ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ব্রিটেনে অভিবাসী পাচারে ব্যবহৃত হচ্ছে ছোট ছোট বন্দর

প্রকাশিত: ০৩:৪৪, ৪ জুন ২০১৬

ব্রিটেনে অভিবাসী পাচারে ব্যবহৃত হচ্ছে  ছোট ছোট বন্দর

অপরাধী চক্রগুলো যুক্তরাজ্যে শত শত অভিবাসীকে পাচার করতে ব্রিটেনের উপকূলবর্তী এক ডজনেরও বেশি বন্দর ব্যবহার করছে। খবর টেলিগ্রাফের। চোরাচালানিরা যুক্তরাজ্যে আরও মানুষ ঢোকানোর চেষ্টায় সীমান্ত কর্মকর্তাদের সুরক্ষাধীন নয় এমন ছোট ছোট পোতাশ্রয়কে ক্রমশ বেছে নিচ্ছে। ইউরোপীয় পুলিশ সংস্থা ইউরোপোল যুক্তরাজ্যে অপরাধীদের লক্ষ্যস্থল এমন ১৩টি অভিবাসী চোরাচালান ঘাঁটি চিহ্নিত করেছে। এর আগে চীফ ইন্সপেক্টর অব বর্ডারস ডেভিড বল্ট সতর্ক করে দেন যে, সীমান্ত কর্মকর্তারা ছোট ছোট নৌকায় করে দেশটিতে ঢুকছে এমন যাত্রীদের পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করছেন না। চীফ ইন্সপেক্টর ছোট ছোট নৌকায় করে যুক্তরাজ্যে পৌঁছাচ্ছে এমন ব্যক্তিদের সম্পর্কে কোন আগাম তথ্য না থাকারও সমলোচনা করেন। একই সময়ে ইউরোপোলের প্রধান রব রাইটস মত ব্যক্ত করেন যে, ব্রিটেনের সম্পদ সীমিত হওযায় দেশটির জন্য এর সব সীমান্ত রক্ষা করা কঠিন। তিনি বলেন, আমি নিশ্চিত ইউকে বর্ডার ফোর্সকে যে সীমান্তের সব ফাঁকফোকর বন্ধ করতে হবে তা ঐ ফোর্স জানে। তিনি বলেন, সাধারণত তারা সুস্পষ্ট কারণেই বড় বড় বন্দর এলাকার দিকেই দৃষ্টি দেবে। যখন আপনি বিচার বুদ্ধি অনুযায়ী আপনার সম্পদ নিয়োগ করবেন, তখন কোন কোন সময় দু’একটি বিষয় এড়িয়ে যায়, কারণ আপনি উত্তম কারণেই অন্য দিকে দৃষ্টি দিচ্ছেন।
×