ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ফিন্যান্স ও ব্যাংকিং

নবম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৩:৫৪, ৪ জুন ২০১৬

নবম শ্রেণির পড়াশোনা

(পূর্ব প্রকাশের পর) ১৩. নিচের কোনটি ঝুঁকিমুক্ত আয়ের উদাহরণ? ক) শেয়ার হতে প্রাপ্ত আয় খ) ব্যবসায় হতে প্রাপ্ত আয় গ) লগ্নি হতে প্রাপ্ত আয় ঘ) ট্রেজারি বন্ড হতে প্রাপ্ত আয় ১৪. দীর্ঘমেয়াদি বিনিয়োগযোগ্য তহবিল উপার্জনকারী সম্পত্তিতে বিনিয়োগ করা হয় কেন? ক) অর্থের বহি:প্রবাহের আশায় খ) নগদ প্রবাহ পাওয়ার আশায় গ) ব্যবসায় বৈচিত্র্য আনার জন্য ঘ) নতুন সম্পত্তি প্রতিস্থাপনের জন্য ১৫. বাজার নিয়ন্ত্রিত ব্যাংক কোন ধরনের প্রশ্নের উত্তর খোঁজে? র. কে উৎপাদন করবে রর. কত মূল্যে বিক্রি হবে ররর. কে রপ্তানি করবে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র গ) রর ঘ) ররর ১৬. ব্যাংক থেকে গাড়ি,ফ্রিজ,কম্পউটার ইত্যাদি ক্রয়ের জণ্যে যে ঋণ দেওয়া হয় তাকে কোন ঋণ বলে? ক) চক্রবৃদ্ধি ঋণ খ) ভোক্ত ঋণ গ) বৃত্তি ঋণ ঘ) বার্ষিক বাট্টাকরণ ঋন ১৭. সরকারের আয়ের খাত নয় কোনটি? ক) আয়করখ) রাস্তাঘাটগ) সরকারি হাসপাতালঘ) প্রতিরক্ষা ১৮. প্রতিষ্ঠানের তহবিলের ভিন্ন উৎস দুটি কী কোন ধরণের? ক) মালিকপক্ষ ও শ্রমিকপক্ষ খ) শ্রমিকপক্ষ ও শেয়ারহোল্ডার পক্ষ গ) মালিকপক্ষ ও শেয়ারহোল্ডারগণ ঘ) মালিকপক্ষ ও ঋণদাতা ১৯. প্রত্যাশিত আয়ের পরিবর্তনশীলতা হলো- ক) মূলধন লাভখ) মূলধন ক্ষতিগ) ঝুঁকিঘ) বাজার ঝুঁকি ২০. ব্যাংকের উদ্দেশ্য পালনে কাঙ্ক্ষিত হারে মুনাফা অর্জন করবে কে? ক) মালিকখ) শেয়ারহোল্ডারগ) অংশীদারঘ) গ্রাহন ২১. কোম্পানির ক্ষেত্রে কীভাবে হিসাব বন্ধ করতে হয়? ক) পরিমেল নিয়মাবলির মাধ্যমেখ) নিবন্ধক কর্তৃক ইস্যুকৃত নিবন্ধনপত্রের মাধ্যমেগ) অনুমোদিত সভার অনুরোধপত্রের মাধ্যমেঘ) স্মারকলিপি ব্যবহার করে ২২. কোনটি ঝুঁকিমুক্ত আয়ের অন্তর্ভূক্ত? ক) মুনাফাখ) আমানতের সুতগ) কমিশনঘ) লভ্যাংশ ২৩. ক্রমযোজিত নগদ প্রবাহ বিনিয়োগকৃত মূলধনের সমান না হওয়া পর্জন্ত নগদ আন্ত:প্রবাহগুলোকে কী করা হয়? ক) ক্রমান্বয়ে বিয়োগ করা হয়খ) ক্রমান্বয়ে ভাগ করা হয়গ) ক্রমান্বয়ে গুণ করা হয়ঘ) ক্রমান্বয়ে যোগ করা হয় ২৪. কোন সময়কালে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর মধ্যে একত্রিকরণের প্রবণতা শুরু হয়? ক) ১৯৩০ এর পূর্ববর্তী দশকখ) ১৯৩০ এর দশকগ) ১৯৪০ এর দশকঘ) ১৯৫০ এর দশক ২৫. দীর্ঘমেয়াদি তহবিলের উৎস কত প্রকার? ক) দুইখ) তিনগ) চারঘ) পাঁচ ২৬. মক্কেলের মৃত্য ঘটলে ব্যাংক কী করবে? ক) গ্রাহকের হিসাব বন্দ করে দিবেখ) গ্রাহকের আত্মীয়কে ক্ষতিপূরণ দিবেগ) গ্রাহকের হিসাবে লেনদেন করবেঘ) মৃত্যুর পর লেনদেন করবে ২৭. নিচের কোনটি স্থায়ী খরচ? ক) অবচয়খ) কর্মচারীর বেতনগ) কাঁচামাল ক্রয়ঘ) অন্যান্য পরিচালনা খরচ ২৮. ব্যাংক নির্বাচনে নির্ভরযোগ্যতা অর্জনে কোনটি জরুরি?ঙ ক) ব্যাংকের মুনাফা হারখ) ব্যাংকের প্রতিষ্ঠাকালগ) ব্যাংকের সুদ হারঘ) ব্যাংকের সুনাম যাচাই করে ২৯. বিনিয়োগকারী কী বিনিয়োগ করে? ক) আয়খ) ক্ষতিগ) ঝুঁকিঘ) আদর্শ বিচ্যুতি ৩০. কোন উৎস হতে কী পরিমাণে এবং কীভাবে তহবিল সংগ্রহ করা হবে অর্থায়ন সেই সংক্রান্ত পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করে কেন? ক) সর্বোচ্চ মুনাফা অর্জনের জন্যখ) অধিক তহবিল সংগ্রহের জন্যগ) প্রতিষ্ঠানের আয়তন বৃদ্ধির জন্যঘ) কার্জ পরিধি বৃদ্ধির জন্য ৩১. নগদ প্রবাহ হতে কী নির্ণয় করা হয়? ক) পন্য বিক্রয়ের পরিমাণখ) মুনাফার পরিমাণগ) কাঁচামালের পরিমাণঘ) শেয়ারের পরিমাণ ৩২. কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংককের মধ্যকার সম্পর্কটিকে কী বলা হয়? ক) ব্যাংক গ্রাহকখ) ব্যাংকার-মক্কেলগ) মক্কেলে-ব্যাংকারঘ) ব্যাংকার-ব্যাংক ৩৩. স্থায়ী হিসাবে- ক) রখ) ররগ) রররঘ) র, রর ও ররর ৩৪. সিয়াম একটি টেইলারিং দোকান প্রতিষ্ঠা করতে চায়। দোকানটির জন্যে সে প্রয়োজনীয় তহবিল সংগ্রহ করতে পারে- র গ্রাহকদের প্রদত্ত অনুদান থেকে রর ঋণদাতা প্রতিষ্ঠান থেকে ররর নিজস্ব তহবিল থেকে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৩৫. তুরস্ক ও ইরানের কেন্দ্রীয় ব্যাংকের নাম কী? র. সেন্ট্রাল ব্যাংক অব ইজিপ্ট রর. মারফেজ ব্যাংককাসী ররর. ব্যাংক মারকাজী নিচের কোনটি সঠিক? ক) র খ) রর ও ররর গ) রর ঘ) ররর ৩৬. অর্থনীতিতে মন্দাভাব দেখা দেয় কেন? ক) পণ্যের বাহিদা বৃদ্ধির জন্যখ) পণ্যের চাহিদা হ্রাসের জন্যগ) মূল্যস্তরের অস্থিতিশীলতার জন্যঘ) চাহিদা ভারসাম্যহীনতার জন্য ৩৭. বাণিজ্যিক ব্যাংকের পরোক্ষ উদ্দেশ্য কী? ক) মুনাফা অর্জনখ) জনকল্যাণগ) মূলধন গঠনঘ) নিরাপত্তা ৩৮. মূলধন তহবিল সংগ্রহের প্রক্রিয়াকে কী বলে? ক) আয় সিদ্ধান্তখ) ব্যয় সিদ্ধান্তগ) বিনিয়োগ সিদ্ধান্তঘ) বিপণন সিদ্ধান্ত ৩৯. বিনিয়োগ সিদ্ধান্তের সঠিক মূল্যায়নে কী প্রয়েপাজন? ক) নীতিমালাখ) সঠিক ধারণাগ) বাজেট প্রণয়নঘ) বাজেট প্রয়োগ ৪০. ঝুঁকি হ্রাস করার জন্যে কোম্পানি কোন কৌশল গ্রহণ করতে পারে? ক) গুদামজাতকরণখ) কম মূল্যে বিক্রয়গ) অগ্রিম বিক্রয়ঘ) বিজ্ঞাপন প্রচার ৪১. কোনটি মূনাফা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? ক) মূলধন বাজেটিংখ) বিনিয়োগ সিদ্ধান্তগ) অর্থের সময়মূল্যঘ) দীর্ঘমেয়াদি বিনিয়োগ ৪২. প্রাপ্য বিল ও প্রদেয় বিল কোন অর্থসংস্থানের উৎস? র স্বল্পমেয়াদি রর মধ্যমেয়াদি ররর দীর্ঘমেয়াদি নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ৪৩. �ক্ষুদ্র ঋণ ব্যবহার করা হয়- র কুটির শিল্প ব্যবস্থাপনায় রর কৃষি উপাদান ক্রয়ে রর রহ্যাচারী পরিচালনায় নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৪৪. কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাবাজারের কী? ক) অভিভাবকখ) হিসাবরক্ষকগ) ব্যবস্থাপকঘ) গভর্নর ৪৫. �কোনো কোম্পানির পরিচালনা খরচ মেটানোর সক্ষমতা নির্ভর করে- র. বিক্রয় থেকে আয়ের স্থিতিশীলতার ওপর রর. পরিচালনা খরচের মিশ্রমের ওপর ররর. স্থায়ী ও চলতি খরচের অনুপাতের ওপর নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৪৬. স্থায়ী সম্পত্তি হলো- র. জমি রর. দালানকোঠা ররর. কাগজ ও কালি নিচের কোনটি সঠিক? ক) র খ) র ও রর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৪৭. নিচের কোনটি প্রতিষ্ঠনের জন্য পর্যাপ্ত আয় নিশ্চিত করতে পারে? ক) অধিক মূলধনখ) যত্রতত্র বিনিয়োগ সিদ্ধান্তগ) ভালো বিনিয়োগ সিদ্ধান্তঘ) কোনটিই নয় ৪৮. জনাব ওয়াশিক মাহী ২০০১ সালের ১ জানুয়ারি সিদ্ধান্ত নিলেন যে, তিনি প্রতি বছরের শেষে ২,০০০ টাকা করে পরবর্তী ৫ বছর ব্যাংকে জমা দিবেন। ব্যাংক তাকে ১০% চক্রবৃদ্ধি হারে সুদ প্রদান করবে। ৫ বছর পর মাহীর ব্যাংকে জমাকৃত অর্থের পরিমাণ কত হবে? ক) ২,৭০০ টাকাখ) ১,৯০০ টাকাগ) ১২,২১০ টাকাঘ) ১০,৫০০ টাকা উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও: * “স্কয়ার ফার্মা কোম্পানি ১,০০০ টাকা লিখিত মূল্যের ১০ শতাংশ অগ্রাধিকার শেয়ারবাজারে বিক্রির চিন্তা করছে। প্রতিটি শেয়ার বিক্রি থেকে কোম্পানিটি ৮২০ টাকা পাওয়ার প্রত্যাশা করে। ৪৯. স্বল্পমেয়াদি তহবিলের অপ্রাতিষ্ঠানিক উৎস হলো- র বাণিজ্যিক পত্র রর প্রদেয় বিল ররর ক্ষুদ্র ঋণ নিচের কোনটি সঠিক? ক) ১১.১%খ) ১৬.১৮%গ) ১২.২০%ঘ) ১৯.২১% ৫০. অর্থায়নে ঝুঁকির ধারণা বিশ্লেষণ করলে পাওয়া যায়- র মুনাফা বৃদ্ধির সাথে সাথে ঝুঁকি বৃদ্ধি পায় রর মুনাফা হ্রাসের সাথে সাথে ঝুঁকি হ্রাস পায় ররর মুনাফা ও ঝুঁকির মধ্যে বিপরীত সম্পর্ক বিদ্যমান নিচের কোনটি সঠিক? ক) নির্দিষ্ট আয় বলেখ) ঝুঁকি গ্রহণ করে না বলেগ) শেয়ার রূপান্তরযোগ্য বলেঘ) ভোটাধিকার নেই বলে সঠিক উত্তর: ১. (ঘ) ২. (ক) ৩. (খ) ৪. (গ) ৫. (খ) ৬. (ঘ) ৭. (ঘ) ৮. (গ) ৯. (ঘ) ১০. (খ) ১১. (গ) ১২. (ক) ১৩. (ঘ) ১৪. (খ) ১৫. (ক) ১৬. (খ) ১৭. (ক) ১৮. (ঘ) ১৯. (গ) ২০. (খ) ২১. (গ) ২২. (খ) ২৩. (ঘ) ২৪. (ক) ২৫. (খ) ২৬. (ক) ২৭. (ক) ২৮. (খ) ২৯. (ঘ) ৩০. (ক) ৩১. (খ) ৩২. (খ) ৩৩. (ঘ) ৩৪. (গ) ৩৫. (খ) ৩৬. (গ) ৩৭. (খ) ৩৮. (ক) ৩৯. (ক) ৪০. (গ) ৪১. (ক) ৪২. (ক) ৪৩. (ঘ) ৪৪. (ক) ৪৫. (ঘ) ৪৬. (খ) ৪৭. (গ) ৪৮. (গ) ৪৯. (ঘ) ৫০. (ক)
×