক্ত করেছিলেন ডাক্তাররা। আইসিইউতে দীর্ঘদিন চিকিৎসার পর সমস্যা কাটিয়ে ঘরে ফিরেছিলেন আলী। পুরো একটা বছর বেশ সুস্থই ছিলেন তিনি। এমনকি বিভিন্ন সামাজিক অনুষ্ঠানেও যাওয়া আসা করছিলেন। বিশেষ করে গত ৯ এপ্রিল জনসমক্ষে দারুণ সপ্রতিভ উপস্থিতি দেখা গিয়েছিল তার ফিনিক্সে বার্ষিক সেলেব্রিটি ফাইট নাইটের নৈশভোজে। প্রতিষ্ঠানটি পারকিনসন্স রোগের চিকিৎসার জন্য তহবিল গঠনে কার্যক্রম পরিচালনা করে। আর কিংবদন্তি এ বক্সার বক্সিং ছাড়ার শেষ মুহূর্তে ১৯৮৪ সালে পারকিনসন্স রোগে আক্রান্ত হয়েছিলেন। আলী সর্বশেষ জনসমক্ষে এসেছিলেন অক্টোবরে। কেন্টাকি রাজ্যে তার নিজ শহর লুইসভিলে অবস্থিত মোহাম্মদ আলী সেন্টারে বিশেষ সম্মাননা দেয়া হয়েছিল তাকে। বক্সিং রিংয়ের দুই অন্যতম শত্রু জর্জ ফোরম্যান ও ল্যারি হোমসও তার সঙ্গে ছিলেন। এরপর আর আলীর তেমন খবর পাওয়া যায়নি। এবার শ্বাসকষ্টে ভোগার কারণে হাসপাতালে ভর্তি হয়ে খবরের শিরোনাম হলেন।
×