ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রেকর্ডের হাতছানি স্টার্কের সামনে

প্রকাশিত: ০৫:৩১, ৪ জুন ২০১৬

রেকর্ডের হাতছানি স্টার্কের সামনে

স্পোর্টস রিপোর্টার ॥ মিচেল স্টার্ক। অস্ট্রেলিয়ার বিশ্বকাপ (ওয়ানডে, ২০১৫) জয়ের নায়ক। মাত্র ৮ ম্যাচে ২২ উইকেট নিয়ে পকেটে পুরেছিলেন টুর্নামেন্ট সেরার পুরস্কার। সেটি গত বছর মার্চের কথা। এরপর দেড় বছরে খেলেছেন মাত্র পাঁচটি ওয়ানডে। ইনজুরি কেড়ে নিয়েছে বেশিরভাগ সময়। খেলতে পারেনি টি২০ বিশ্বকাপে, এমনকি সদ্য সমাপ্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লীগেও (আইপিএল) মাঠে নামা হয়নি। দীর্ঘ অনুপস্থিতির পর ওয়েস্ট ইন্ডিজে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ দিয়ে ফিরছেন ‘সেনসেশনাল’ অসি-পেসার। গায়ানায় রবিবার স্বাগতিক ক্যারিবীয়দের বিপক্ষে প্রথম ম্যাচ অস্ট্রেলিয়ার। সব ঠিক থাকলে দারুণ এক রেকর্ডের হাতছানি সামনে রেখে ওই ম্যাচ দিয়ে ফিরতে যাচ্ছেন ২৬ বছর বয়সী বাঁহাতি ফাস্ট বোলার। পাকিস্তানী কিংবদন্তি সাকলাইন মুস্তাককে পেছনে ফেলে ওয়ানডেতে দ্রুত ১’শ উইকেট দখলের সুযোগ স্টার্কের সামনে। ১৯৯৭ সালে (১২ মে) ৫৩ ম্যাচে ১০০ উইকেট নিয়ে অভিষেকের পর দ্রুত শিকারের সেঞ্চুরি পূর্ণ করেছিলেন সাকলাইন। দীর্ঘ প্রায় দুই দশক পাকিস্তানী গ্রেটের সেই রেকর্ড অক্ষুণœœ। এবার সুযোগ স্টার্কের সামনে। ৪৬ ওয়ানডেতে অস্ট্রেলীয় পেসার নিয়েছেন ৯০ উইকেট। হয়ত গ্যারান্টি দিয়ে বলা যাচ্ছে না, কিন্তু স্টার্কের ক্যারিয়ার বলছে, এই রেকর্ডটা তার হয়ে যাওয়ার কথা। ক্যারিয়ার স্ট্রাইক রেট জানাচ্ছে, ওয়ানডেতে প্রতি চার ওভারে (২৪.২ বল) একটি করে উইকেট নিয়েছেন তিনি। ৫২তম ম্যাচে ১শ’র ল্যান্ডমার্কে পা রাখতে হলে স্টার্ককে মাঝের ৬ ম্যাচে নিতে হবে ১০ উইকেট। মোটেই অসম্ভব নয়। ত্রিদেশীয় সিরিজের নিয়ম অনুযায়ী প্রতিটি দল প্রত্যেকের বিপক্ষে তিনটি করে ম্যাচ খেলবে। সেরা দুইদল ফাইনালে। সুতরাং লীগ পর্বেই রেকর্ডটা নিজের করে নিতে পারেন স্টার্ক। রেকর্ডটা করে ফেললে ৬০’র কম ম্যাচে ১শ’ উইকেট নেয়া সপ্তম বোলার হবেন স্টার্ক। যোগ দেবেন এলিট ক্লাবে, সাকলাইন ছাড়া যেখানে অবস্থান করছেন শেন বন্ড (৫৪), ব্রেট লি (৫৫), ওয়াকার ইউনুস (৫৯), মরনে মরকেল (৫৯) ও ইউসুফ পাঠান (৫৯)। ৪১৬, ৩৮০, ২৮৮ ও ১৪৭ উইকেট নিয়ে ওয়ানডে ইতিহাসের অন্যতম সফল বোলার ওয়াকার, লি, সাকলাইন ও বন্ড।
×