ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কবি-সাহিত্যিকদের নামে সড়কের নামকরণ

প্রকাশিত: ০৩:৫০, ৪ জুন ২০১৬

কবি-সাহিত্যিকদের নামে সড়কের নামকরণ

বিশিষ্ট কবি-সাহিত্যিক-শিল্পী এবং বরেণ্য ব্যক্তিদের নামে এলাকার সড়কের নামকরণ করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। আগামী বোর্ড সভায় এই সংক্রান্ত বিষয়ে বিস্তারিত সিদ্ধান্ত নেয়া হবে। গত বুধবার সকালে আজিমপুরে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে এক আলোচনা সভায় এ কথা বলেন মেয়র সাঈদ খোকন। তিনি আরও বলেন, ‘শিল্প-সংস্কৃতির বিকাশ সিটি কর্পোরেশনের কার্য-পরিধির মধ্যে পড়ে। আমরা সব সময় আমাদের দেশীয় শিল্প-সংস্কৃতিকে উৎসাহিত করি।’ সাঈদ খোকন বলেন, ‘আমরা বিভিন্ন সড়কের নাম সম্মানিত শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবীদের নামে নামকরণ করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমরা আমাদের আগামী বোর্ড সভায় এটি তুলে ধরব। আমরা যদি আজকে তাদের স্মরণীয় করে রাখি, তাহলে আজকের প্রজন্ম আগামী দিনে চেষ্টা করবে এই সমাজের জন্য কিছু করার জন্য।’ Ñস্টাফ রিপোর্টার
×