ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নির্বাচনী কর্মকর্তাকে মারধর

এমপি মোস্তাফিজসহ তিনজনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ০৫:১৭, ৪ জুন ২০১৬

এমপি মোস্তাফিজসহ তিনজনের বিরুদ্ধে মামলা

নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী, ৩ জুন ॥ পছন্দের ভোটগ্রহণ কর্মকর্তা না পেয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তাকে মারধরের ঘটনায় বাঁশখালীর এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। শুক্রবার দুপুরে নির্বাচন কমিশনের পক্ষে বাঁশখালী থানায় মামলাটি দায়ের করা হয়। চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত সুপার হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জনকণ্ঠকে জানান, বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহিদুল ইসলামকে মারধরের ঘটনায় নির্বাচন কমিশন থেকে পাওয়া নির্দেশনা অনুযায়ী এমপি ও তার সহযোগীদের বিরুদ্ধে মামলাটি দায়ের হয়। এতে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীকে প্রধান আসামি করা হয়েছে। এজাহারে মোট ৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরও জ্জ জনকে আসামি করা হয়েছে। মামলায় এজাহারভুক্ত অপর দুই আসামি হলেন এমপির ব্যক্তিগত সহকারী উপজেলা যুবলীগ সভাপতি ও বাহারছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানপ্রার্থী তাজুল ইসলাম এবং বাঁশখালী উপজেলা ওলামা লীগ সভাপতি দাবিদার মৌলভী আক্তার হোসেন। নির্বাচন কমিশন প্রেরিত নির্দেশনাপত্রে বাঁশখালী থানা পুলিশের এসআই চাঙ্কু নাগের নামও উল্লেখ করা হয়েছে। ঘটনার দিন উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহিদুল ইসলামের সঙ্গে উক্ত পুলিশ কর্মকর্তা অশোভন আচরণ এবং তার ব্যক্তিগত মোবাইল ফোন ছিনিয়ে নেন বলে অভিযোগ এনেছে নির্বাচন অফিস। এমপি ও তার সহযোগীদের বিরুদ্ধে মামলা দায়ের হওয়ায় তৃণমূল পর্যায়ের আওয়ামী লীগের ত্যাগী নেতা-কর্মীদের মাঝে সন্তোষ লক্ষ্য করা গেছে। এসব নেতা-কর্মী এমপির বিরুদ্ধে জামায়াত সম্পৃক্ততার অভিযোগ করে আসছেন দীর্ঘদিন থেকে। তাছাড়া এই সংসদ সদস্যের বিরুদ্ধে ইউপি নির্বাচনে ব্যাপক মনোনয়ন বাণিজ্যের অভিযোগও রয়েছে। নির্বাচন কর্মকর্তাকে মারধরের ঘটনায় বাঁশখালীর ১১ ইউনিয়নে আজকের নির্বাচন স্থগিত করা হয়েছে। গত ১ জুন বুধবার নির্বাচনে নিজেদের পছন্দমতো কর্মকর্তা না পেয়ে ক্ষুব্ধ হয়ে স্থানীয় সাংসদ ও তার সহযোগীরা উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহিদুল ইসলামকে ইউএনও’র অফিস কক্ষে ডেকে নিয়ে মারধর ও লাঞ্ছিত করেন। মোস্তাফিজকে গ্রেফতার দাবি বিএনপির ॥ স্টাফ রিপোর্টার চট্টগ্রাম থেকে জানান, নির্বাচন কর্মকর্তাকে মারধরের ঘটনায় জড়িত মোস্তাফিজুর রহমানকে গ্রেফতার করার দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছির উদ্দিন। শুক্রবার নগরীর চট্টেশ্বরী রোডের নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে তিনি এ দাবি জানান। মীর নাছির বলেন, আমরা নির্বাচন নিয়ে শত অভিযোগ, শত নালিশ করার পরও নির্বাচন কমিশনার কোন পাত্তা দেয়নি। আশা করেছিলাম বাঁশখালীর এমপি মোস্তাফিজুর রহমান যখন নির্বাচন কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করলেন তখন কার্যকরী ব্যবস্থা নেয়া হবে, মোস্তাফিজুরকে গ্রেফতারের উদ্যোগ নেবেন। কিন্তু তাদের ওপর আঘাত আসার পরও এখনও কোন ব্যবস্থা নেয়া হয়নি। এর মাধ্যমে প্রমাণ হলো, নির্বাচন কমিশন হচ্ছে একটি ঠুঁটো জগন্নাত। একটি অথর্ব প্রতিষ্ঠান। এ সময় তিনি এমপি মোস্তাফিজুর রহমানের গ্রেফতারসহ তিন দফা দাবি জানান।
×