ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জিতলেই সুপার লীগে তিন দল

প্রকাশিত: ০৫:৩১, ৪ জুন ২০১৬

জিতলেই সুপার লীগে তিন দল

স্পোর্টস রিপোর্টার ॥ সবার আগে সুপারলীগে উঠে গেছে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে (ডিপিএল) আরও তিন দলের আজই নিশ্চিত হয়ে যেতে পারে সুপরালীগ। সমান ৯ ম্যাচ করে খেলে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড ১২ পয়েন্ট, ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব ও লিজেন্ডস অব রূপগঞ্জ ১১ পয়েন্ট সংগ্রহ করেছে। আজ নিজেদের খেলায় জিততে পারলে এক ম্যাচ বাকি থাকতেই সুপারলীগ নিশ্চিত করতে সক্ষম হবে তারা। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে মোহামেডানের প্রতিপক্ষ মাশরাফি বিন মর্তুজার কলাবাগান ক্রীড়া চক্র (কেসি)। বাকি দুই ম্যাচে বিকেএসপিতে রূপগঞ্জ লড়বে শেখ জামাল ধানম-ি ক্লাব ও মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ভিক্টোরিয়া মুখোমুখি হবে ব্রাদার্স ইউনিয়নের। আজকের ম্যাচগুলো থেকে চলতি প্রিমিয়ার লীগের অনেক কিছুই নির্ধারিত হয়ে যাবে। তিনটি দলের যেমন সুপার লীগ নিশ্চিত হওয়ার সম্ভাবনা, তেমনি তিন দলের সব স্বপ্ন শেষ হওয়ারও দিন। সুপারলীগে ওঠার সম্ভাবনা এখনও শেষ হয়ে যায়নি ৮ পয়েন্ট করে পাওয়া কলাবাগান কেসি ও ব্রাদার্সের। কিন্তু সেটা জিইয়ে রাখতে হলে আজকের ম্যাচই শুধু নয় শেষ ম্যাচেও জয় পেতে হবে এ দুটি দলকে। এরপরও শেষ মুহূর্তে হিসেব-নিকেশের মারপ্যাঁচে বাদ পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তবে আজ এ দুটি দল হেরে গেলে আর কোন সম্ভাবনাই নেই। কলাবাগান কেসি এখন পর্যন্ত যে চারটি ম্যাচ জিতেছে সবগুলোতেই ছিল অধিনায়ক মাশরাফির অবদান। দলটির নির্ভরযোগ্য ব্যাটসম্যান এবং বোলার দুটোই তিনি। আবার কাঁধে আছে নেতৃত্বভারও। কিন্তু দারুণ নৈপুণ্য দেখিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্ষুদ্র ফরমেটের এ অধিনায়ক। আজ অতীব গুরুত্বপূর্ণ ম্যাচে তার দিকেই তাকিয়ে থাকবে কলাবাগান কেসি। সেজন্য মাশরাফিও তার জন্য পয়া হয়ে ওঠা ফতুল্লার মাঠেই পাচ্ছেন মোহামেডানকে। এই মাঠেই একটি টর্নেডো সেঞ্চুরি এবং আরেক ম্যাচে ৬ উইকেট নিয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে দলকে বিজয়ী করেছেন। অপরদিকে মোহামেডান দুর্দান্ত খেলেছে এবার লীগে। অধিনায়ক মুশফিকুর রহীমও মোটামুটি রান করেছেন। বেশ কিছুদিন লীগ টেবিলের শীর্ষেও ছিল তারা। এখন এক ম্যাচ কম খেলে ১২ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে ঐতিহ্যবাহী দলটি। আজ জিতে সুপারলীগ নিশ্চিত করতে চায় সাদা-কালো শিবির। তবে মাশরাফির দল হারতে চাইবে না কোনভাবেই। ব্রাদার্সকেও আজ ভিক্টোরিয়ার বিরুদ্ধে জিততে হবে। নয়তো আর সুপারলীগ খেলার ক্ষীণ আশাটাও থাকবে না। ১১ পয়েন্ট নিয়ে বেশ ভাল অবস্থানেই আছে ভিক্টোরিয়া। অধিনায়ক নাদিফ চৌধুরী, কামরুল ইসলাম রাব্বী, মুমিনুল হক সৌরভ ও শ্রীলঙ্কান রিক্রুট চতুরঙ্গ ডি সিলভা বেশ ছন্দে আছেন। জেতার জন্যই মাঠে নামবে আজ তারা। কারণ সেক্ষেত্রে নিশ্চিত হবে সুপারলীগ। কিন্তু ব্রাদার্সের টিকে থাকার লড়াই। তাই মিরপুরে আজ একটি উপভোগ্য ও উত্তেজনাপূর্ণ ম্যাচ হওয়ার সম্ভাবনা। ব্রাদার্স কিংবা কলাবাগান কেসির চেয়ে কিছুটা ভাল অবস্থানে আছে শেখ জামাল। কারণ, ১০ পয়েন্ট আছে তাদের ঝুলিতে। ব্যাটে-বলে দারুণ পারফর্মেন্স দেখিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। আজ হারলেও শেষ ম্যাচ জিততে পারলে হিসেব-নিকেশের মারপ্যাঁচে সুপারলীগে ওঠার সম্ভাবনা থাকবে। কিন্তু রূপগঞ্জ এ ম্যাচে কিছুটা দুর্বল হয়েই মাঠে নামবে। ১১ পয়েন্ট পাওয়া দলটির অন্যতম দুই নির্ভরতা মোহাম্মদ মিঠুন ও মোশাররফ হোসেন রুবেল খেলতে পারবেন না। শৃঙ্খলাভঙ্গের জন্য তাদের এক ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। তাই বেশ কঠিন হবে তাদের জন্য মরিয়া শেখ জামালের বিরুদ্ধে জয় তুলে নেয়া।
×