ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এবার ক্রীড়া বাজেট বেড়েছে ৮৮ কোটি টাকা

প্রকাশিত: ০৫:৩১, ৪ জুন ২০১৬

এবার ক্রীড়া বাজেট বেড়েছে ৮৮  কোটি টাকা

স্পোর্টস রিপোর্টার ॥ ২০১৬-১৭ অর্থ বছরের বাজেটে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জন্য ৯২২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে ২৮৮ কোটি টাকা ব্যয় হবে উন্নয়ন এবং ৬৩৪ কোটি টাকা ব্যয় হবে অনুন্নয়ন খাতে। জাতীয় সংসদে বৃহস্পতিবার বিকেলে বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জন্য গতবারের বাজেট ছিল ৮৩৪ কোটি টাকা। এবার বেড়ে ৯২২ কোটি টাকা হয়েছে। বাজেটের পরিমাণ বেড়েছে ৮৮ কোটি টাকা। ক্রীড়া প্রশিক্ষণ কার্যক্রমের জন্য ২০১৬-১৭ অর্থ বছরের বাজেটে ১০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছে সরকার। এদিকে ২০১৬-১৭ অর্থ বছরের বাজেটে দেশব্যাপী বিদ্যমান জেলা স্টেডিয়ামসহ সিলেট বিভাগীয় স্টেডিয়ামের উন্নয়ন কর্মকা-ে সরকারের অর্থ বরাদ্দের পদক্ষেপকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দেশব্যাপী ফুটবল জাগরণের জন্য বাফুফে বাংলাদেশ সুপার লীগ (বিএসএল) চালু করার উদ্যোগ নিয়েছে। এছাড়া বাংলাদেশ প্রিমিয়ার লীগও (বিপিএল) ঢাকার বাইরে বিভিন্ন স্টেডিয়ামে আয়োজনের কথা ভাবছে বাফুফে। কিন্তু অনেক স্টেডিয়ামেই নেই পর্যাপ্ত সুযোগ-সুবিধা। জাতীয় ক্রীড়া পরিষদ ও সরকারের সক্রিয় সহযোগিতা ছাড়া বাফুফের পক্ষে স্টেডিয়ামগুলোর সংস্কার কার্যক্রম হাতে নেয়া সম্ভব না। তাই সরকার যেসব পদক্ষেপ নিয়েছে সেগুলো এবং দ্রুত স্টেডিয়ামগুলোর সংস্কার কার্যক্রম হাতে নেবে। বিপিএল ও বিএসএলের খেলা বিভিন্ন জেলায় ছড়িয়ে দিতে সারাদেশে ১০টি স্টেডিয়াম সংস্কার করতে জাতীয় ক্রীড়া পরিষদের প্রতি আহ্বান জানিয়েছিল বাফুফে। কিন্তু এগুলোর বেশিরভাগই খেলার উপযোগী নয় বিধায় সাময়িকভাবে স্থগিত করা হয়েছে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ফুটবল টুর্নামেন্ট বিএসএল। বাফুফে এবং সরকার মাঠের নিশ্চয়তা না দিতে পারায় টুর্নামেন্টের যাবতীয় কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়। ২০১৬-১৭ অর্থ বছরের বাজেটে ক্রীড়াখাতে অবকাঠামোগত উন্নয়ন গুরুত্ব পেয়েছে, যার কারণে একাদিক স্টেডিয়াম উন্নয়ন, নতুন স্টেডিয়াম নির্মাণ ও সুইমিং পুল নির্মাণের উদ্যোগ। তবে এবার জাতীয় ক্রীড়া পরিষদের বরাদ্দ কমানো হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদের ব্যয় ২০১৫-১৬ অর্থ বছরে ছিল ১১৭ কোটি ১৭ লাখ টাকা। এবারে তা কমে নেমে এসেছে ৮১ কোটি ৮২ লাখ টাকায়। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) জন্য বরাদ্দ বেড়েছে। উন্নয়ন খাতে ২০১৫-১৬ অর্থ বছরে বিকেএসপির জন্য বরাদ্দ ছিল ৪১ কোটি ৬৬ লাখ টাকা, সেটি বেড়ে এবার ৭২ কোটি ৬৪ লাখ টাকায় দাঁড়িয়েছে। উন্নয়ন খাতে গত অর্থ বছরে বাজেট ছিল ১৫৮ কোটি ৮৩ লাখ টাকা। এবার তা বেড়ে ১৫৪ কোটি ৪৬ লাখ টাকায় পৌঁছেছে। যেসব নতুন প্রকল্প নতুন অর্থ বছরের বাজেটে অন্তর্ভুক্ত হয়েছে সেগুলো হলো : নীলফামারী, নেত্রকোনা জেলা স্টেডিয়াম উন্নয়ন ও রংপুরে মহিলা ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ (২১ কোটি ও ৪৫ কোটি টাকার প্রকল্প), কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়াম উন্নয়ন (১৩ কোটি ৪৬ লাখ টাকা), ভৈরবে আইভি রহমান স্টেডিয়াম নির্মাণ (৯ কোটি ১৮ লাখ টাকা), নাটোর ও গাইবান্ধায় ইনডোর স্টেডিয়াম নির্মাণ (৬ কোটি ৬৩ লাখ টাকা), কুমিল্লা ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম উন্নয়ন ও সুইমিং পুল নির্মাণ (১৬ কোটি টাকা), চট্টগ্রাম বিভাগীয় সদর সুইমিং পুল নির্মাণ (১১ কোটি ৩৫ লাখ টাকা), সিলেট বিভাগীয় স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানে উন্নীতকরণ (১৬ কোটি ২২ লাখ টাকা), দেশের বিদ্যমান জেলা স্টেডিয়ামগুলো সংস্কার ও উন্নয়ন (৪৩ কোটি ৭৩ লাখ টাকা)। রাজধানী ঢাকার উপকণ্ঠ পূর্বাচলে একটি আধুনিক স্পোর্টস কমপ্লেক্স নির্মাণ করবে সরকার। এই কমপ্লেক্সের মূল স্টেডিয়ামের ধারণক্ষমতা হবে ৫০ হাজার। প্রকল্পটি বাস্তবায়িত হলে এই অঞ্চলে কর্মসংস্থানসহ ব্যবসা-বাণিজ্যের ব্যাপক প্রসার হবে। সরকার আশা করছে ২০১৮ সালে এ প্রকল্পটি সম্পন্ন হবে।
×