ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বগুড়া থিয়েটারের প্রতিষ্ঠাবার্ষিকীতে ‘দ্রোহ’ নাটকের মঞ্চায়ন

প্রকাশিত: ০৩:৪৬, ৪ জুন ২০১৬

বগুড়া থিয়েটারের প্রতিষ্ঠাবার্ষিকীতে ‘দ্রোহ’ নাটকের মঞ্চায়ন

সংস্কৃতি ডেস্ক ॥ বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সদস্য এবং বাংলাদেশ গ্রাম থিয়েটারভুক্ত নাট্য সংগঠন বগুড়া থিয়েটারের তিন যুগ পূর্তি উৎসব শেষ হয়েছে। দলের অন্যতম প্রযোজনা ‘দ্রোহ’ নাটক মঞ্চায়নের মাধ্যমে শেষ হয় বগুড়া থিয়েটার ৩ যুগ পূর্তি উৎসবের তিন দিনব্যাপী বর্ণিল আয়োজন। উৎসবের শেষ দিন ৩১ মে সন্ধ্যা সাড়ে সাতটায় বগুড়া শহীদ টিটু মিলনায়তনে বগুড়া থিয়েটারের ৬৩তম প্রযোজনা তৌফিক হাসান ময়না রচিত ও নির্দেশিত ‘দ্রোহ’ নাটক মঞ্চস্থ হয়। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অলক পাল, ফারুক হোসেন, বিধান রায়, রওনক জাহান রাকা, পাপড়ি ইসলাম, জিনিয়া ফারজানা, নিশু ইসলাম, আমজাদ শোভন, তপন পাটোয়ারি, সবুজ চন্দ্র, শোভন চন্দ্র, সুপিন বর্মণ, সর্দার হামিদ, মাহবুবে সোবহানি, সিজুল ইসলাম, ওসমান গণি, আরাফাত হোসেন, সাইফুল ইসলাম, ফিরোজুল ইসলাম, রেজোয়ান রাফি, মায়েদুল ইসলাম প্রমুখ। আবহ সঙ্গীতে ছিলেন নজরুল ইসলাম, তন্ময় সূত্রধর, সজল সরকার, অভি ঘোষ, মিঠুন প্রমুখ। লাকসজ্জায় ছিলেন দীন মোহাম্মদ দীনু। বর্ণিল আয়োজনে ছিল আনন্দ শোভাযাত্রা, আলোচনাসভা, বগুড়া থিয়েটার পদক ২০১৬, খন্দকার গোলাম কাদের পদক ২০১৬, শ্রেষ্ঠ নাট্যকর্মী সম্মাননা ২০১৬, নৃত্যানুষ্ঠান, নাটকের গান, স্মৃতিচারণ, থিয়েটার আড্ডা, রাফেল ড্র, থিয়েটার ভোজ এবং নাটক মঞ্চায়ন। আগামী অক্টোবরে ৩ যুগ পূর্তি উপলক্ষে দশ দিনব্যাপী নাট্যোৎসব অনুষ্ঠিত হবে। প্রসঙ্গত, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনভুক্ত এবং বাংলাদেশ গ্রাম থিয়েটারের অন্যতম শেকড় সন্ধানী এই নাট্য সংগঠনটি ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয়। এযাবতকালে বগুড়া থিয়েটার প্রযোজিত ৬৪টি নাটকের মঞ্চায়ন সংখ্যা ১৫৮১। বগুড়া থিয়েটারের প্রথম মঞ্চনাটক ‘পাপপুণ্য’ এবং সর্বশেষ মঞ্চনাটক ‘ফকির মজনু শাহ।’
×