ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শিশু নাট্যম

প্রকাশিত: ০৩:৫২, ৪ জুন ২০১৬

শিশু নাট্যম

শিশুদের মানসিক ও সুস্থ ধারার সাংস্কৃতিক বিকাশে কাজ করছে শিশু নাট্যম। হাঁটি হাঁটি পা পা করে ৩০ বছর ধরে চলছে এ সংগঠনের কার্যক্রম। ১৯৮৬ সালে ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যম প্রতিষ্ঠিত হয়। স্থানীয় শিশু সংগঠক নিয়াজ মোহাম্মদ খান বিটুর ঐকান্তিক প্রচেষ্টায় এ সংগঠন প্রতিষ্ঠিত হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটক মঞ্চায়নের মাধ্যমে এর যাত্রা। প্রথমে ২৫/৩০ ছাত্রছাত্রী নিয়ে শুরু হয় প্রাথমিক কাজ। ব্রাহ্মণবাড়িয়া শহরের প্রগতিশীলদের পাশাপাশি শিশুসাহিত্যিক আলী ইমাম, প্রয়াত প্রখ্যাত সাংবাদিক আজিজ মিসির, সৈয়দ আব্দুল কাহহার, অধ্যাপক একেএম হারুনুর রশীদ, চিত্রশিল্পী উত্তম গুহ, আব্দুল হান্নান, মাশুকুল ইসলাম মাসুক, অরূপ দত্ত, আসাদুর রহমান আলমগীর সার্বিকভাবে সক্রিয় থেকে সংগঠনকে সহায়তা করেন। ছবি আঁকা, গান, আবৃতি, নাটক, বিতর্ক প্রশিক্ষণ, বার্ষিক শিশু চিত্রকলা প্রদর্শনী, সাংস্কৃতিক উৎসব, জেলা ভিত্তিক শিল্পাচার্য জয়নুল,-জসীম উদ্দীনের জন্মবার্ষিকী পালন করা হয়। এ ছাড়া আর্ট ক্যাম্প, কম্পিউটার প্রশিক্ষণ, রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন করা হয়। আউটডোর প্রশিক্ষণ দেয়া হয়। ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমে বর্তমানে তিনশ’ ছাত্রছাত্রী রয়েছে। প্রতি বৃহস্পতিবার বিকেল, শুক্রবার সকাল ও শনিবার বিকেলে শিশুদের ক্লাস নেয়া হয়। ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরের সবুজ মাঠে সপ্তাহে তিন দিন শিশুদের মিলনমেলা বসে। শিশু নাট্যমের পাঠাগারে আছে দুইশ’ বই। প্রতিদিনই পাঠাগার থেকে শিশুরা বই সংগ্রহ করে। -রিয়াজউদ্দিন জামি ব্রাহ্মণবাড়িয়া থেকে
×