ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

যশোরে যাত্রীর চেয়ে ইজিবাইক বেশি

প্রকাশিত: ০৩:৪৯, ৪ জুন ২০১৬

যশোরে যাত্রীর চেয়ে  ইজিবাইক বেশি

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোর পৌরসভার সড়ক ও আয়তনের তুলনায় শহরে ইজিবাইকের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ফলে বাড়তি ইজিবাইকগুলো যাত্রী ছাড়াই শহরময় ঘুরছে। যেনো গাড়ির চেয়ে যাত্রীর সংখ্যা বেশি! প্রয়োজনের তুলনায় ইজিবাইকের সংখ্যা বেশি হওয়ায় সৃষ্ট যানজটে শহরবাসীর মূল্যবান সময় নষ্ট হচ্ছে। সে সঙ্গে লাইসেন্স বিহীন ইজিবাইক ও এর চালকদের পেশাদারিত্বের অভাবে যাত্রীদের নিরাপত্তাও বিঘিœত হচ্ছে। বাড়ছে অপরাধ কর্মকা-ও। ভ্রমণে আরামদায়ক আর খানিকটা সাশ্রয়ের কারণে প্রায় ৭ বছর আগে যশোর শহরের রাস্তায় পরীক্ষামূলকভাবে ইজিবাইক চলাচল শুরু হয়। পরবর্তীতে চাহিদার কারণে চীন থেকে আমদানিকৃত এ বাহনটির সংখ্যা দিন দিন বাড়তে থাকে। বর্তমানে শহরে প্রায় তিন হাজার ইজিবাইকে প্রতিদিন দুই লাখ যাত্রী যাতায়াত করে থাকে। কিন্তু প্রয়োজনের তুলনায় দিন দিন ইজিবাইকের সংখ্যা বাড়তে থাকায় যাত্রী ছাড়াই ঘুরছে এ বাহনটি। ফলে বাড়তি ইজিবাইক ও এর চালকদের অনেকে পেশাদার না হওয়ায় যাত্রীদের নিরাপত্তা বিঘিœত হবার সাথে সাথে বাড়ছে অপরাধ। বিশেষ করে অপেশাদার চালকরা ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে। আর তাদের চিহ্নিত করাও সম্ভব হচ্ছে না। ফলে এ সেক্টরের মানুষগুলো চরম ক্ষতির শিকার হচ্ছেন। ইজিবাইকের নিয়মিত যাত্রী কামাল হোসেন বলেন, আমি প্রতিদিন শহরের বিভিন্ন প্রান্তে ইজিবাইকে চলাচল করি। কিন্তু শহরে বর্তমানে প্রয়োজনের তুলনায় বেশি ইজিবাইক রয়েছে বলে মনে হয়। কারণ রাস্তার দিকে তাকালে কেবল ইজিবাইক ছাড়া আর কিছুই চোখে পড়ে না। এত বেশি ইজিবাইক প্রয়োজন নেই বলে মন্তব্য করেন তিনি। তিনি আরও বলেন, এসব ইজিবাইক চালকদের অনেকেই দক্ষ নন, আবার অনেকেই আছে যারা নানা অসামাজিক কর্মকা-ের সাথে জড়িত। ফলে দুর্ঘটনা ও অনাকাক্সিক্ষত ঘটনার সংখ্যাও বাড়ছে। মোল্লাপাড়ার ফ্লেক্সি লোড ও বিকাশ এজেন্ট দিদার হোসেন বলেন, ইজিবাইক শহরবাসীর জন্য খুবই জরুরী একটা বাহন। তাই বলে বাড়তি ইজিবাইকের প্রয়োজন নেই। এটা অনেক সমস্যা সৃষ্টি করছে। সিটি কলেজের শিক্ষার্থী অদ্বিতি বলেন, নানা কাজে প্রতিদিন আমরা ঘর থেকে বের হই। তাদের কেউ রোগী, কেউ পরীক্ষার্থী আবার কেউ চাকরিজীবী। অতিরিক্ত ইজিবাইকের কারণে সৃষ্ট যানজটে মূল্যবান সময় নষ্ট হচ্ছে। গন্তব্যে পৌঁছানো কঠিন হয়ে পড়ছে। এ ব্যাপারে ইজিবাইক চালক সমিতির সভাপতি আবু হাসান ট্যাঙ্কু বলেন, ইজিবাইকের প্রয়োজন কেউ অস্বীকার করতে পারবেন না।
×